নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখতে ভালোবাসি তাই লেখি

আমাদের জীবনটা আসলে অনেক ছোট এই সল্প সময়ে আমি অনেক কিছু দেখতে চাই অনেক কিছু সিখতে চাই। নিজের লাইফটাকে এঞ্জয় করতে চাই। দেখতে চাই পৃথিবী।

ঘুমহীন পোকা

ভালো লেখতে পারি না তবুও চেষ্টা করি ভালো লেখার আর তাই এখানে আশা আপনাদের সবার মাঝে :)

ঘুমহীন পোকা › বিস্তারিত পোস্টঃ

আমাদের শিক্ষা ব্যবস্থা কি পালটানো উচিৎ নয়?

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

আমাদের শিক্ষা ব্যবস্থা কি পালটানো উচিৎ নয়? আপনি একজন সচেতন নাগরিক হয়ে কি চান না যেই বোঝা আপনি সহ্য করেছেন যেই ভুলের পথ ধরে আপনি চলেছেন আপনি কি চান না আপনার ভবিষ্যৎ প্রজন্মও যাতে একি ভুল পথ দিয়ে না চলে? আপনি নিজে যেটা পারেন না তাহলে আপনি কিভাবে চান আপনার ভবিষ্যৎ প্রজন্ম সেটা পারুক। আপনি নিজে কি সব সাবজেক্ট পড়তে পারেন? তাহলে কেন আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর মাথার উপরে এত প্রেসার দিচ্ছেন তাও এমন কিছুর জন্য যা আপনার নিজের পক্ষেও সম্ভব না। আপনি সব সময় চান আপনার সন্তান মানুষ হোক ঠিক আছে তবে তাই বলে এই না তাকে সব পরীক্ষায় প্রথম স্থান হতে হবে। তাহলে কেন ছোট বেলায় তাদেরকে শিখানো হচ্ছে "আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্যে" পরীক্ষায় ফলাফলের উপর ভিত্তি করে আবার সেই আপনারই কাউকে বানাচ্ছে রাজা আর কাউকে প্রজা তাহলে কিভাবে আমরা সবাই রাজা হলাম? আর পরীক্ষায় পাশ করার জন্যই যদি আপনার শিক্ষা গ্রহণ করি তাহলে সেই শিক্ষার লাভ ই বা কি? আমাদের এই ভুল শিক্ষা ব্যবস্থার জন্য প্রায়ই অনেক শিক্ষার্থী করেছে আত্মহত্যা। কোন এক হিসেবে জানা গিয়েছে বিগত ৪ বছরে এই ভুল শিক্ষার আক্রমের জন্য ২০০০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বিদেশ যার যেই বিষয় ভালো লাগে সে সেই বিষয় নিয়েই পড়ার সুযোগ পাচ্ছে তাই তারা শিখছে। আর আমার শিক্ষা বেবস্থায় তো আমাদের জোর করে গিলানো হচ্ছে আমরা যেটা পছন্দ করি না সেটাও মুখ বুঝে খেতে হচ্ছে। কেন আমাদেরকে আমাদের ইচ্ছা মত পড়ার সুযোগ দেওয়া হবে না? একটা জিনিস ভেবে দেখেন বাংলাদেশের যত শিল্পপতী,মন্ত্রী আছে যারা আমাদের এই ভুল শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী তাদের নিজেদের সন্তানকে কিন্তু তারা দেশে পড়ান না কারণ তারা জানে এই দেশের শিক্ষার ভবিষ্যৎ অন্ধকার! যাই হোক আমরা এখন যদি না জাগি তবে কখন জাগবো?



আসুন পাল্টাই এই ভুল শিক্ষা ব্যবস্থাকে! নিজের জন্য না হোক নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই না হয় পাল্টাই!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.