নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

মাত্র ২২ মাসে ২০৪ জনকে হত্যার মাস্টার মাইন্ড ওসি প্রদীপ কুমার দাশ!!

৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৩


ঠিক হায়েনার মত ওসি প্রদীপ কুমারও টেকনাফের বাসিন্দাদেরকে জীবন্তই খুবলে খুবলে খেয়েছে। তার বিরুদ্ধে ততকালীন সময়ে বিভিন্ন প্রত্রিকায় তার অপকর্মের রিপোর্ট ছাপানো হয়েছে এবং গোয়েন্দা রিপোর্টও ছিল তারপরও ওসি প্রদীপের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি কারণ তিনি সরকারের আস্থাভাজন লোক যারা এখন সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ পদগুলি বগলদাবা করে আছেন।

প্রদীপ কুমার দাশ টেকনাফ ওসি থাকাকালীন মাদক নির্মূলের নামে ২২ মাসে ১৪৪টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। তাতে মারা গেছেন ২০৪ জন। নিহত সবাইকে দেওয়া হয়েছে মাদক ও অস্ত্র উদ্ধারের তকমা। সন্ত্রাসী তকমা দিয়ে একই পরিবারের তিন ভাইকে নির্মমভাবে হত্যা করেছে প্রদীপ। এক ভুক্তভোগী নারীও অভিযোগ করে বলেছিলেন, টেকনাফের ওসি থাকাকালীন দুই মেয়েকে ধর্ষণ করেছে প্রদীপ।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশি কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই হত্যাই ওসি প্রদীপের সমস্ত অপকর্ম আবারো জাতির সামনে চলে আসে যেটাকে সে মাদক ও অস্ত্র উদ্ধারের তকমা দিয়ে আর ঢাকতে পারেনি।

এখন সমগ্র দেশের মানুষ অপেক্ষা করছে প্রদীপ ও তার সাঙ্গপাঙ্গদের কি সাজা তা দেখার জন্য।

কিন্তু প্রদীপ ও তার সাঙ্গপাঙ্গদের সাজা হলে কি হবে এ রকম প্রদীপরা এখন সব গুরুত্বপূর্ণ যায়গাতে বসে আসে এদের রুখবে কে?

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৮

রক্ত দান বলেছেন: প্রদীপের নীচে অন্ধকার।

৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক তাই। ধন্যবাদ

২| ৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৫

একজন নিষ্ঠাবান বলেছেন: গুড

৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: Bad

৩| ৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: হাতে ক্ষমতা পেলে মানুষ ভয়ঙ্কর হয়ে উঠে।

৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ক্ষমতাকে সঠিকভাবে ধারণ করতে না পারলে সে ভয়ঙ্কর হয়ে উঠে।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছু হবে বলেতো মনে হয়না, মেলাদিন পার হয়ে গেলো।

৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেখা যাক রায়ে কি হয়।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এ রকম ক্রিমিনালদের মৃত্যুদন্ডই একমাত্র সাজা হওয়া উচিত।

৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেখা যাক রায়ে কি হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসল দোষিরা শাস্তি কমই পায়

৩০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম ঠিক। মন্তব্যের জন্য ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩১

নীল আকাশ বলেছেন: প্রদীপ লিয়াকতের অপরাধ অনুসারে এক ফাঁসীতে মৃত্যু যথেষ্ট নয়। চুড়ান্ত শাস্তি মৃত্যু হতে পারে। তার আগে অন্যান্য শাস্তি প্রাপ্য। প্রথমে এক এক করে দুই হাত, আবার এক এক করে দুই পা কেটে তারপর ফাঁসীতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করতে হবে। তবে এর সব শাস্তি প্রকাশ্যে দিতে হবে এবং সেটা লাইভ মিডিয়ায় দেখাতে হবে।
এরকম শাস্তি হলে আর কোন প্রদীপ নিজের জীবনের প্রদীপের আসায় অন্যের জীবনের প্রদীপ নিভানোর সাহস পাবে না।
ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তার চুড়ান্ত শাস্তি হওয়াই উচিত।

৮| ৩০ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৮

পুকু বলেছেন: আপনার লেখাটাই পুরো হাস্যকর।একজন ওসিকে বাঁচাতে পুরো হাসিনা সরকার তার পেছনে।গাঁজা টাজা খান নাকি।নাকি যেসব অপরাধীদের বিরুদ্ধে এক্‌সান নিযেছে ওসি প্রদীপ দাস তাদের হয়ে মিডিয়া ক্যেম্পেন করছেন।এক জন ওসির কতটুকু ক্ষমতা।তার উপরে এসপি ডিএপি আইজি সবাই কি ওসির আন্ডারে কাজ করে?আপনার কথা যদিমানি তাহলে সে ব্যক্তি ঘুষখোর হবে।সে লোকতো কোটিপতি হবে নিশ্চয়ই?দুদক কি তার বিরুদ্ধে কেস দিয়েছে ?দেখুন সমাজের নোংরা পরিস্কার করতে কাউকে না কাউকে কাদায় নামতেই হবে এবং তার জামায় কাদা লাগবেই।ঘাগু অপরাধিদের ধরতে বা শায়েস্তা করতে কখনো রুলবুকের বাইরে গিয়ে কাজ করতে হয়।সেটা সবাই বুঝবে তাও সম্ভব নয়।কিছুদিন আগে" মহানগর" নামে একটা ওয়েভ সিরিজ দেখছিলাম।সেখানেও শুরুতে আপনার মতোই গল্পো কিন্তু শেষ দৃশ্য একদম হতবাক করে।তাই যদি আমি ভুল না করি তবে আপনার লেখাপরে মনে হচ্ছে হয় আপনি একটা ঊজবুক নয় কোনো ধান্ধাবাজ লোক যার স্বার্থ এই কেসের সাথে জড়িত।নয়তো অপরাধীদের হয়ে মিডিয়া ক্যম্পেন করছেন।

৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ননসেন্সের মতো কথা না বলে এই বিষয়টি নিয়ে লেখেন যেটা সঠিক সেটা আপনি তুলে ধরেন। আমরা জ্ঞানভান্ডার সমৃদ্ধ করি।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বেকুব এটা পড়তে পারেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মাথামোটা বেকুব প্রদীপ চুরি করেছে কিনা তার প্রমান এখানে আছে।

৯| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:০৪

হাইজেনবার্গ ০৬ বলেছেন: দেশে বিচার নাই, আইনের শাসন নাই।তাই এর কিছুই হবে না। এসব মেথর দাশ, মুচি দত্ত ,কুলি,মজুর,টোকাইদের সংরক্ষিত কোটায় কাজ দিয়া হাসিনা নিজের অপশাষন জারি রাখছে। এসব 'সাবজেক্টের' বিচার করলে তার গদিতে থাকা সমস্যা হবে।

৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্যেরজ জন্য ধন্যবাদ।

১০| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: পুকু ভাইয়ার ভাষ্যমতে সমাজের নোংরা পরিস্কারক ছিলেন উনি । তাহলে দেশে মাদক ফাদক থাকার তো কথা নয় । উনি মেজর সিনহাকে জামার ময়লা বললেন । উনার হিসাব মতেই বলি মাদকের অভাবে এই ধরনের কথা বলে এই প্রদীপকে আলোময় করে রাখুন , আসল লুকিয়ে রাখুন ।

প্রদীপ মাফিয়াদের আইনগত ডানহাত , মানুষ মেরে অবৈধ ব্যবসার ময়দান পরিস্কার রাখতেন ।

৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই ননসেন্স হয়তো প্রদীপের জ্ঞাতীদাদা হবে তাই গায়ে লেগেছে।

১১| ৩১ শে জানুয়ারি, ২০২২ ভোর ৪:০৯

নেওয়াজ আলি বলেছেন: তার কী কোনো কঠোর বিচার দেশবাসী দেখবে

৩১ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেটা আদালতই বলতে পারবে। দেশের মানুষ সেই অপেক্ষায়।

১২| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: সরকারের ভালো উদ্যোগও প্রশ্নবিদ্ধ হয় এরকম কিছু পুলিশের কারণে।

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঠিক তাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।






ভালো থাকুন নিরন্তর।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এই হায়েনার প্রকাশ্য মৃত্যুদন্ড দেওয়া উচিত তাতে সব বাহিনীর মুখ উজ্জল হবে

৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একদম সত্যকথা। গুটিকয়েক প্রদীপদের জন্য সবার দূর্ণাম হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.