নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল ছেলে আমি,আমাই ভাল থাকতে দাও।

মুহাম্মদ রেজাউল হাসান

একটা নির্দিষ্ট ভালবাসা ছিল,তা হারিয়ে ফেলেছি।এখন আর কোন কিছুর প্রতি ভালবাসা মনে জাগে না।

মুহাম্মদ রেজাউল হাসান › বিস্তারিত পোস্টঃ

শেষ নিঃশ্বাস

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:২১

২০১২ সালের লন্ডনের এক মসজিদে এক
জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ।
সেই জানাজায় মৃত ব্যক্তির এক আত্মীয়
যার বয়স ১৯ বছর সেও ছিলো ।
কানে হেড ফোন লাগিয়ে গান
শুনছিলো ।
ইমাম সাহেব নিষেধ করলে সে বলল ,
আমি তো এখন যুবক আমার এখন
আনন্দ ফুর্তি করার সময় ।
ধর্ম কর্মের জন্য তো সারা জীবন পড়ে
আছে ।
কিছুদিন পর ঐ মসজিদে আরেকটি
জানাজা আসে ।
ইমাম সাহেব যখন মৃত ব্যক্তির
লাশ দেখতে গেলেন তখন আর নিজের
চোখকে বিশ্বাস করতে পারছিলেন না

এইটা সেই যুবকের জানাজা ছিলো যে
মাস খানেক আগে বলেছিলো ধর্ম
কর্মের জন্য সারা জীবন পড়ে আছে ।
.......মানুষের মৃত্যু এমন এক বিষয় যা
কাউকে আগে থেকে সিগন্যাল দিয়ে
আসবে না ।
ঘড়ির কাটা ইচ্ছা করলেই এদিক-ওদিক
করা যাবে , কিন্তু আল্লাহর নির্ধারিত
মৃত্যুর ফরমান এক সেকেন্ডের
জন্যও এদিক-ওদিক হবে না ।
সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা , সত্য
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম , সত্য আল্লাহর ওয়াদা , সত্য
দুনিয়া একটি নিছক পরীক্ষা ক্ষেত্র ,
সত্য জান্নাত-জাহান্নাম ।
মহান আল্লাহ আমাদের বুঝ দান করুন এবং
আল্লাহর কাছে ফিরে যাওয়ার
আগে আল্লাহর দিকে ঘুরে যাওয়ার
তাওফিক দান করুন ।
আল্লাহুম্মা আযিরনা মিনান-নার
॥ আমীন ॥

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.