| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমহীন পোকা
ভালো লেখতে পারি না তবুও চেষ্টা করি ভালো লেখার আর তাই এখানে আশা আপনাদের সবার মাঝে :)
চৈত্র মাসের কটকটে রোদ। ভার্সিটির প্রথম দিন। আমার মত অনেক ছেলে মেয়ের আজ প্রথম দিন ভার্সিটিতে। হুট করেই কেমন জানি একটা টান অনুভব করলাম। মহাকর্ষজ বল আমাকে পিছনের দিকে টানছে, পিছনে ঘুরতেই দেখলাম হলুদ শাড়ি পড়া অপরূপ সুন্দর একটি মেয়ে মনে হচ্ছে আমার দিকেই এগিয়ে আসছে। আমি হা করে মেয়েটির দিকে শুধু তাকিয়েই রইলাম। মেয়েটি আমার ধরণাকে ভুল প্রমাণ করে আমার পাশ কাটিয়ে চলে গেলো। যাওয়ার সময় আলত করে তার চুল গুলো আমাকে ছুয়ে দিয়ে গেল। মনে হতে লাগলো পৃথিবীর শ্রেষ্ঠ কিছুই আজ আমার সাথে হয়েছে। আমি হারিয়ে গেলাম আমার কল্পনার রাজ্যে। হুট করে কোন একটা বিকট শব্দ আমাকে আমার কল্পনার রাজ্য থেকে ঠেলে ফেলে দিলো বাস্তবে। প্রথম কয়েকদিন কাটিয়ে দিলাম মেয়েটিকে দেখে দেখেই। একটা সময় আমি আর নিজেকে আটকাতে না পেরে গিয়ে বললাম।
হিমুঃ আচ্ছা আপনি কি লাভ অ্যাট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন? যদিও আমি নিজেই বিশ্বাস করি না তবুও আপনাকে দেখার পর মনে হচ্ছে আমার সেই ধরণের কিছুই হয়েছে।
বৃষ্টিঃ আপনি কে? আর আপনি কি আমার সাথে ফাজলামি করছেন?
হিমুঃ আসলে না। গত কয়েকদিন ধরেই আপনাকে দেখছি। ভার্সিটির প্রথম দিনই আপনার চুলের বাতাসে উড়িয়ে দিয়েছেন আমার মন।
বৃষ্টিঃ আপনি নিলজ্জের মত একটা মেয়েকে এগুলা বলে আবার হাসছে। আপনার লজ্জা নেই?
হিমুঃ আচ্ছা রাগছে কেন? যদিও আপনাকে রাগলে আরো বেশী ভাল্লাগছে। যাই হোক প্রথমিক অবস্থায় আমি আপনার বন্ধু হয়ে চাই। আমার মনে হচ্ছিলো আপনি কিছু একটা খুজেছেন আর সেটা আমার কাছে আছে তাই বন্ধুত্বের শুরু করতে চাই আপনাকে জিনিষটি দিয়ে।
পকেট থেকে বইটা বের করে দিলাম। মেয়েটি ভড়কাতে ভালোই লাগছে। আসলে আমি মেয়েটির এক ফ্রেন্ডের কাছ থেকে জেনেছি। মেয়েটি আমার এক সেমিস্টারের সিনিয়র। আমি ফলে ভর্তি হাওয়াতে ও আমার সিনিয়র হয়ে গিয়েছে। আর ওর ক্লাসের আমার এক ফ্রেন্ডের কাছ থেকেই আমি ব্যাপারটা জেনেছি।
বৃষ্টিঃ আপনি কিভাবে জানলে আমি এই বইটা খুজছি।
হিমুঃ আসলে আমার অনুমান ক্ষমতা অসাধারণ আর সেটা কাজে লাগিয়েই দিলাম।
বৃষ্টিঃ তাহলে কি আপনি মনে করেন আপনার আত্তাধিক ক্ষমতা আছে?
হিমুঃ হ্যা হয়ত।
[অন্ধকার রাজ্যে হারিয়ে যাওয়ার কারণে বাকি টুকু আবার পড়ে লেখব!]
©somewhere in net ltd.