![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মজার মানুষ ছড়া-কবিতা,গান,গল্প ও নাটক লিখি গান গাই , অভিনয় করি এক জীবনে যতটুকু সম্ভব.......... ভালো থাকার চেষ্টা করি।
এবার আমার পূর্ন হবে আশা
জ্বালিয়ে দিবো, পুড়িয়ে দেবো
রাজাকারের বাসা,
এবার বুকে বইবে সুখের নদী
রাজাকারের দোসর যারা, তারা
হারাবে রাজ গদি।
এবার আমার স্বপ্ন মেলবে পাখা
আমার কণ্ঠে মুক্তির শ্লোগান অঙ্গে
দ্রোহের অনল মাখা,
এইতো আমার অপূর্ণস্বাধ ছিলো
বাংলার হৃদয় শাহবাগ আজই, আমায়
যোদ্ধার মুকুট দিলো।
এবার তবে মরণ যুদ্ধ হবে
একাত্তরের অপূর্ণ বাসনা
অপূর্ণ না রবে,
একাত্তরের তোমার শপথ আজই
আমার শপথ আমার বুকরে ছাতি
জীবন রাখি বাজি।
এবার আমি মিছিল হবো এবং
প্রিয়ার কণ্ঠে দ্বীপ্ত শ্লোগান
শাহবাগে বুকের রক্তে লিখবো
রাজাকার মুক্ত বাংলার গান।
## মামবি-প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর। ১১:২০ ০৮ ফেব্রয়ারি২০১৩।
©somewhere in net ltd.