| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমহীন পোকা
ভালো লেখতে পারি না তবুও চেষ্টা করি ভালো লেখার আর তাই এখানে আশা আপনাদের সবার মাঝে :)
মনে হচ্ছে কেমন জানি একটা ঘোর কাজ করছে। আমাকে নিজের কাছে মনে হচ্ছে আমি হাসপাতালের কোন এক বেডে শুয়ে আছি। ডাক্তারের কথা শুনে বুঝতে পারলাম আমার অনুমান ভুল নয় আমি আসলেই কোন একটি হাসপাতালের বেডে আছি। মনে হচ্ছে পুরো পৃথিবী আমার বিপরীতে।
হঠাৎ খুব পরিচিত কন্ঠ শুনতে পারলাম। মনে হচ্ছে রূপা এসেছে। চোখ খুলে দেখি আজ রূপা আসমানী বর্ণের শাড়ি পড়েছে। রূপাকে দেখতে অপরূপ লাগছে। হাতে কিছু ফুল থাকায় মনে হয় রূপাকে আরো শুন্দর লাগছে।
রূপা: হিমু এখন কেমন লাগছে?
আমি : তোমাকে দেখে মনে হচ্ছে তোমার হাতে হাত রেখে হেতে চলতে অনেকটা পথ কিন্তু আমার মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমি গভীর ঘুমে তলিয়ে যাবো।
রূপা : হিমু তুমি কি আমার সাথে রসিকতা করছ?
আমি : না তবে আমার মনে হচ্ছে আর বেশী বাকি নেই।
আমি ভাবলাম শেষ মুহুর্তে রূপাকে বলি আমি তাকে পছন্দ করি তারপর আবার মনে হল থাক না কি দরকার। তবে না পেরে এক পর্যায়ে বলব সিন্ধান্ত নিলাম।
আমি : রূপা ...।
আমি তোমাকে. .........।
তারপর সব কালো। এখন বাকিটুকু আপনাদের উপর আপনারা চাইলেই হিমুকে দিয়ে বলিয়ে ফেলতে পারেন মনের কথা। আপনারই সিদ্ধান্ত নিন তারপর কি হবে।
©somewhere in net ltd.