| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমহীন পোকা
ভালো লেখতে পারি না তবুও চেষ্টা করি ভালো লেখার আর তাই এখানে আশা আপনাদের সবার মাঝে :)
আজ মেয়েদের উদ্যেশে একটা লিখা লিখবো। মেয়েদের মনে হয় গল্পটি পড়া উচিৎ! ফেব্রুয়ারি ভাষার মাস, ভালোবাসার মাস। আমি বলছি না ভালোবাসা কোন খারাপ জিনিস। তবে ভালোবাসার সাথে সাবধানতার ও দরকার রয়েছে। কারণ আমাদের সমাজের আশে পাশে ছড়িয়ে আছে অসংখ্য মানুষ রূপী জানোয়ার।
আজ এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। খবরের কাগজে প্রথমেই দেখা যাচ্ছে অনেক গুলো মেয়ে হাসি-খুশি মুখে। হাতে ভিক্টরী সাইন দেখিয়ে ছবি তুলেছে। তারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে। ঠিক তার নিচেই একটা লেখা। এইচ এস সি পরীক্ষায় গোল্ডেন পেয়েও আত্মহত্যা করেছে এশা। কেন মেয়েটি আত্মহত্যা করেছে? কি তার আত্মহত্যার কারণ? আসুন তাহলে ঘুরে আসি মেয়েটির অতীত থেকে।
এশা। খুব সুন্দরী এবং ভদ্র স্বভাবের অধিকারী একটি মেয়ে। তার আপন বলতে আছে শুধু তার মা। সামনে তার এইচ এস সি পরীক্ষা। এশার ইচ্ছা পরীক্ষায় ভালো ফলাফল করে এশা তার মায়ের সব দুঃখ মুছে দিবে। মায়ের সব স্বপ্ন পূরণ করবে। তার ইচ্ছে সে একদিন অনেক বড় হবে। তার একদিন এশার জীবনে আশে ভালোবাসা। সেই ভালোবাসা তার জীবনে নিয়ে আশে নতুন এক মোড়। চলতে থাকলো তাদের ভালোবাসা। একজন আরেকজনের জন্য এটাই তাদের ভাবনা। এর পর এলো ভালোবাসার এই মাস। ছেলেটি বলল এইবার ১৪ ফেব্রুয়ারি আমি তোমার সাথে দেখা করব। তার দুজন মিলে ঠিক করলো তারা ছেলের এক বন্ধুর বাসায় দেখা করবে। যেহেতু ভালোবাসা দিবস বলে কথা। ছেলের ভালোবাসা দিবসের জন্য গভীর অপেক্ষা। অপেক্ষা শেষ আসলো ভালোবাসা দিবস। যথাসময়ে দুজন গিয়ে হাজির হলো ছেলের বন্ধুর বাসায়। বাসায় গিয়ে দেখে মেয়ে ছেলেটির বন্ধুর বাসায় কেউ নেই। শুধু তার বন্ধু একাই। ছেলেটির বন্ধু বলল তোমরা থাকো আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি বলে সে হাওয়া। তারপর ছেলেটি মেয়েকে বলল আজকের ভালোবাসা দিবসে আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আজ মানা করতে পারবে না।
মেয়েঃ নাহ। আমি পারবো না।
ছেলেঃ তার মানে তুমি আমাকে বিশ্বাস কর না? এই তোমার ভালোবাসা?
মেয়েঃ না ব্যাপারটা সেরকম না।
ছেলেঃ তো কি রকম? তাহলে কি আমি মনে করব তুমি আমাকে বিশ্বাস কর না? আমার প্রতি তোমার কোন বিশ্বাস নেই।
ছেলেটির ইমোশনাল ব্ল্যাক মেইলের স্বীকার হয়ে গেল এক সময় মেয়েটি। তারপর ছেলেটি তার চাওয়া পেয়ে গেলো। তার কিছুদিন পর থেকে ছেলে মেয়েটির সাথে যোগাযোগ বন্ধ করে দিলো। ছেলেটি এখন মেয়েটিকে চিনেই না। মেয়েটি এক পর্যায়ে না পেরে ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করায় ছেলেটি মেয়েটিকে তাদের কলেজের সবার সামনে মেয়েটিকে ভাসমান পতিতা বানিয়ে দিলো। মেয়ে কাঁদতে কাঁদতে কলেজ ত্যাগ করলো।
তারপর ফলাফল পত্রিকার প্রথম পাতায়। মেয়েটি একটি পাঁচ তালা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। আর এভাবেই শেষ হয়ে গেলো এশা নামের নিষ্পাপ মেয়েটির জীবন।
এই ঘটনা যাতে আপনার সাথে বা আপনার কোন বোনের সাথে না ঘটতে পারে সেই দিকে সতর্ক থাকুন!
শুভ ও সুন্দর হোক সবার ভালোবাসা দিবস!
©somewhere in net ltd.