নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহনশীলতাই ব্যক্তিত্বের পরিচায়ক।

দেশ প্রেমিক বাঙালী

আমি একজন সাধারণ মানুষ। সর্বজন গ্রাহ্য মতামতকে প্রাধান্য দেই।

দেশ প্রেমিক বাঙালী › বিস্তারিত পোস্টঃ

তেনারা ডাকাতী করেছেন; স্বীকার করেন না!

১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:১২


সাইফুজ্জামান চৌধুরী জাভেদ আওয়ামী লীগের রাজনীতির সংগে জড়িত এবং সাবেক জাতীয় সংসদ সদস্য যিনি চট্টগ্রাম-১২ এবং চট্টগ্রাম-১৩ আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি ২০১৯-২০২৪ সময়কালে চতুর্থ হাসিনা মন্ত্রণালয়ে ভূমিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং তখনই তার হাতে চলে আসে আলাদীনের সেই চেরাগ।

লাদীনের চেরাগ হাতে পেয়েই তিনি শুধু যুক্তরাজ্যেই ৩৬০টির বেশি বিলাসবহুল বাড়ি কিনেছেন। সংযুক্ত আরব আমিরাতে ২৫০টির বেশি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের তালিকাভুক্ত মালিক। সাইফুজ্জামানের স্ত্রী রুকমিলা জামান দুবাইয়ে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের আরও ৫০টি সম্পত্তির তালিকাভুক্ত মালিক। অর্থাৎ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামান এবং তার সন্তানদের মোট ৭২৩টি বাড়ির দালিলিক প্রমাণ পাওয়া গেছে।

খান থেকেই বোঝা যায় যে হাসিনার শাসনামলে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে যাহা দিনের আলোর মতো সত্য। আওয়ামীলীগের সাঙ্গোপাঙ্গোরা এখনো স্বাীকার করেনা তাদের লুটপাটের কাহিনী!

তবে আনন্দের সংবাদ হলো যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)সাইফুজ্জামান চৌধুরীর ১৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৩২০টি সম্পত্তি জব্দ করেছে। এনসিএ কর্মকর্তারা বলেছেন, এটি সংস্থাটির সম্পত্তি জব্দের একক বৃহত্তম ঘটনা। এটি সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের জন্য একটি বার্তা। এটি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধারের উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক।

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত বাড়ী দিয়ে কী করবে এরা

১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তারপরও তাদের আরো লাগবে। শেখের বেটি থাকলে আরো হতো।

২| ১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:৩২

নতুন নকিব বলেছেন:



পোস্টে + দিলাম। তেনারা কখনোই স্বীকার করবেন বলে মনে হয় না। এই ব্লগেও কিছু আওয়ামী দালাল আছে, যাদের কাছে এখনও আওয়ামীলীগ দুধে ধোয়া তুলসী পাতা।

১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগেও কিছু আওয়ামী দালাল আছে, যাদের কাছে এখনও আওয়ামীলীগ দুধে ধোয়া তুলসী পাতা। সেই সংগে এই ব্লগের নিয়ন্ত্রক কতৃপক্ষও পক্ষপাতদুষ্ট তেনারাও আওয়ামীলীগের বিরুদ্ধে বললে রাগ করেন ব্লক করে দেন, বর্তমান সময়ে তেনার অন্য ছুতােনাতা ধরে ব্লক মারছেন!

৩| ১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:৩৪

নতুন নকিব বলেছেন:


সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে ৩২০টি এবং দুবাইসহ বিভিন্ন দেশে আরও শত শত বিলাসবহুল সম্পত্তি থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) তার ১৭০ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করেছে। এটি হাসিনা সরকারের আমলে দুর্নীতির আকার ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার একটি বড় উদাহরণ। আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসেনি। তবে এই জব্দ অভিযান অধ্যাপক ইউনূসের তত্ত্বাবধানে সম্পদ পুনরুদ্ধার প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অবশ্যই এই জব্দ অভিযান অধ্যাপক ইউনূসের তত্ত্বাবধানে সম্পদ পুনরুদ্ধার প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ভয় হচ্ছে পরবর্তীতে নির্বাচিত সরকার তা জারি রাখবে না তাদের সংগে মোটা অংকে আপোস রফা হবে এই নিয়ে।

৪| ১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:৪৭

নতুন নকিব বলেছেন:



তবে ভয় হচ্ছে পরবর্তীতে নির্বাচিত সরকার তা জারি রাখবে না তাদের সংগে মোটা অংকে আপোস রফা হবে এই নিয়ে।

-ঠিক বলেছেন। নিশ্চয়তা মোটেই দেওয়া যায় না। কারণ, অধিকাংশ বাঙ্গালী বেঈমান। টাকায় এখানে বিচার, আইন আদালত সবকিছুই কেনা যায়। যা বিগত ১৬/ ১৭ বছরে মানুষ দেখেছে।

১৫ ই জুন, ২০২৫ দুপুর ২:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে বিএনপিকে ম্যানেজ করে আম্লিগ প্রতাপের সংগে ঘুরে বেড়াচ্ছে।

৫| ১৫ ই জুন, ২০২৫ বিকাল ৩:৩১

অরণি বলেছেন: ইউনুস সাহেব ৫ বছর না মাত্র ২ বছর সময় পেলে ডাকাতদের সাইজ করতে পারতেন কিন্তু রাজনৈতিক দলগুলো সেটা চায়না কারণ তারাও যে ভবিষ্যতে ডাকাতী করবে!

১৫ ই জুন, ২০২৫ বিকাল ৩:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কোন রাজনৈতিক দলই ইউনুসকে চায়না তারা চায় ক্ষমতা।

৬| ১৫ ই জুন, ২০২৫ বিকাল ৩:৩৮

অরণি বলেছেন: চাবে কীকরে ইউনুস থাকলে তাদের ভবিষ্যতে ডাকাতীর পথ বন্ধ হয়ে যাবে যে

১৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্য কথা।

৭| ১৫ ই জুন, ২০২৫ বিকাল ৩:৪১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ড. ইউনুসকে আরো সময় দেওয়া উচিত ছিল।

১৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কমপক্ষে ৩ বছর থাকতে পারলে ভালো করতো।

৮| ১৫ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আসতাগফিরুল্লাহ

১৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জোড়ে বলেন।

৯| ১৫ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এত্তবড় চোর যে দলে জন্মায় তারা ইউনসকে কিভাবে ভালো বাসবে?

১৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:৩৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যথাযথ বলেছেন।

১০| ১৫ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: জন্ম থেকেই বাংলাদেশের রাজনৈতিক দল, সরকার দেখে এসেছি। কিন্তু আমার দৃষ্টিতে এখনও পর্যন্ত দেশের সবচেয়ে বিচক্ষণ সরকার ডঃ ইউনুস স্যারের আমলকে বলবো। বিদেশ টাকা পাচার রাজনৈতিক দলগুলোর কাছে খুল্লামখুল্লা হয়ে গেছে। সেখানে বেরিয়ে যাওয়া টাকা দেশে ফেরানোর ব্যবস্থা, দেশের স্বর্ণের রিজার্ভ বাড়ানো, রেকর্ড পরিমাণ বিদেশী ঋণ শোধ করা,একটা দেশের কাছে জল, স্থল আকাশকে বন্ধক দেওয়া থেকে রুখে দাঁড়িয়ে একটা স্বাধীন সার্বভৌম দেশের মানোন্নয়ন করা নিঃসন্দেহে গর্বের।আগে কখনো বিশ্বের বড় কোনো দেশের কর্ণধারকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সমীহ করতে দেখতাম না।শেখ হাসিনার জন্য বিমান বন্দরে মোদিজি প্রতিবারই হাফপ্যান্ট পরা প্রতিমন্ত্রীদের দিয়ে রিসিভ করতেন। ব্যাঙ্ককে এহেন চিত্র বদলে মোদিজী সহ ওনার সচিবরা যেভাবে ডঃ ইউনুস সাহেবের আগমনে উঠে দাঁড়িয়ে অভ্যুথনা জানিয়েছিলেন তা নিঃসন্দেহে বিরল ঘটনা।আর এখানেই ডঃ ইউনুসের সাফল্য। বিশ্ববরেণ্য অর্থনীতিবিদের পিছনে অনেকেই সমালোচনা করবেন ঠিকই। কিন্তু সামনে পড়লে মেরূদন্ড দিয়ে যে শীতল স্রোত প্রবাহিত হয় সেটা অতিবড় নিন্দুকেও স্বীকার করতে বাধ্য।


যাইহোক এমন মানুষ আরো কিছু দিন সময় পেলে বাংলাদেশের ভোল্ট যে পরিবর্তন হতো তা বলা বাহুল্য।

১৬ ই জুন, ২০২৫ বিকাল ৫:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার এই চমৎকার মন্তব্যের উত্তর দিতে গেলে অনেক কথা এসে যাবে তবে এক কথায় বলবো একেবারে অসাধারণ মন্তব্য।






ধন্যবাদ ভালো থাকুন নিরন্তর।

১১| ১৫ ই জুন, ২০২৫ রাত ৮:৩৩

কামাল১৮ বলেছেন: প্রতিটা বাঙালী যদিএমনি করে একটা চেরাগ পেতো তবে বাঙলায় কোন অভাব থাকতো না।সেই চেরাগ এখন ইউনুস সহ সমন্বয়কদের হাতে।

১৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সেই চেরাগ আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন বুঝি?

১২| ১৫ ই জুন, ২০২৫ রাত ৮:৪১

মেঠোপথ২৩ বলেছেন: বিএনপি যেই চেহারা ধারন করসে , তাতে আওয়ামিলীগের এই সব সম্পদ মামলা বানিজ্যের মাধ্যমে তারা দখল নিবে, এটা ক্লিয়ার। এই সব পাচার করা টাকা এই হতভাগ্য দেশের কপালে নাই।

১৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিএনপিও ঝাপিড়ে পড়েছে খাই খাই ভাব নিয়ে।

১৩| ১৫ ই জুন, ২০২৫ রাত ৯:১২

সৈয়দ কুতুব বলেছেন: কেউ কি কোনোদিন সত্যিই অপরাধ স্বীকার করে?

১৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তেনাদের কেউই স্বীকার করেনা এবং এখনো বিশ্বাস করেনা; তেনারা ভাবে এগুলো হয়রানি মূলক।

১৪| ১৫ ই জুন, ২০২৫ রাত ১১:৪৫

অপু তানভীর বলেছেন: এদের কথা শুনলে মনে হয় যেন তাদের দলের মত সৎ বুঝি আর কেউ ছিল না। সবাই চোর কেবল তাদের দলের লোক ছাড়া।

আর এদিকে মোদীর ভাই কামাল এখনোও আওয়ামীলীগ আর ভারতের পাছার ভেতরে মুখ গুজে বসে আছে। এখন তার মুখে আওয়ামীলীগের খারাপ কিছু শোনা যায় না। তার চোখে সব দোষ হচ্ছে ড. ইউনুসের। সব থেকে বড় বাটপার এই কামাল মিয়া প্রতি নিয়ত মিথ্যাচার করে যাচ্ছে ব্লগে।

১৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কামাল মিয়া আগে থেকেই ভারতের পাছার মধ্যে মুখ গুজানো লোক।

১৫| ১৬ ই জুন, ২০২৫ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। এই ৫৪ বছরে কোন দল দূর্নীতি করে নাই?

১৬ ই জুন, ২০২৫ দুপুর ১২:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই করেছে তবে পার্থক্যটা হলো এই রকম---- আম্লিগ ছাড়া সবাইমিলে যদি একটা কাচকি মাছ চুরি করে থাকে তাহলে আম্লিগ একাই তিমি চুরি করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.