| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমহীন পোকা
ভালো লেখতে পারি না তবুও চেষ্টা করি ভালো লেখার আর তাই এখানে আশা আপনাদের সবার মাঝে :)
আমার কানের কাছে ঝাপসা একটা কণ্ঠ ভেসে আসছে। বুঝতে পারছি আমাকে কেউ কিছু একটা বলার চেস্টা করছে। কি বলছে? আর আমি আছি বা কোথায়? খুব পরিচিত একটা গন্ধ নাকে আসছে। অনুমান থেকে বলতে পারছি আমি কোন হসপিটালের বেডে শুয়ে আছি। চোখ খুলতে পারছি না মনে হচ্ছে কোন এক বিশাল ঘুমের পর উঠতে পারছি না এইরকম অবস্থা। সব কিছুই ঝাপসা মনে হচ্ছে।
কন্ঠটা এখন মোটামোটি বুঝতে পারতেছি।
পার্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? উঠো তোমাকে এখনো অনেক পথ যেতে হবে। অচেতন অবস্থায় যার নাম বার বার বলছিলে সে তোমার জন্য অপেক্ষা করছে তো। তোমাকে উঠতে হবে তো। তোমার ভালোবাসার অপেক্ষায় আছে তো সে।
- হ্যা আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি কি অচেতন অবস্থায় আসলেই কারো নাম বলেছি?
হ্যা বলেছো। তবে তাকে ছেড়ে পালিয়ে কোথায় যাচ্ছো পাগল ছেলে?
- আসলে আপনার ধারণা ভুল আমার ভালোবাসা সে পেতে চায় না আর তাই আমি আমার ভালোবাসা নিয়েই অনেক দূরে চলে যেতে চাই।
এটা কি বলছো তুমি। তোমাকে বন্ধুরা তোমাকে কত মিস করেছে। তোমার ফোনে কল আর মেসেজের ভরে গিয়েছে। তুমি তাদের ছেড়ে কোথায় যেতে চাচ্ছো? উঠো তোমাকে তাদের সবার রিপ্লাই দিতে হবে তো!
- কিন্তু আমি তো তা চাচ্ছি না। আমি তাদের বিদায় জানিয়ে দিয়েছি। তাই আমাকে যেতে হবে। কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। আমি তো তার কাছে যেতে চাই
মুহুর্তের মধ্যেই এক বিশাল অন্ধকার ঢেকে গেলো। মনে হচ্ছে আমি আমার নিজেকে হারিয়ে ফেলছি। আবার আমি অচেতন হয়ে তলিয়ে পড়লাম এক গভীর অন্ধকারে।
#শেষ_সময়ের_গল্প #হসপিটালে_থাকা অবস্থায়_ডায়েরীর_লেখা
©somewhere in net ltd.