| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমহীন পোকা
ভালো লেখতে পারি না তবুও চেষ্টা করি ভালো লেখার আর তাই এখানে আশা আপনাদের সবার মাঝে :)
আজ এইখানে এইটাই আমার প্রথম লেখা তাই আশা করি আমার ভুল ত্রুটি গুলো ক্ষমার চোখে দেখবেন
মাদক সর্বনাশা ও মনুষ্যত্ব বিনাষ্টকারী।
আসুন প্রথমেই আমরা জেনে নেই বাংলাদেশের মাদক আইন সম্পর্কেঃ
বাংলাদেশের মাদক আইন অনুসারে ২৬ গ্রাম হেরোইন কিংবা ১১ গ্রাম পেথড্রিন পাচার করলে শাস্তি হয় মৃত্যুদন্ড বা যাবতজ্জীবন এবং এ্যালকোহন ব্যাতীত অন্য কোন মাদক উত্পাদন নিষিদ্ধ যেখানে তিনশতাধিক লোক মেরে ফেললে শাস্তি হয় ৭ বছরের জেল। মাদক আমাদের সব দিক দিয়েই ক্ষতি করে। মাদক আমাদের সামাজিক , অর্থনৈতিক ও নৈতিক দিক গুলো নষ্ট করে। মাদক আমাদের জীবন নষ্ট করে ফেলে। এ রকম অনেক ঘটনা দেখা গিয়েছে যে মাদকের টাকা যোগাড় করার জন্য কেউ তার কিডনি বিক্রি করে দিয়েছে কেউ তার বাচ্চা আর কেউ বা তার বউকেই বিক্রি করে দিয়েছে। মাদকাসক্তি হয়ে মানুষ কত নিচেই না নামে কত কিছুই না করে। তখন মানুষ মানুষ থাকে না মানুষের মনুষ্যত্ব তখন মারা যায়। তখন আর মানুষের বিবেক থাকে না।
তাই আসুন আমরা মাদকে না বলি এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ি
©somewhere in net ltd.