![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....
ঢাকা থেকে তেতুলিয়া যাবো। পথে কোথায় কোথায় সিএনজি স্টেশন আছে জানা দরকার।
কেউ সাহায্য করতে পারেন কি?
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৭
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
বগুড়া শহরের ঢোকার আগে বনানী নামক স্থানের পর আর কোন সি.এন.জি স্টেশন উত্তরান্ঞলে নেই।
আর্থাৎ বগুড়া শহরের ঢোকার আগেই গ্যাস সংগ্রহ করতে হবে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৩
রাজীব বলেছেন: বগুড়া থেকে তেতুলিয়া কত দুর?
ঢাকা থেকে বগুড়ার দুরত্ব কত?
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৩
কানাফরিদ বলেছেন: বগুরার পরে আর নাইরে ভাই! এরশাদ শাদি নিয়ে বিজি ছিলেন গ্যাস নেবার সময় হয় নাই।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৭
রাজীব বলেছেন: মাঝে মাঝে ভাবি এরশাদের তো আর বর্তমান আওয়ামী লীগের মতো বুদ্ধি ছিল না। এমন বুদ্ধি থাকলে আমরা টাকার নোটে বিদিশ, জিনাত ও আরো কত ভালো ভালো ছবি দেখতাম।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:১৫
মোঃ মোতাহার হোসেন বলেছেন: ভাই আপনি যে মহাসড়ক দিয়ে তেতুলিয়া যাবেন এই মহাসড়কটি প্রত্যেকটি জেলা সদর হয়ে বয়ে গেছে। আশাকরি প্রত্যেক জেলাসদর মহাসড়কের পাশে আছে। যেসব দুরপাল্লার বাস সার্ভিসগুলি'র নিজস্ব পাম্ব আছে। সেখানে আপনিও গ্যাস নিতে পারবেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪২
রাজীব বলেছেন: ভাই আমি তেল নয় গ্যাসের কথা জানতে চাচ্ছিলাম।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩০
বিবর্ন বেদনা বলেছেন: বগুড়া তে অনেক গুলো পাবেন।টার পর আর নাই।০
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩০
বিবর্ন বেদনা বলেছেন: বগুড়া তে অনেক গুলো পাবেন।টার পর আর নাই।০
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৮
বো কা মা ন ব বলেছেন: @এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদঃ ভাই বনানীর পর সিএনজি ফিলিং স্টেশন নাই কে কইছে আপনারে? আরে বনানী থেকে তো বগুড়ার ফিলিং স্টেশন গুলার শুরু।
@ পোষ্ট দাতাঃ ভাই বগুড়া শহরে বাইপাস দুইটা, আবার শহরের ভিতর দিয়েও যাওয়া যায়, আপনি কোন পথে যাবেন তার উপর নির্ভর করছে কোথায় কোথায় সিনজি ফিলিং স্টেশন পাবেন। তবে যে দিক দিয়েই যান, বনানী আর মাটিডালীর পরে ঠ্যাংগামারায় সিএনজি ফিলিং স্টেশন দুইটা কমন। আমার জানামতে বগুড়ার ঠ্যাংগামারায় টিএমএসএসের ফিলিং স্টেশনটাই সর্বশেষ সিএনজি ফিলিং স্টেশন, এর পর আর নাই। আর বগুড়া পর্যন্তই গ্যাস পাবেন। এখনও উপ্রের দিকে গ্যাস যায় নাই।
৮| ০৭ ই অক্টোবর, ২০১১ রাত ২:১৪
আকাশ_পাগলা বলেছেন:
বস আপনি আর কয়েকজন ব্লগার আপনারা অনেক সাহস দিছেন, অনেক পরামর্শ দিছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কয়েকজন না হলে শেষমেষ হয়ত চয়েসই করা হত না। দালাল/পরিচিত/ড্রাইভার যা ভাল বলত সেটাই বিশ্বাস করা লাগত।
আপনারা থাকাতে অন্তত সাহস পাইছি যে শেয়ায় করার পর ভুল হলে ধরিয়ে দিবেন। আর পরামর্শ গুলো ত কাজে লেগেছে বটেই।
করোনা প্রিমিও জি নিছি। ২০০২ এ রেজিস্ট্রেশন। ৯৭ এর মডেল। ব্লুবুকে দেখলাম নতুন ইঞ্জিন জাপান থেকে এনে বসিয়েছে। দেখতে খারাপ না। ভিতরে উড প্যানেল আর পিছনে স্পয়লার। যতদূর মনে হল মাইর খাওয়া নাই। অনেক চেক করা হয়েছে। তবে, আসল ঘটনা কে বলতে পারে !! কিনার পর ফগ লাইট চেন্নজ করছি। সিগনাল লাইট চেঞ্জ করছি। ব্যাটারিও মনে হয় চেঞ্জ করতে হবে।
সার্ভিস খারাপ দিচ্ছে না। তবে মাত্র ত কয়েকদিন হল !! এখন গাড়ির বাজার খুব চড়া।
আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, যখন লাইট কিনতে গেলাম (বাংলা মটর) এক মডেলের গাড়ির জন্য ঐ নির্দিষ্ট মডেলের লাইটই থাকে। নইলে বসানো যায় না। কিন্তু আমি ত জানতাম ইচ্ছামত অনেক ডিজাইনের লাইট চেঞ্জ করা যায়। এব্যাপারে সিস্টেমটা কী?
বস আবারও অনেক ধন্যবাদ। মিষ্টি খান। কয়েকদিন হল, জানাই জানাই করেও দেরি হয়ে গেল !!
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০৫
শ।মসীর বলেছেন: বগুড়ার পরে সম্ভবত আর নাই !!!!