নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
মেয়েটাকে বলেছিলাম 'আমি তোমাকে নুনের থেকেও বেশি ভালোবাসি'।
মেয়েটি হাতের ছাতার বাট দিয়ে এক বাড়ি মেরে বলেছিল 'যা বাজারের তে এক কেজি নুন কিনে গেল'।
২।
বৃষ্টির ঝাপটায় করিডোরের অনেকটাই ভিজে গেছে। নীলাদ্রীতা আমার দিকে আরেকটু সরে আসলো। মুখের সামনে থেকে চুলগুলোকে সরিয়ে আমার চোখের দিকে তাকালো।
বলল...
শুভ্র, আমি তোমার কত নাম্বার প্রেমিকা?
৩।
বেঘরে ঘুমাচ্ছিলাম। রাত কটা বাজে খেয়াল নেই। সারারাত ধরে তনুর প্যানপ্যান শুনে তালুসহ ঘিলু উত্তপ্ত হয়ে ছিল। তাই ঘুমটাও ছিল প্রথম প্রেমের মতো গভীর।
হঠাৎ করেই ঘুমের পিসি মাসি করে মোবাইলটা বেজে ওঠে। একবার দুবার তিনবার। আমার ঘুমের শ্রাদ্ধ না করলি যেন ওই কথাযন্ত্রের পেট পরিষ্কার হবে না।
কোনমতে চোখ মেলে মোবাইল স্ক্রিনে তাকাতেই আমার ঘুম উসাইন বোল্টের গতিতে ছুটে যায়। তনু কল করেছে। তড়িঘড়ি করে ফোন ধরতেই ওপাশ থেকে তনুর সেই রিনিরিনে গলা....
- শুভ্র!!
= কি হয়েছে জানু? (ব্যাফক চিন্তিত কন্ঠে)
- আমার না...
= তোমার কি?
- আমার না......
= তোমার কিইই?
- আমার না সর্দি হয়েছে।
৪।
নীলাদ্রীতার গলায় কাঁটা বিঁধেছে।
শুভ্র টেনশনে একবার বারান্দার এ মাথায় আসছে তো একবার ও মাথায় যাচ্ছে। হঠাৎ দৌড়াতে দৌড়াতে নীলাদ্রীতার কাছে এসে বললোঃ
- আচ্ছা বিড়ালের পা ধরবা। গ্রামে সবাই বলতো বিড়ালের পা ধরে ক্ষমা চাইলে নাকি কাঁটা নেমে যায়। ট্রাই করবা?
শুভ্রর দিকে সেই একদৃষ্টিতে তাকিয়ে থেকে নীলাদ্রীতা বললোঃ
- থাপ্পড় চিনো? আর কোনোদিন আমার কাছে উল্টাপাল্টা বললে কানের নিচে দেব কিন্তু। দুইদিন কানে শো শো ছাড়া কোন শব্দ শুনবা না।
৫।
- এই মামা রিক্সা থামান।
রিক্সা থামিয়ে নীলু একদৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে থাকে।
- শুভ্র ভাই নামেন।
- মানে?
- রিক্সা থেকে এক্ষুনি নামুন।
- কিন্তু কেন? সেই কথাটা তো বলবে?
- কোন কথা নাই। আগে নামেন।
শুভ্র নামতেই নীলু রিক্সা নিয়ে চলে যায়। আর শুভ্র কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে পাশের টং এ গিয়ে একটা গোল্ডলিফ ধরিয়ে দীর্ঘ টান দেয়। আর নীলু চলে যাবার কারন ভাবতে থাকে।
ঠিক সেই সময় ম্যাসেজ টোন টা বেজে ওঠে।
'আপনারে গোছল করে আসতে কইছিলাম না। খবিস একটা।'
||ছোটগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করলাম আর কি। পাঠকপ্রিয়তা যদি ভালো হয় তবে গভীরে যাবার ইচ্ছে আছে না হলে এখান থেকেই পেছনের দরজা ধরুম||
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আইডাখান দেখতে হবে না কোন পর্যায়ের!!! রাজকীয় পর্যায়ের।
প্রথম রম্যের প্রথম মন্তব্যে উচ্ছ্বসিত সোহানী অনেক ভালো লাগা জানবেন।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
লেখোয়াড়. বলেছেন:
হুমমমমমমমমমমমমম।
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: "হুমমমমমমমমমমমমম" - এ কিন্তু সন্তুষ্ট না।
ভালো/মন্দ কওয়া লাগবে।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
প্রামানিক বলেছেন: হে হে হে মন্দ হয় নাই। ধন্যবাদ
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যযোগ।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
িত্রস্তান বলেছেন: গভিরে যেতে পারেন।
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: টিকিটের জন্যে ধন্যবাদ।
আমার ব্লগে স্বাগতম।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: বেশ মজার রম্য । চলুক ।
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
তাহলে চলুক।
ধন্যবাদ কথাকথিকেথিকথন
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
লিও কোড়াইয়া বলেছেন: হে হে হে....... ঘরের কথা কিন্তু পরে জেনে যাচ্ছে!
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: একটু আধটু সবাই জানুক। সামুতো একটা পরিবার, ভাই।
কিন্তু প্রশ্ন হোইল এইডা যে ঘরের কথা কোন্ডা? হু...
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪
ডরোথি গোমেজ বলেছেন: কানের নিচে দিয়ে দিলেই ভাল হতো। সামনে লিখার সময় শুধু বলাবেন না ……ভাল হয়েছে। মজা পেয়েছি। +++
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাউ কন দিন সবাই মাইয়াগো আই মিন নিলাদ্রীতার পক্ষ কেন নেয়? আমি কি ভাইসা আইছি? হু....
ভালুবাসা নিয়েন।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
টোকাই রাজা বলেছেন: রাজপুত্র সাহেব পিছনের দরজা দিয়ে যাওয়ার দরকার নাই, ব্যাপুক মজা পাইছি, এগিয়ে যান। আমরা আছি আপনার সাথে।
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরে মই কাইড়া নিলে কিন্তু খবর আছে। একেবারে এটিএন বাংলার রাতের ভুয়া খবর বানায় দিমু।
কেউ যে মজা পাইছে শুনলে ভালো লাগছে।
ভালুবাসা নেন। তয় যাতনাময় না।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০
টোকাই রাজা বলেছেন: ভাই মুই কিন্তু টোকাই মানুষ মোর ধর্মে মই কাইড়া নেওয়ার রীতি নাই, সো এগিয়ে যান। আর কেউ না থাকলেও এই টোকাই আছে রাজপুত্রের পাশে।
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: এই জামানায় এতো আস্থা কেউ দেখায় না। আবেগে কাইন্দালাইছি।
টোকাই ভাই ধন্যবাদ দিয়ে ছোট করুম না। ভালো থাকেন।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১
রক্তিম দিগন্ত বলেছেন: শুভ্র, আমি তোমার কত নাম্বার প্রেমিকা?
এপিক ছিল।
এত রোমান্টিক পরিবেশে এত সুন্দর প্রশ্ন!!!!
আপনার স্থলে আমি থাকলে কিন্তু, খাড়াত্তে হার্ট অ্যাটাক করতাম।
+++++
০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: দিগন্ত ভাই,
প্রেত্তম কিন্তু আছিল না। কয় নাম্বার যে আছিল ভুইলে গেছি।
যাই হোক ভালুবাসা নেন।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
তাসজিদ বলেছেন:
০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই ক্ষ্যাপেন ক্যান?
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
তাসজিদ বলেছেন: প্রেম ভালু না। প্রেম কে না বলুন।
০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইডা কি কন ভাই?? পূর্ণমাত্রায় টাস্কিতো।
আইচ্ছা আপনের প্রেম নিতে হবে না ভালুবাসা নেন।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৫
আজিজার বলেছেন: আমাদের ও গভীরে যাবার ইচ্ছে আছে, চালিয়ে যান।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: উকে চালাইলাম। আপনে ধইরা বসেন। সামনে কিন্তু রাস্তা ভালো না।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
সাধারন
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: গাজী ভাই, ভাবীরে যাইয়া বলেন তো যে তারে আপনি নুনের মতো ভালোবাসেন। দেখেন তো ভাবীর এক্সপ্রেশন সাধারণ হয় কিনা?
মাইন্ড কইরেন না।
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
গেম চেঞ্জার বলেছেন: সন্দেহ হইতাসে......
বাস্তবে ঘটছিল বইলা মুনে হইতাছে
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: কুনডা চেঞ্জার ভাই। ঘটনা তো পাঁচখান।
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০
সুমন কর বলেছেন: কবি, ভালোই হয়েছে। +।
চালিয়ে যেতে পারো, তবে সীমা যেন অতিক্রম না করে !!
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সীমান্তে প্রহরী আছে স্বয়ং বিবেক।
ভালো থাকবেন দাদা।
১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
গেম চেঞ্জার বলেছেন: সপগুলাই
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: হে হে চেঞ্জার ফেল।
১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩১
আরণ্যক রাখাল বলেছেন: নিলু, তনু আরও কে কে যেন! রাজপুত্তরের চরিত্র দেখি ফুলের মত!
মজাদার! সবগুলোই| যাপিত রস পর্যায়ে ফেলা যায়|
শেষটা পড়ে সবচেয়ে বেশি মজা পেয়েছি
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আরণ্যক, ফুলেও তো পোকা থাকে।
আমারো শেষটাই বেশি পছন্দের।
১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ মজাই পেলাম!
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: তা শুনে বেশ খুশিই হলাম।
২০| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
ভোরের স্বপ্ন বলেছেন: ভাল লাগল
১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ
২১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা
যাক আপনার সম্পর্কে বহু কিছু জানা হল
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: হো হো হো
তাইলে এবার কি হবে?
২২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮
মনিরা সুলতানা বলেছেন: সব গুলি বুদ্ধিমতি মেয়ে মনে হল
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: এ হইলো ভয়াবহ রূপের লিঙ্গ বৈষম্যের প্রতীকী মন্তব্য।
২৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১
পরিশেষের অপেক্ষায় বলেছেন: ভাল্লাগলো ব্যাপক হইছে
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ২ আয়তন ভালোলাগার সাথে ১ আয়তন ব্যফকতা মিশ্রিত ধন্যবাদ নেন।
২৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫
কিরমানী লিটন বলেছেন: ভাবনাগুলি বেশ মজার ভিন্নও ... প্রত্যেকটায় মুগ্ধ ভালোলাগার ছোঁয়া- আশাকরি শীঘ্রই তা পূর্ণতা দিবেন সেই সাথে পরিপূর্ণ মজার প্রত্যাশায় রইলাম। অনেক শুভকামনা প্রিয় রাজপুত্র ... ।
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: এইটা ঠিক প্রতিটাতেই ভালোবাসার ছোঁয়া আছে।
ভালো থাকেন। খেয়ালী আমি। চেষ্টা করবো আবার লেখার।
২৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায় দেহেন দি কল্লেন কি!!!
পুলাগো ইজ্জতের ফালুদা বানাই দিলেন
মজার সব চিন্তা ভাবনা। ডিজিটাল জমানা বইলা কথা
নুন, নম্বর, সর্দি (আমার চলতেছে- কিন্তু কাউরে ইরাম কইয়া কওয়ার মতোন নাই ), বিলুইর পা ধার আর শেষে কি খল্লেন খবিশে সবি মাজারু...
বেশ হয়েছে! চলুক!!
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই আসেন আপনি আর আমি মিলে ফালুদা খাই।
খুব বেশি সাধারণ ঘটনাগুলোই তুলে ধরেছি। তয় তাড়াতাড়ি কাউরে কয়া ফেলান।
তবে খবিশ হওয়া যাইতো না। প্রেস্টিজ বইলা তো কিছু আছে। কি কন!
চালাবো আশাকরি।
২৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯
দেবজ্যোতিকাজল বলেছেন: যা লাগল কোবার পারিচ্ছিনা ।ফাসকেলাস
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাই তাইলে মিউট থাকেন। তয় কতি পারলি খুশী হতাম।
আপনারে ফাস্কেলাস ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা।
২৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১
রিকি বলেছেন: রাজপুত্রের হলো কিতা ????
১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: রিকি বলেছেন: রাজপুত্রের হলো কিতা ????
খুঁজিতেছে একটা মাইয়া নাম গীতা
তার কাছে খুলিবে মনোবীতা।
কিছু হয় নাই। একটু ঠাট্টা মশকরা আর কি!
২৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪
জুন বলেছেন: রাজপুত্র দিশেহারা @রিকি
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: জুনাপু,
তেমন কিছু না। বৃত্তের বাইরে একটু উঁকিঝুঁকি দিলাম।
ভালো থাকবেন আপু।
২৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২
আবু শাকিল বলেছেন: ব্লগে ভারি ভারি লেখা পড়ে। লতুপতু র অভাব বোধ করতাম।
ব্যাটা - তরেই দিয়াই হপে! ভিত্রে হান্দাই যা। পিছনের দরজা আমি আটকায় দিলাম।
সুমন দার মন্তব্য খৈয়াল কইরা
ধন্যবাদ।
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: শাকিল ভাই কি যে খুশি লাগতাছে। লাফ দিয়া কোলে উঠতে মঞ্চায়।
কিন্তু ভাই দরজা আটকান ক্যান? ভয় পাই তোওওও...
৩০| ১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯
কাবিল বলেছেন: সামনের দরজা দিয়েই হাঁটতে হবে পিছে পিছে আছি।
কথা দিলাম পালামু না।
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: কথা নিলাম।
অ টঃ অনেকদিন পরে আসলেন আমার ব্লগে। কেমন আছেন? ভুইলা গেলেন নাকি?
৩১| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮
মুনতা বলেছেন:
++++
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন: তিন রকম মুখভঙ্গি।
ভালো থাইকেন।
৩২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২
রানা আমান বলেছেন: অসাধারন এই শব্দটা সবচে বড় ফন্টে লিখলেও আপনার রম্য লেখার অসাধারনত্ব বোঝানো কঠিন হবে । আরও লেখা চাই ।
১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: রানা আমান,
অনেক ধন্যবাদ। শখের বশে লিখেছি। আপনার ভালো লেগেছে জেনে নিজে খুব আনন্দিত।
৩৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
কাবিল বলেছেন: লেখক বলেছেন: কথা নিলাম।
অ টঃ অনেকদিন পরে আসলেন আমার ব্লগে। কেমন আছেন? ভুইলা গেলেন নাকি?
ভাইজান দেখছি আমাকেই ভুলে গেছে
মাত্র ছয় দিন আগে আপনার "ভীষণ ঐ দৃষ্টিমাঝে অনুকংপা পাই খুঁজে" পোস্টে ৪ নং মন্তব্য এবং চতুর্থ লাইক।
১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে কাবিল ভাই যে। ক্যামন আছেন? রম্য পোস্ট করছি। একটু রঙ তামাশা করতাম না তা কি হয়।
মানে যা কতি চাচ্ছিলাম তা হলো কর্ণপটহ দিয়ে আপনার উপস্থিতিটা ফুরুৎ করে উড়ে গেছে। মাইন্ডে লাগায়েন না ভাই।
অ টঃ ভাই এখন ভালো আছেন তো?
৩৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
কাবিল বলেছেন: আপনার নিয়মিত উপস্থিতিটা আমার কাছে অনেক ভাল লাগার।
আপনার রাজকণ্যার কবিতা গুলো মিস করি।
১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: এটা সত্যি রাজকন্যাকে নিয়ে অনেক দিন লিখি না। লিখি লিখি করে লেখাই হয়ে ওঠে না। রাজকন্যা বাস্তব। একদিন তাকে নিয়ে লেখার ইচ্ছে আছে। লেখা না ও হয়ে উঠতে পারে।
তবে কেউ যখন রাজকন্যার কথা জিজ্ঞেস করে মনে হয় কিছুটা প্রভাব রাখতে পেরেছি পাঠকের উপর। দুএকজন। কিন্তু তবুও...
ভালো থাকবেন কাবিল।
৩৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মন্দ হয়নি রাজপুত্র......... ! ঠাট্টা আর ভিমরুল কে মিস করছি... রম্য লেখা দেখে নিজে যে রম্য লিখতাম তা মনে পড়ে গেল...!
১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঈপ্সিমণি,
আপনার লেখাগুলো হুটহাট তৈরি করা কফির আমেজের মতো। বেশ লাগে।
আমি জানতাম না যে আপনি রম্য লিখতেন। আশা করি শীঘ্রই পাবো। ভিমরুল কে? ছুটোকালে একদা ভিমরুল কামড়ায়ে স্থানবিশেষ ফুলায় দিছিল।
৩৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২
কাবিল বলেছেন: তাহলে আমরা @ঈপ্সিতা চৌধুরীর একটা রম্য পোস্ট অচিরেই আশা করতে পারি।
না কি বলেন আপনারা?
১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি হাতসহ পা তুইলা দাঁড়ায় আছি কাবিল ভাই।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: কাবিল আরো একবার ঢুঁ মেরে যান। রম্য চলে এসেছে।
ঈপ্সিমণি ব্যাফক ফাস্ট।
৩৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
কাবিল বলেছেন:
ওরে রাজপুত্র ভাই পইরা যাচ্ছে কেউ ধরে না ক্যারে-------
১০ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে কাবিল ভাই বুঝে নাই।
আমি তো বইসা বইসা হাত পা উঁচু করছি।
৩৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১
তাসলিমা আক্তার বলেছেন: অরি মুর খুধারি!! ভালু লাগিছু ভালু লাগিছু। গভ্রে যাতি পারেন
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: আর একটু চেষ্টা করলি পুরো অ্যারাবিক হয়া যাইতো।
ব্লগে স্বাগতম তসলিমা।
৩৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ঠাট্টা ইত্তেফাকের ফান ম্যাগ ভিমরুল আমারদেশ পত্রিকার ফান ম্যাগ! আমি দুটোতেই নিয়মিত লেখক হিসেবে ফান লিখতাম! আমারদেশ বন্ধ হয়ে গেছে! আর ঠাট্টায় নিজেই লেখা ছেড়ে দিয়েছি! ঠাট্টার লেখার লিঙ্ক দিতে পারলাম না! ভিমরুলের ৩ টা লিঙ্ক দিলাম... এখানে লেখা থাকতে পারে! @ রাজপুত্র @ কাবিল! আর সামুতেও কিছু রম্যকাব্য আছে তো!
http://www.amardeshonline.com/pages/weekly_news/2011/07/31/8306
http://www.amardeshonline.com/pages/details/2013/05/09/199312
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঘুরে আসবো ঈপ্সিমণি।
তা আবার লিখুন। আমরা যারা নতুন তাদের শেখার অনেক আছে। আপনার রম্য পড়বার অপেক্ষায় থাকলাম।
৪০| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২
চন্দ্রপ্রেমিক বলেছেন: নুনের মত ভালবাসা, প্রেমিকা নাম্বার কত ? এ দুটি চরম লাগছে। বাকিগোলোও খারাপ লাগেনি। সব মিলে লুতুপুতু কুতুকুতু মার্কা এক ড্রাম ভালবাসা। ধন্যবাদ তিন কিলোগ্রাম।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: চন্দ্রপ্রেমিক,
ভালো লেগেছে জেনে অসহনীয় আনন্দ পেয়েছি।
ড্রাম আর কিলোগ্রাম - বেশ ভালো বলেছেন। পোস্টের সাথে ভালো যায়।
স্বাগতম।।
৪১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০
হাসান মাহবুব বলেছেন: চেষ্টা চালিয়ে যান। ভালো হবে।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
৪২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সফল পরীক্ষা চালিয়েছেন , এবার একটু দূর পাল্লার হোক !
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১১
দিশেহারা রাজপুত্র বলেছেন: চেষ্টা করবো ভাইয়া। দূর পাল্লার রাজধানী এক্সপ্রেস ধরার।
৪৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৮
কামরুন নাহার বীথি বলেছেন: ব্যাফুক হইছে ভাইজান!!!!
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: নাহার আপু আপনার ব্যাফুক বড় উচ্ছ্বসিত করলো। শুভেচ্ছা।
৪৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
দীপংকর চন্দ বলেছেন: ব্লগে ভারি ভারি লেখা পড়ে। লতুপতু র অভাব বোধ করতাম।
ব্যাটা - তরেই দিয়াই হপে! ভিত্রে হান্দাই যা। পিছনের দরজা আমি আটকায় দিলাম।
সুমন দার মন্তব্য খৈয়াল কইরা - আবু শাকিল সাহেব
হা হা হা হা
অনেক অনেক ভালো লাগলো।
মন্তব্য-প্রতিমন্তব্যও।
শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রিয় দীপংকর দা,
আপনার প্রতিও রইল ভালোবাসার শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত।
ভালো থাকুন। জন্ম দিন প্রিয় কবিতাদের।
৪৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৬
গুলশান কিবরীয়া বলেছেন: চালিয়ে যান , ভালো হয়েছে ।
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ইচ্ছেও সেটাই দেখি কি হয়?
ধন্যবাদ।
৪৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮
তাহসান আহমেদ বলেছেন: মজা পাইছি তয় এত্তো কম ক্যান ভাই???
১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: সবুরে রম্য ফলে ভ্রাতা।
৪৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কী যে সব লেখেন না...!
দিলেন তো আফসোসটা বাড়িয়ে
সামনের দরজা দিয়ে আগে বাড়েন!
১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: কি আফসোস মইনুল ভাই। একটু আমাদের কাছেও সেই আফসোসের ডালা খুলে বসুন তো। শুনি।
ধন্যবাদ।
৪৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি লেখতে থাকুন... আরও দীর্ঘ করে। তবেই আফসোস কমতে থাকবে
অনেক ভালো হচ্ছে।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: চেষ্টা করবো ভাইয়া। আফসোস কমানোর। যদিও আমি মূলত রম্য লিখি না তেমন একটা।
ধন্যবাদ আবারো ফিরে আসার জন্য।
৪৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০
নীলপরি বলেছেন: হুম । দারুন । পরের অংশের অপেক্ষায় রইলাল ।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: ক্যামন আছো?
হুম দেখি লিখবো সময় করে।
৫০| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: নুন আর খবিসেরটা পড়তে যেয়ে হাসি থামাতে পারলাম না।। যদিও সবক'টিই সুন্দর।।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ধন্যবাদ সচেতনহ্যাপী। শালীনতার মাঝেই আনন্দ দেওয়ার চেষ্টা করেছি।
৫১| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
নীলপরি বলেছেন: ঠিক আছি। যাক আশ্বাস পেলাম।
শুভরাত্রি। আর ফোনটা যেন অন থাকে, তাহলে এমন লেখা তাড়াতাড়ি পাবো।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: আজ্ঞা শিরোধার্য পরিবানু।
৫২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
নীলপরি বলেছেন: খুশি হলাম।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুখী হলুম।
৫৩| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩১
রুদ্র জাহেদ বলেছেন:
ব্যাফক হইছে...তয় সামনের দরজা দিয়ে আগায়া যান
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ধন্যবাদ।
৫৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৩
নীলপরি বলেছেন: যাক সুখ , প্যান্ডোরার বাক্স থেকে পালিয়ে তাহলে রাজপুত্রের কাছে এসেছে ? জানা গেলো ।
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা আসতে বাধ্য।
আজ ডায়েটিং চুলোয় যাক পরি
৫৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৫
নীলপরি বলেছেন: শুভসকাল ।
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভ সকাল পরিকেও।
৫৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫
নীলপরি বলেছেন: হা অবশ্যই । কবিতার মতো রাজপুত্রের আলু ভর্তাও কাব্যিক হয়েছে । গদ্যে লিখে বোঝানো যাচ্ছে না ।
দারুন লাগলো । ++++++++++++ ......রইল ।
১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: স্পেশাল আলুভর্তা তো তাই।
ব্রেকফাস্ট করছি ক্যাবল অলস!!
৫৭| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭
নীলপরি বলেছেন: উফফফফ আবার বিনয় ?
১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কোই কোই বিনয় কোই?
মনে পড়ছে আমার বাংলা স্যারের নাম ছিল বিনয়।।
৫৮| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
নীলপরি বলেছেন: শেষমেষ শিক্ষক ? আচ্ছা আপনি কি মেগা সিরিয়ালের স্ক্রিপ্ট ও লেখেন নাকি, ঠিক করে বলুন তো? যেখানে কে কোথা থেকে কি যেন হয়ে যায়, কিছুই বোঝা যায় না!
শুভসন্ধ্যা।
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: না না তা নয়। আমি অলস। বড় কিছু লেকখায় আমার ধৈর্য থাকে না। আমি অনুতেই সীমাবদ্ধ।
শুভ কি বলবো?
৫৯| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০২
নীলপরি বলেছেন: হুম বুঝলাম ।
ঠিক করতে না পারলে বলার কি দরকার ?
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: আচ্ছা।
৬০| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
নীলপরি বলেছেন: এখন শুভরাত্রি বলা যায়!
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: শুভরাত্রি।
ভালো থাকা হোক পরি।
৬১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
কি আর বলিব ভাই,
হাসিতে পরান যায়।
৫ নং টা পড়ে হাসতে গিয়ে ঝেড়ে কেশেছি।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
কৃতার্থ হলেম ভ্রাতা। বাড়ির আঙিনায় আপনার পদযুগলের স্পর্শে হৃদয়ের গভীর থেকে গভীরে সূক্ষে অনুরণন অনুভূত হলো।
ভাই, ভারিক্কি হচ্চে তো?
৬২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: ঝেড়ে কেশে চলছি মশাই! ভারিক্কি হতে পারছিনে।
নাকটা দিলেন ত খসিয়ে।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: লাগিয়ে নিন ভাই। পরে আবার বালিকাগণ ফিরে তাকাবে না যা সহ্য হবে নানে।
৬৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
ভ্রমরের ডানা বলেছেন: কি যাতনাময় লেখা লিখেছেন মশাই, অনুমতি দিলে শেয়ারিং করতে চাই।
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: নির্দ্বিধায়।
৬৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
দেন দেন, নিজ হাতেই লাগায় দেন।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভয় পাই তো!!!!
(ভীষণ ভয়ের ইমো হবে) +
৬৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৫
ভ্রমরের ডানা বলেছেন: ভাই পোলা মাইনসের এত ভয় থাকা উচিত না। আসেন ইভিল ডেড পার্ট ওয়ান দেখি।
১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: কেউ আম্রে আমড়া গাছে ঝুলায় দে!!!!
ইভিল ডেড পার্ট ওয়ান দেখি।
শুভ সকাল ডানা।
৬৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা হা।
১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হাসিতে ভালো লাগা তনিমা।
৬৭| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
আমি তুমি আমরা বলেছেন: শুভ্র নামতেই নীলু রিক্সা নিয়ে চলে যায়। আর শুভ্র কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে পাশের টং এ গিয়ে একটা গোল্ডলিফ ধরিয়ে দীর্ঘ টান দেয়। আর নীলু চলে যাবার কারন ভাবতে থাকে।
ঠিক সেই সময় ম্যাসেজ টোন টা বেজে ওঠে।
'আপনারে গোছল করে আসতে কইছিলাম না। খবিস একটা।'
৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঠিক জায়গামতো ধরেছেন আমি তুমি আমরা।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০
সোহানী বলেছেন: হাহাহাহাহা........শুভ্র, আমি তোমার কত নাম্বার প্রেমিকা? নুনের মতো প্রেমিকা... আরে দারুন আইডিয়াতো..............++++++