নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখতে ভালোবাসি তাই লেখি

আমাদের জীবনটা আসলে অনেক ছোট এই সল্প সময়ে আমি অনেক কিছু দেখতে চাই অনেক কিছু সিখতে চাই। নিজের লাইফটাকে এঞ্জয় করতে চাই। দেখতে চাই পৃথিবী।

ঘুমহীন পোকা

ভালো লেখতে পারি না তবুও চেষ্টা করি ভালো লেখার আর তাই এখানে আশা আপনাদের সবার মাঝে :)

ঘুমহীন পোকা › বিস্তারিত পোস্টঃ

রাজকন্যা

০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৪৯

ঘুমহীন একটা সপ্তাহ, ছেলেটির পকেটে ২ টাকার একটি ছেড়া নোট নিয়ে ঘুরছে গত এক সপ্তাহ ধরে। ছেলেটি বড়ই আদ্ভুত। মানুষ দিনে ঘুরা ঘুরি করে কিন্তু এই ছেলে রাতে ঘুরাঘুরি করে। তার মতে সে তার রাজকন্যাকে খোজার জন্য রাতে ঘুরে।

কিন্তু এতে লাভ কি? তার রাজকন্যা তো আর নেই। তাহলে কিভাবে পাবে সে তার রাজকন্যাকে? তবুও তার বিশ্বাস সে পাবে তার রাজকন্যাকে খুজে।



গভীর রাত, আকাশে কিছু তারা লুকোচুরি খেলছে। চারিপাশে এক ঘন অন্ধকার। কিছুক্ষণ পরপর ঝি ঝি করে ডাকছে ঝি ঝি পোকা। এছাড়া মনে হচ্ছে প্রকৃতি আজ রাগ করে পিন পতন নীরবতা পালন করছে। কিন্তু এর মাঝেও একজনকে হাটতে দেখা যাচ্ছে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ছেলেটির হাত দিয়ে কিছু গড়িয়ে পড়ছে হ্যা আসলেই ছেলেটি রক্তাত্ত।



হাত থেকে রক্ত পড়ছে। ছেলেটি হাটছে। হঠাত একটি পোস্ট ল্যাম্পের আলোর নিচে মনে হল ছেলেটি তার রাজকন্যাকে দেখতে পেয়েছে। রাজকন্যা ছেলেটিকে ডাকছে। আর ঘুমে কাতর চোখ গুলো ছেলেটিকে নিয়ে যাচ্ছে তার রাজকন্যার দিকে। ছেলেটির কল্পনা শক্তি আগের থেকেই ভালো কিন্তু কোন মতেই এটা কল্পনা হতে পারে না। আমার রাজকন্যা আমাকে ডাকছে।



"বাবু তুমি আসো আমার কাছে, তুমি দেখেছো তোমার কি অবস্থা হয়েছে? তুমি আবার হাত কাটছো? আর শুনছি তুমি অনেক দিন ঘুমাও না কেন বাবু? কি হয়েছে তোমার তুমি কি চাও না আমার সাথে খুশিতে থাকতে?"



- তুমি কি চেয়েছিলে আমার সাথে সুখী থাকতে? তাহলে কেন আমাকে সবাই বলছে তুমি আমার কাছে নেই? আমাকে ছেড়ে তুমি অনেক দূরে চলে গিয়েছ।



"বাবু মানুষ তো কত কিছুই বলবে, তুমি ওইগুলা কেন বিশ্বাস কর? আসো তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাও আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেই"



একটু একটু করে এগিয়ে গেল ছেলেটি, মেয়েটি একটি কাপড় দিয়ে ছেলেটির হাত বেধে দিলো আর বলল



"তুমি যদি আর এইরকম হাত কাটো তাহলে কিন্তু আমি আর কখনোই তোমার কাছে আর আসব না বাবু, নাও এখন ঘুমাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি"



কিছুক্ষণের মধ্যেই এক ঘন অন্ধকার ছেলেটির চোখকে কাবু করে ফেলল। ছেলেটি ঘুমে অচেতন হয়ে গেলো।



আর তারপর সব অন্ধকার!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

বেলা শেষে বলেছেন: "তুমি যদি আর এইরকম হাত কাটো তাহলে কিন্তু আমি আর কখনোই তোমার কাছে আর আসব না বাবু, নাও এখন ঘুমাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি"
good writing. I like it.

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

ঘুমহীন পোকা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.