| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) পৃথিবীতে দুইটা দেশ
আছে বাংলাদেশ আর
বিদেশ।
২) বিয়ে করলে বাচ্চা হয়
নাইলে হয় না।
৩) সাড়ে বারোটার পর
বাজে সাড়ে একটা,
সাড়ে একটার পর
সাড়ে দুইটা।
৪) কারো মাথার
সাথে যদি নিজের
মাথা একটা গুঁতা খায়
তাইলে শিং ওঠে,
দুইটা খাইলে আর ওঠে না।
৫) কোন ফলের
বিচি খাইয়া ফেললে পেটে
মধ্যে সেই ফলের গাছ হয়।
৬) সিনেমার মধ্যে নায়ক
নায়িকারা নিজের গলায়
গান গায়।
৭) "আই লাভ ইউ" খুব খারাপ
একটা শব্দ,
একেবারে অশ্লীল।
৮) মোরগ যখন
ধাব্রাইয়া ধইরা মুরগীর
উপর উঠে তখন
আসলে ওরা মারামারি করে
৯) যে যত ভালো ছাত্র তার
রোল তত কম আর যত খারাপ
তত বেশি এইটা কেমুন
সিস্টেম?
১০) সিনেমার গানের
মধ্যে নায়ক নায়িকা এত
তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ
করে কেমনে? নিশ্চয়ই
একটার উপর
আরেকটা পরে থাকে,হুট
করে উপরেরটা খুলে ফেলে।
কুনো সময়
আসলেই ছুটু আছিলাম ঠিক না??
মিললা গেলে কি করবেন আপনেগো উপ্রেই
ছাইরা দিলাম, আমিতো চিপায় যায়া হাসছিলাম আপনেরা কি করবেন দেহেন।
২|
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৬
রাহুল বলেছেন: চিপায় গিয়া হাসতেছি............।
৩|
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৮
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: সিনেমায় রুবেল থাকা মানেই ফাইটিং মুভি, আর আনোয়ার হোসেন মানেই নির্ঘাত স্ট্রোক আঃ... আঃ... আঃ... ।
৪|
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫
শায়মা বলেছেন: হা হা আমিও এমন এমন ভাবতাম ![]()
৫|
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৯
বশর সিদ্দিকী বলেছেন: সবই মিইল্লা গেল।
৩ নাম্বার তো আমি এখনো বিশ্বাষ করি
৪ নাম্বার এর কারনে অনেকের মাথা ফাটাইছি।
৭
৮
৬|
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৬
গান পাগলা বলেছেন: আরও আছে
কেয়ামতের মাঠ মনে অনেক বড় হবে, সেখানে ঘুড়ি উড়াতে অনেক মঝা হবে।
৭|
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
বাধা মানিনা বলেছেন: গান পাগলা বলেছেন: আরও আছে
কেয়ামতের মাঠ মনে অনেক বড় হবে, সেখানে ঘুড়ি উড়াতে অনেক মঝা হবে।
৮|
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
মুরাদ-ইচছামানুষ বলেছেন: হা হা...মিল্লা গেছে কিছু...
৯|
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
আদার ব্যাপারি বলেছেন: পৃথিবীতে দুইটা দেশ
আছে বাংলাদেশ আর
বিদেশ।
১০|
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ডাসট ইন দা উইনড বলেছেন: ০১. মদ জিনিসটা খাইতে আপেল জুসের মত
০২. হাসপাতালে বাচ্চা কিনতে পাওয়া যায়
০৩. ঈদের জামা কেউ ঈদের আগে দেখতে পাইলেই তা পুরানো হয়ে যায়
০৪. কোরবানীর ঈদের গরু....ঈদের ৩ দিন আগে থেকে কানতে থাকে
১১|
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
জিসান আল আহরার বলেছেন: moja pailam! ![]()
১২|
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: মজা পাইছি
১৩|
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৪|
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
জেনারেশন সুপারস্টার বলেছেন: ১)বাংলা ভাষার বিপরীত ভাষা হইল ইংলিশ ভাষা,
২)বিদেশ মানেই সাদা চামড়ার মানুষের দেশ আর ইন্ডিয়া,পাকিস্তান,মায়ানমার এগুলা বিদেশও না দেশও না,
৩)মেয়েমানুষ খুবই রাগী তারা প্রেম করেনা ![]()
৬) ৭) মিলছে
১৫|
১৩ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
দাদুচাচা বলেছেন:
সব ঐ তো আপনারা কইলেন,
আমার কওনের কিচ্ছু নাই।
কমন পরছে।
১৬|
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩
আমি চাই বলেছেন: হা হা, আপনাদের কমেন্ট পড়েও মজা পেলাম, ধন্যবাদ সবাইকে।
১৭|
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫
আমি চাই বলেছেন: ডাসট ইন দা উইনড ভাই, আপনার দেয়া চারটার সাথেও আমার ছুডবেলা মিললা গেল ![]()
১৮|
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৯
আমি চাই বলেছেন: আসলে এইগুলা সার্বজনীন
আমরা সবাই ই ছোটবেলা এইগুলা মনে করতাম।
আবারো ধন্যবাদ।
১৯|
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪
জেনারেশন সুপারস্টার বলেছেন: এরাবিয়ান নাইট দেখে কয়েকদিন ভয় পাইসিলাম খাটের তলায় গুলনার নামের পরী সেজে থাকা রাক্ষুসীটা লুকিয়ে আছে মনে করে
২০|
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৯
আমি চাই বলেছেন: হা হা ভাই। ছোটকালে দেখলে যা ভয় লাগত না পুরাই আত্তারাম উইরা যাইত, কিন্ত অহন এইডি দেখলে হাসি আহে।
যাইকন, সনুনিজবারে কিন্তুক চরম লাগত। আর আকা সামরিরে দেখলে ডর লাগত।
ধন্যবাদ আপনাকে।
২১|
১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫২
কালোপরী বলেছেন: উপরের গুলো পড়তে পড়তে ১০ নাম্বারটা বলতে চাইসিলাম পরে দেখি তাও লিখে ফেলছেন হাহাহাহা
২২|
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫
আমি চাই বলেছেন:
হা হা ![]()
২৩|
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৮
েবনিটগ বলেছেন:
২৪|
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০
আমি চাই বলেছেন:
ধন্যবাদ পড়ার জন্য @ েবনিটগ
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৫
চারশবিশ বলেছেন: নায়ক স্প্রিংয়ের জুতা পরে বলেই এত দুরে লাফ দিতে পারে