নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"স্পন্দনহীন মধ্যাহ্ন কাব্য"
কখনও ইচ্ছে হলে
দেখে যেয়ো এই দিশেহারা আমায়
রাজ্যহীন রাজপুত্রের স্পন্দনহীন কোনও মধ্যাহ্নে।
খুঁজে পাবে আমায়
আধখোলা জানলার পাশে চিরচেনা
আমি আর আমার কবিতা।
একফালি রৌদ্রের কাছে হার মানা ঘুটঘুটে অন্ধকার
তোমার স্মৃতি জড়ানো আসবাব আর ধূলিময় ছবির এ্যালবাম
বসে আছি বেলা অবেলার সন্ধিহ্মণে
তোমার ফেরার প্রতীক্ষায়।
কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়
চাঁদের স্নিগ্ধতা ফিকে হয়ে যাবে
রাতের নিস্তব্ধতা হার মানবে তোমার আগমনে।
আমি বাতাসের বুকে কান পেতে রইবো
ভালোবাসার শেষ রসটুকু পান করবো জ্যোস্নার পেয়ালায়।
তুমি অনন্ত যৌবনা
নাকি বয়সের বলিরেখায় হারিয়ে ফেলেছো সেই পুরনো প্রানবন্ততা।
জানি না ----
বুকের মাঝে হৃদপিন্ডটা আজো আমার
নাকি দখলদারিত্ব আজ অন্য কারো।
শুধু জানি ----
সময়ের অতিমানবীয় গতিতেও
রাজকন্যার জন্য লুকিয়ে রাখা আমার প্রেমের রাজ্যে
জীর্ণতার ধূলো কখনো হবে না জমা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
আপনি যদি দিশে হারিয়ে ফেলেন তবে বুঝবো আমার লেখা স্বার্থক।
নিরন্তর শুভ কামনা।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লাগল
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আরণ্যক রাখাল।
ভালো থাকবেন।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
ইমিনা বলেছেন: রাজপুত্রদের দিশেহারা হলে চলবে কিভাবে? রাজ্য শাসন করতে হবে না? রাজ্যের মানুষদের সুখ-দুঃখ বুঝতে হবে না?
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: এত্তোগুলান প্রশ্ন।
আবার দিশে হারিয়ে ফেল্লাম তো।
ব্লগে আপনার আগমনে বেশ ভালো লাগছে। আন্তরিকতার সাথেই বল্লাম কিন্তু।
ভালো থাকবেন সবসময়।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এত সুন্দর একটি লেখা !!! মুগ্ধ হয়ে গেলাম ---
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ আপু।
আপনার মুগ্ধতা আমার সুখানুভূতি।
অনেক অনেক ভালো থাকবেন।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১
আমি সৈকত বলছি বলেছেন: প্রিয় চরন→
তুমি অনন্ত যৌবনা
নাকি বয়সের বলিরেখায়
হারিয়ে ফেলেছো সেই
পুরনো প্রানবন্ততা।
জানি না ----
বুকের মাঝে হৃদপিন্ডটা আজো আমার
নাকি দখলদারিত্ব আজ অন্যকারো।
শুধু জানি ----
সময়ের অতিমানবীয় গতিতেও
রাজকণ্যার জন্য লুকিয়ে রাখা আমার
প্রেমের রাজ্যে
জীর্ণতার ধূলো কভু হবে না জমা।
♣♣♣
বাড়িয়ে বলবো না।
ব্লগে আসা সময়গুলো সার্থক হয় এমন কিছু পোস্ট পড়ে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
আমিও বাড়িয়ে বলব না।
আপনাদের মতো কিছু সু-পাঠক ও উৎসাহক আছে বলেই
আমার মতো অনেকেই লেখার সাহস করে।
নিরন্তর শুভ কামনা।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। তবে শেষ লাইনটায় 'কভূ' শব্দটা যুৎসই লাগছে না। আধুনিক কবিতায় এমন প্রায় বিলুপ্ত কিছু প্রাচীন শব্দ পরিহার করা হয়।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ হামা ভাই।
এডিট করে দিয়েছি। আবারো ধন্যবাদ বিষয়টি ধরিয়ে দেবার জন্য।
নিরন্তর শুভ কামনা।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০
বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালোবাসার অনুভূতি আপনি বেশ গুছিয়ে লিখতে পারেন। বহিঃপ্রকাশের নমুনাও সুন্দর। স্পর্শ করে যায়। কাঠিন্য নাই কিন্তু দৃঢ়তা আছে। অপেক্ষার প্রহরে অনেকে হারিয়ে যায়। কিন্তু আপনার কবিতায় মনে হয় ভালোবাসার জন্য পৃথুলা প্রহর অপেক্ষায়ও ভালোবাসায় কোন মলিনতা ছাপ পড়ে না। যন্ত্রণার কথাগুলোকে আলোকপাত না করে, ভালবাসাকেই উজ্জ্বল করে দেখানো হয়। ভালো লাগলো রাজপুত্র। নিরন্তর শুভ কামনা রইলো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতাটা লিখে যতটা না অনুভবের সৃষ্টি হয়েছিল। আপনার মন্তব্য হৃদয়ে তার থেকেও গভীর রেখাপাত করল।
আপনার মন্তব্য সবসময়ই আলাদা ও যে কোন লেখার সারমর্ম।
কিন্তু আজকের এই কমেন্ট কোন লেখার নয় যেন আমারই সারসংক্ষেপ।
ভালো থাকবেন। আর আপনার অদ্ভুত অনুধাবনশক্তির সাহ্মরবহন করা মন্তব্যগুলো চেয়ে নিতে চাই অনুপ্রেরণার জন্য নয় নিজেকে জানার জন্য, বোঝার জন্য।
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগল ।++
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন: অল্প কিছুদিনের ব্লগিং এ কিছু মানুষের সার্বহ্মনিক সহচার্য পেয়েছি। উৎসাহ পেয়েছি। ছোট্ট ছোট্ট মন্তব্যে কবিতা লেখার তাগিদ জেগেছে। তাদের আর ধন্যবাদ দিয়ে বোর করতে চাই না।
তাই শুধু বলবো--
ভালো থাকবেন এবং ভালো থাকবেন।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১০
একলা ফড়িং বলেছেন: বুকের মাঝে হৃদপিন্ডটা আজো আমার
নাকি দখলদারিত্ব আজ অন্য কারো...??
কঠিন একটা প্রশ্ন!
দু'একটা টাইপো আছে। রাজকন্যা/আধখোলা, অন্য এবং কারো এর মাঝে স্পেস। ঠিক করে নেবেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ।
হুম কঠিন প্রশ্ন আবার সহজ ও কিন্তু।
ভুলগুলো ধরিয়ে দেবার জন্য আবারো ধন্যবাদ।
ভালো থাকবেন।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: নামাটা দিশেহারা হলেও কবিতা কিন্তু চমৎকার।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা! হা! হা!
ধন্যবাদ প্রিয় প্রামানিক।
ভালো থাকবেন।
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১২
শাহেদ চৌধুরী বলেছেন: অনেক ভালো লাগলো। লিখে যান আরো....
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ শাহেদ।
অনুপ্রেরিত হলাম।
ভালো থাকুন সবসময়।
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসস্ রাজকন্যার জন্য ভালোবাসার কি আকুতি... ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক... ভালোবাসার মাঝে!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম, বেঁচে থাকুক ভালোবাসা।
আপনার কল্পনাতেই বেঁচে থাকুক।
ভালো থাকবেন।
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৯
শায়মা বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: কি হলো আপুমনি?
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২
সুমন কর বলেছেন: রাজ্যহীন রাজপুত্রের কবিতা বেশ ভাল লাগল।
৩+।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
+ এর জন্য কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
ফাগুনের শুভেচ্ছা।
১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৩
আরমিন বলেছেন: "কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়
চাঁদের স্নিগ্ধতা ফিকে হয়ে যাবে
রাতের নিস্তব্ধতা হার মানবে তোমার আগমনে।
আমি বাতাসের বুকে কান পেতে রইবো "
সুন্দর সুন্দর!
কিন্তু
"ভালোবাসার শেষ রসটুকু পান করবো জ্যোস্নার পেয়ালায়। "
এই লাইনটা একটু বেমানান হয়ে গেলো না? চাঁদের স্নিগ্ধতা ফিকে হয়ে গেলে আবার জ্যোস্না আসলো কোত্থেকে?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।
প্রথম ধন্যবাদ 'সুন্দর' বলার জন্য আর দ্বিতীয় ধন্যবাদ প্রশ্নটার জন্য।
বৃষ্টিস্নাত সন্ধ্যায় জ্যোৎস্নার আলো ছিল ঠিকই কিন্তু 'তার' আগমনে ফিকে হয়ে যায় সেই স্বর্গীয় সৌন্দর্য। আর আমি তাই সেই জ্যোৎস্নাকে পেয়ালা বানিয়ে আস্বাদন করলাম ভালোবাসার।
ফিকে হয়ে যাওয়া বলতে জ্যোৎস্নার অনুপস্থিতি নয় বরং রাজকন্যার উপস্থিতিতে জ্যোৎস্নার মৃয়মান হওয়াকে বুঝিয়েছি।
ভালো থাকবেন আপুমনি।
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩
আরমিন বলেছেন: বাহ বাহ চমৎকার বিশ্লেষণ !
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ আপুমনি।
ভালো থাকবেন। আপনাদের মতো কিছু মানুষের সার্বহ্মণিক সান্নিধ্য প্রেরণা দিয়ে চলেছে অবিরত।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৮
নীলপরি বলেছেন: কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়
চাঁদের স্নিগ্ধতা ফিকে হয়ে যাবে
রাতের নিস্তব্ধতা হার মানবে তোমার আগমনে।
আমি বাতাসের বুকে কান পেতে রইবো
ভালোবাসার শেষ রসটুকু পান করবো জ্যোস্নার পেয়ালায়।
সকাল সকাল রাজপুত্রের পুরানো খাতা উল্টে পাল্টে পড়তে খুব ভালো লাগছে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: তাইতো বলি আমার কবিতার খাতাটা কোথায়?
পুরনো পৃষ্ঠায় পরির উপস্থিতিতে অযুত ভালো লাগা।
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯
নীলপরি বলেছেন: কোথায়? B এখন এরকম বললে হবে ? রাজপুত্রের কবিতার খাতা মনি মাণিক্যে ভরা । সেটা পাহাড়া দেওয়ার দরকার ছিল । এতো বেলায় ঘুম থেকে ওঠার কারনে খাতা চুরি হয়ে গেছে ।
তবে চোরের কোনো দোষ নেই ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: চুরি যাক। ইন্সোরেন্স করা আছে।
এ চোর দোষের উর্ধ্বে তো।
মনি মাণিক্য না। মাটিতে ভরে আছে। ভেজা মাটি।
১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০
নীলপরি বলেছেন: ' কোথায় ' এর পরে ওই ইমোটা দিতে চাই নি ! ইশশশ এখন কি করি ?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরি হা করে আছে দেখতেই ভালো লাগছে।
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫১
নীলপরি বলেছেন: ঠিকাছে ! মনে থাকবে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: কি মনে থাকবে??
২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪
নীলপরি বলেছেন: হুম । আপনার কি মনে হয় ?আগে বলুন কি হতে পারে ?
তারপর বলছি ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হা করে থাকা।
২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১
নীলপরি বলেছেন: তো ? বুঝেও না বোঝা হচ্ছিল নাকি ?
উফ কি সাংঘাতিক !
কি করছেন বলুন তো আপনি ? আজকের পোষ্টটা অসম্ভব ভালো হয়েছে । দুটো লাইন দুবার টাইপ হয়েছে মনে হোলো । ওটা আগে ঠিক করে নিলে ভালো হয় ।
অনধিকার চর্চা করে ফেললাম বোধহয় । যাকগে , গর্দান গেলে যাবে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কোন অনধিকার চর্চা হয় নি পরিবানু।
ঠিক করে নিয়েছি।
একটু ব্যস্ত ছিলাম।
সাংঘাতিক কি? ভালো?
২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
নীলপরি বলেছেন: আবার ! সাংঘাতিক কি? জানেন না ? বলে ফেলুন তাড়াতাড়ি .....।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: মনে তো হয় ভালো না।
২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
নীলপরি বলেছেন: এবারে মন ঠিক কথা বলল না । যদি অবশ্য এই কথা বলে থাকে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভুল মন কথায় ভালো লাগা।
২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
নীলপরি বলেছেন: ভালো লাগা ভালো।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
২৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬
নীলপরি বলেছেন: আরে রাজপুত্র আজকে এতো সকালে ঘুম থেকে উঠেছেন! খাতা চুরির ভয় পেয়েছেন নাকি ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
চোরটাকে দেখার জন্য।
খাতা চুরি হোক। কষ্ট নেই।
২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
নীলপরি বলেছেন: খাতা চুরি হোক। কষ্ট নেই।
দানবীরও নাকি ? এটা জেনেও ভালো লাগলো ।
কালকের পোষ্টটা এখানে ঠিক করতে বলার আগেই ঐ পোষ্টে মন্তব্য করেছিলাম । ওখানে তখন দেখেননি বলেই আবার এখানে বলেছি । আর আজ ওখানে বেশ ' হুম সেটাই ' বলে দিলেন ! আমি না পড়ে বলি না । টাইমিং টা দেখে নিলে ভালো হয় ।
রাজপুত্রের পোষ্ট একাধিকবার পড়া হয় । যাক ঠিক আছে ।
২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
নীলপরি বলেছেন: দান ? এই যে অসাধারণ কবিতাগুলো ।
প্রোমো তো দারুন লাগলো । খুব ভালো হচ্ছে । কবে পোষ্ট করবেন ? জানতে পারি ?
এটা' টু 'কে ? রাজকন্যা না নীলাদ্রীতা ? এই রে , অনেকগুলো প্রশ্ন করে ফেললাম । বিরক্ত হলেও রাগ করবেন না যেনো ।
আচ্ছা পড়া তো হয়ে গেলো । এবার কবিতা অংশের মন্তব্যটা মুছে দিতে পারেন ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: এই গুলো দান না। উপহার।
২৫/২৬ অথবা নেক্সট মান্থের ফাস্ট উইকে। এটা যেহেতু তোমার ইচ্ছে কবিতা তাই সূর্যস্নানের মতো এটাতেও নীলাদ্রিতা আসবে।
বিরক্ত হই নি। রাগ তো যোজন দূরে।
২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
নীলপরি বলেছেন: জেনে ভালো লাগছে ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
৩০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯
নীলপরি বলেছেন: ভেবেছিলাম কাল খেলা দেখে আজ হয়তো রাজপুত্র আর পোষ্ট দেবে না । ২৬ তারিখ বা নেক্সট মান্থের ফাস্ট উইক পর্যন্ত অপেক্ষা করতে হবে । আমাকে ভুল প্রমান করার জন্য ভালো লাগা রইলো ।
আর আমার ইচ্ছেটাকে বাস্তবায়িত করার জন্য অনেক কৃতজ্ঞতা ।
ভালো থাকবেন ।
( ওখানে ভিড় দেখে , এখানে বলেছি । দুবার পেজ খোলার কষ্ট দেওয়ার জন্য দু্ঃখিত । )
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কথা দিয়ে কথা রাখতে রাজপুত্র জানে।
আর ইচ্ছেটা আমার সাধ্যের মধ্যে ছিল পরিবানু।
এমন কষ্ট করাটা বেশ আনন্দের।
৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩
নীলপরি বলেছেন:
এমন কষ্ট করাটা বেশ আনন্দের যখন , তখন আবার একটু কষ্ট দিচ্ছি ।
বিষয়ের বাইরে - বুঝি না। - কেনো বললেন ? একটা সহজ কথার উত্তর সহজ ভাবে দিলে আপনার কি ক্ষতি হয় , বলুন তো ?
ইশ কেনো আমি লিখে রাখেনি । সেই থেকে ভেবে যাচ্ছি । আর কোনোকিছু ভেবে মনে না করতে পারলে কি হয় , তার ধারনা বোধহয় রাজপুত্রের নেই ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
লিখতে লিখতে বদলে গেছে যে!!!
আছে ধারণা
জুড়ে রয় শূন্যতা
৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬
নীলপরি বলেছেন: উফ সেটা প্রথমে বলা গেলো না ?
এইজন্যই বলি সাংঘাতিক !
প্রোমো বদলে গেলো ।
প্রথম পড়া হলো না । পড়া হোলো ।এটাই অনেক ।
শুভকামনা ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সাংঘাতিক আমি!!!
যা বদলেছে সে নাই বা থাকুক। যে বদলায় নি সে থাকুক।
শুভকামনা পরিবানু।
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯
এম এ কাশেম বলেছেন:
দিশেহারা রাজপুত্রের কবিতা পড়ে যে
আমি ও দিশে হারিয়ে ফেললাম,
শুভেচ্ছা কবি।