![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে থেকেই কবিতা লেখা হত, সাহস করে আজকে একটা গান লিখে ফেললাম। দেখেনতো কেমন হইসে গানটা। আর গানের নাম ঠিক করিনি তাই আপনারাই একটা নাম ঠিক করে দিয়েন...
>>>>———>> :* #
যখন থাকি একা তোকে ভেবে যাই
যখন থাকি একা তোকে কাছে পাই,
তুই চাস না আমায়, তবু তোকে চেয়ে যাব
হয়ত শেষে একদিন আমি তোর হব।
কত তোকে ভালবেসেছি, কত তোর কাছে এসেছি
তুই ছলনা করে গেলি কেন আমায় কষ্টে ভাসালি।
তোর রুপে পাগল হয়েছি
তোর প্রেমে আমি ছেয়েছি,
তোকে তেমনি চেয়ে যাব
যেমনটা আগে চেয়েছি।।
তোর ওই কালো চোখে
যখন আমি দেখি
আমার থাকার আবাস
তোরি চোখেতে খুজে পাই,
তোরি স্বপ্নে দিন কাটাই
এরই মাঝে তোকে খুজে যাই
তোরি অঙ্গে চেয়ে থেকে
আমার প্রাণ জুড়াই।
২| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
আমি চাই বলেছেন: উচ্চমাদ্ধমিক ২য় বর্ষে পড়ছি, বয়স ১৮।
আসলে আপনি কি বুঝাতে চেয়েছেন বুঝতে পারিনি
৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১১
চারশবিশ বলেছেন: আমার মনে হয়
আশরাফ মাহমুদ মুন্না বোঝাতে চেয়েছেন
আপনার প্রোফাইল পিকটা অনেক বাচ্চা
গানের নাম দিতে পারেন - উদাসী মন
লেখা মোটামুটি হয়েছে
৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০২
আমি চাই বলেছেন: ধন্যবাদ ভাই....
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: ..
লেখাপড়া কদ্দুর? বয়স কত?
যদি ১৩/১৪ বয়স হয়, আর এখনও স্কুলে, তবে সমস্যা নেই। চলবে।
অন্যথায়
প্রচুর প্রচুর লেখাপড়া। তারপর ব্লগ লেখালেখি।
পড়া ও লেখা অনুপাত হতে হবে ৫০০:১
সদুপদেশ হিসেবে নিলে উপকৃত হবেন।
ধন্যবাদ।