নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

গদ্দিনশীন পীর বিষয়ক সামান্য ক্যাচাল

১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৩

০১)

আমার এক দুলাভাই যাত্রা করতেন। যাত্রায় তার নায়িকা ছিলেন বিখ্যাত চাকভুম চাকভুম অঞ্জু ঘোষ। তিনিও সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন। দেখতে ভীষণ হ্যাণ্ডসাম ছিলেন এবং এখনও আছেন।

কিন্তু তার সিনেমার নায়ক হওয়া হয়নি একটা বিশেষ বংশে জন্ম নেয়ার কারণে। তিনি চট্টগ্রামের বিখ্যাত মাইজভাণ্ডার পীরের বংশধর। তার বাবা ঘোষণা দিয়েছিলেন, যদি তিনি সিনেমার নায়ক হন, তবে তাকে ত্যাজ্য পুত্র করা হবে। তিনি তার বাবাকে ভীষণ ভালবাসতেন।

তার বয়স এখন ৫০ ছাড়িয়েছে। এই বয়সেও তিনি আফসোস করেন। কিন্তু তিনি বছরে প্রায় ৬০ হাজার টাকা পান মাইজভাণ্ডার শরীফ থেকে। মাইজভাণ্ডার পীরের যারা বংশধর প্রত্যেকেই মাইজভাণ্ডার শরীফ থেকে বছর শেষে টাকা পান। মাইজভাণ্ডার শরীফের ওরশ ও অন্যান্য আয় থেকে এই টাকা আসে।



০২)

দুলাভাইকে একবার জিজ্ঞাসা করেছিলাম গদ্দিনশীন পীর সম্পর্কে । উনি বলেছিলেন পীর কোন আরবী শব্দ না। পীর শব্দটি ফার্সি শব্দ । এর অর্থ মুরব্বী। তবে আমরা পীর সম্পর্কে মনে করি উনি বড় আল্লাহর ওলি।

উনি বললেন, পীর ব্যাপারটাই আসলে ঠিক না। একজন লোক জ্ঞানী হতে পারে। কিন্তু মুরব্বী হলেই মানুষ জ্ঞানী হয় না, জ্ঞানী হতে হলে তাকে পড়াশোনা করতে হয়।

তাছাড়া একজন ডাক্তারের ছেলে তো পড়াশোনা ছাড়া ডাক্তার হয় না। একজন ইঞ্জিনিয়ারের ছেলে তো পড়াশোনা ছাড়া ইঞ্জিনিয়ার হয় না। একজন এডভোকেটের ছেলে তো পড়াশোনা ছাড়া এডভোকেট হয় না। প্রত্যেক পেশাজীবীকেই সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর পড়াশোনা করেই সেই পেশাজীবী হতে হয়। বাবার দোহাই দিয়ে সে হুট করে সেই পেশাজীবী হতে পারে না। তাহলে পীর কেন হয় গদ্দিনশীন ? এর উত্তর উনি দিতে পারলেন না।



০৩)

আমি অনেককেই গদ্দিনশীন পীর বিষয়ে প্রশ্ন করেছি। কেউ কেউ পীরের মুরিদ। তারা বলেছেন, পীর তাদের পার করিয়ে দেবে। কেউ কেউ বলেন, পীর ব্যাপারটা ভুয়া। পীর ছাড়াই ইবাদত করা সম্ভব এবং উচিত। কেউ বলেছেন, পীর ছাড়া ইবাদত করা যায়, তবে একজন মুরব্বী থাকলে মন্দ না।

কিন্তু তারা কেউই বলতে পারেন নি, গদ্দিনশীন পীর হওয়া উচিত কি না ।



০৪)

আমাদের দেশে পীরেরা কী করেন ? তাদের বৈধ আয়ের উৎস কী ? তারা ধর্মের জন্য কী করেন ?

আমাদের দেশের পীরের ওরশ করেন। ওরশ মানে হল জন্মদিন পালন। মূলত সেই ওরশ বা জন্মদিন পালন করা খাজা বাবার নামে বা কোন মৃত পীরের নামে। ইসলামে জন্মদিন পালন করা মানে ওরশ করা বিদআত। তাহলে পীরেরা এটা করেন কেন ?

কারণ ওরশ করলে প্রচুর দান খয়রাত পাওয়া যায়। খরচ করেও সেই দান খয়রাত থেকে প্রচুর টাকা বেচে যায়। মূলত এটা একটা ব্যবসা।

অন্য দিকে আমাদের দেশে পীরদের কোন বৈধ আয় নাই। কয়েক জন ব্যতিক্রম ছাড়া তারা বেশির ভাগই কোন ব্যবসা বা চাকুরি করেন না। তাদের আয়ের প্রধানতম উৎস হল মুরিদদের দান খয়রাত। এই দান খয়রাত এত বেশি যে, তাদের শান শওকত দেখলে অবাক হতে হয়।

আর গদ্দিনশীন পীরদের আরও জঘন্য অবস্থা। আমি এক বংশানুক্রমিক পীরের বাড়িতে গিয়ে অবাক হয়ে গিয়েছিলাম তাদের বিলাসিতা ও অপচয় দেখে। তারা একজন কোটিপতির চেয়ে বেশি অপচয় করেন। তাদের সম্পদের কোন হিসাব নাই।



০৫)

ধর্মের সমর্থন না থাকলেও বাংলাদেশে পীরতন্ত্রের ব্যাপক প্রসারের পিছনে রয়েছে মাজারের ভূমিকা। একটি মাজারকে দরগা বানিয়ে সেই মাজারের আয় লুটে পুটে খাচ্ছে কোন না কোন পীর।

আমাদের দেশের মানুষ ধর্মভীরু বলে তারা পীর পূজা ও মাজার পূজা করছে। ধর্ম সম্পর্কে কোন ধারণা না থাকায় তারা পীর যা বলছে সেটাকেই ধর্মের কথা বলে মেনে নিচ্ছে। একবারও সাহস করে জেনে নিচ্ছে না আসলে ধর্ম কী বলেছে। এই পীরেরা বিদআত ওরশ, জলনে জুলুছ, মিলাদ মাহফিল ইত্যাদি করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

আর অনেক ভণ্ড পীরের চরিত্র সম্পর্কে নানা বাজে কথা শোনা যায়। তাদের মুরিদদের মধ্যে বেশির ভাগ মহিলা হয় এবং এ সব মহিলারা তার পীর বাবার জন্য জান কোরবান করতে প্রস্তুত।

এইভাবেই ভণ্ড পীরেরা তাদের আয়েশি জীবন যাপন করে যাচ্ছে। সেই আয়েশি জীবনযাপন যেন বংশানুক্রমিকভাবে করা যায়, তার জন্য গদ্দিনশীন পীর ব্যবস্থার উদ্ভব।

ইসলাম ধর্ম বান্দা ও আল্লাহর মাঝখানে মাধ্যম হিসেবে কাউকে চায় না। পীর, গদ্দিনশীন পীর ও মাজার কেউই ইসলাম ধর্মানুসারে কোন ব্যক্তিকে পরিত্রাণ দিতে পারে না।



Click This Link

মন্তব্য ৩৪ টি রেটিং +১২/-১

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:২০

শান্ত কুটির বলেছেন: বিয়াফক হইসে। কাগুরে পিলাস।

১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৪

লেখাজোকা শামীম বলেছেন: আচ্ছা।

২| ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৪

কানা বাবা বলেছেন:
পীরগো ঝক্কিঝামেলাও এ্যাক্কেবারে কম্না... তাগোও বিস্তর হ্যাপাহাঙ্গামা আচে...
পাব্লিকের ট্যাঁক থিকা পয়সা বাইর কোরুন্ডারে এ্যাত্তো সুজা কাম মুনে কৈরেন্না...

১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪০

লেখাজোকা শামীম বলেছেন: আপনে জানলেন ক্যামনে ?

৩| ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৩

লিপিকার বলেছেন: দারুন লেখা.......

১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৩

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।

৪| ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৬

অলস ছেলে বলেছেন: ধীরে ধীরে আরো সঠিক হয়ে উঠছে আপনার লেখাগুলো। ভালো লেগেছে। পীর (মুরব্বী) মার্কা কমেন্তে মাইন্ড কর্বেন না আশা করি।

১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৩

লেখাজোকা শামীম বলেছেন: মাইন্ড করি নাই, ওস্তাদ

৫| ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৩

অনির্বান বলেছেন: ভালো লিখেছেন..
+

১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

লেখাজোকা শামীম বলেছেন: ধ্ইন্যাপাতা।

৬| ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৬

এসব কি হচ্ছে ! বলেছেন: "ধর্মের সমর্থন না থাকলেও বাংলাদেশে পীরতন্ত্রের ব্যাপক প্রসারের পিছনে রয়েছে মাজারের ভূমিকা। একটি মাজারকে দরগা বানিয়ে সেই মাজারের আয় লুটে পুটে খাচ্ছে কোন না কোন পীর। "

খুবই যৌক্তিক লেখা। বাউন্ডারী মারার কোনো চান্সই পাইলাম না (মুরুব্বী আইছি!), এইডাকি ঠিক অইলো! ১০০ তে ৯৯

৭| ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:০৭

ভাঙ্গা পেন্সিল বলেছেন: পীর আর বাবুর্চি...এই দুই কিসিমের লোক সবসময় ভুড়িওয়ালা হয় :P

১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০০

লেখাজোকা শামীম বলেছেন: ফ্রি খাওন পাইলে তো ভুড়িওয়ালা হইবই।

৮| ১৪ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৪৭

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: ইসলাম ধর্ম বান্দা ও আল্লাহর মাঝখানে মাধ্যম হিসেবে কাউকে চায় না ,

যদি ইসলাম বান্দা ও আল্লাহর মাঝখানে কাউকে না চায় তবে নবী রাসূল এর দরকার কী ?

হযরত আবদুল কাদের জীলানি (রাঃ) ,হযরত শাহযালাল (রাঃ) এরা কী করলেন ?
এদের কী দরকার ছিল ?



আমি যাকে পথভ্রষ্ট করেছি,তাহার ভাগ্যে কোন (মোর্শেদ) বা পথ প্রদর্শক ও অলী আল্লাহ রাখি নাই । সূরা -কাহাফ ,আয়াত -১৭ ।

১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখাজোকা শামীম বলেছেন: লিংকটা পড়েন।

৯| ১৪ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৮

সবুজ সাথী বলেছেন: ইসলাম ধর্ম বান্দা ও আল্লাহর মাঝখানে মাধ্যম হিসেবে কাউকে চায় না।

১০০ ভাগ সহমত।

১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ।

১০| ১৫ ই জুলাই, ২০০৯ রাত ১২:৫৩

এসব কি হচ্ছে ! বলেছেন: @এখন ও বৃষ্টি ভালবাসি: ভাই উনারা মাধ্যম হিসেবে আসেন নাই (নবী-রাসূল ব্যাতিত)। বরং উনারা আপনার মতো (অবূঝ) লোকদের বুঝাইতে আসছেন কিভাবে ইসলাম পালন করিতে হয়।

১১| ১৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৩৭

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: এসব কি হচ্ছে ভাই ,অলী আল্লাহ রা মাধ্যম না ,এরাও আসে মানুষকে সঠিক পথ দেখাতে ,এখন কথা হচ্ছে আপনি সঠিক মানুষ পাইলেন কিনা ।

আর ভাই জান যাকির নায়েক এরে নিয়া কিছু কমু না ,এ ইটা পড়েন

ড: জাকির নায়েককে নিয়ে কিছু কথা - সজল শর্মা

১২| ১৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৪২

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: সরি লিংটা এখানে

Click This Link

১৩| ১৫ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৪৮

এসব কি হচ্ছে ! বলেছেন: @এখন ও বৃষ্টি ভালবাসি: ভাই এখানে যেইসব পীরের কথা বলা হচ্ছে তাদেরকে আপনের ভাল বলার কারনই বা কি? যারা ভাল তারা কি কখনও এদের মত কাজ করছেন?

জাকির নায়েকের যতগুলা লেকচার দেখছি, কোনটাতেই ভুল কিছু কানে আসে নাই। তারপরও সময় পেলে লেখাটা দেখবো।

১৪| ১৫ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৫

এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: আমি তথা কথিত পীর দের কথা বলি নাই ,আমি বলছি আল্লাহ নবী রাসুলদের পর আরও কিছু মানুষ প্রেরন করে মানুষদের হেদায়েত করার জণ্য ,তাদেরকে অলী আল্লাহ বলা হ্য় ।


আর আমার ভুল হইছে যাকির নায়েক এর লিংকটা দেওয়া ।

কমান্টস টা কাইটা দেন বস ।

১৫| ১৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

শূন্য আরণ্যক বলেছেন: +++

গুড পোষ্ট ।

অতীতে হয়ত কিছু জ্ঞানী লোক ছিলেন । তারা ছিলেন আসলেই জ্ঞানী ।

এখন সবই ভেড়া শাহ ।

গদ্দীনশিন পীর দেখলে --কোপা সামসু !
এদের কোপানী না দিলে এরা ভন্ডামী বন্ধ করবো না ।

১৮ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

লেখাজোকা শামীম বলেছেন: মন্তব্যে পিলাচ।

১৬| ১৮ ই জুলাই, ২০০৯ রাত ৮:০৩

রণদীপম বসু বলেছেন: ভালো পোস্ট।

১৮ ই জুলাই, ২০০৯ রাত ৮:২৩

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ। আপনার ইয়োগা বিষয়ক পোস্টগুলোও খুব ভালো হচ্ছে।

১৭| ১৮ ই জুলাই, ২০০৯ রাত ৮:২৬

কিরিটি রায় বলেছেন: এইভাবেই ভণ্ড পীরেরা তাদের আয়েশি জীবন যাপন করে যাচ্ছে। সেই আয়েশি জীবনযাপন যেন বংশানুক্রমিকভাবে করা যায়, তার জন্য গদ্দিনশীন পীর ব্যবস্থার উদ্ভব .."

--এটা কোন ভাবেই কাম্য নয়। যোগ্য লোকের হাতেই দায়িত্ব থাকা উচিত। এবং এই ভন্ডামীর শুরু ইয়াজিদ থেকে।
ইসলামের মূল ফর্ম ভেঙ্গে ক্ষমতা আর স্বার্থের লোভে যা ঘটেছিল।


"ইসলাম ধর্ম বান্দা ও আল্লাহর মাঝখানে মাধ্যম হিসেবে কাউকে চায় না।"

--এটাকি আপনার ব্যাক্তিগত মতামত। তবে বলার কিছু নাই। আর কোরআন হাদীসের হলে যথাযথ সূত্র প্রয়োজন। যাতে বিভ্রান্তি এড়ানো যায়।

"পীর, গদ্দিনশীন পীর ও মাজার কেউই ইসলাম ধর্মানুসারে কোন ব্যক্তিকে পরিত্রাণ দিতে পারে না।"

--পীর নিয়ে আপনার বিশ্বাস আপনার কাছে। তবে ভন্ডপীর নিয়ে যা বলছেন ভাবছেন ১০০ ভাগ সহমত। কিন্তু তাই বলে পীর বিষয়টাকে হালকা মেজাজে নিলে তা আপনার অজ্ঞানতাকেই প্রকাশ করবে।
একজন জাবির শিক্ষক নারী কেলংকারী দোষে দুষ্ট -- তাই সব শিক্ষক জাতকেই যদি আপনি সেম ক্যাটাগরাইজড করেন সেটা যেমন ভুল এটাও তেমনি।

আর মাজার প্রসংগ!! মজিদ বা লাল সালু ব্যবসায়ী যেমন সত্য। আবার শাহজালাল শাহ পরাণ সহ ৩৬০ আউলিয়ার আগমন এই দেশের মানুষের জীবনের সত্যের আলো জ্বালানো তারচেও বড় সত্য।

আর আত্মা, মুক্তি ইসলাম এগুলোতো বিশাল আলোচ্য বিষয়!..এত সংক্ষেপে তার ধারকাছে গেলাম না। এটা জানার এবং সাধনার বিষয়।

১৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৭

লেখাজোকা শামীম বলেছেন: ধন্যবাদ এত চমৎকার মন্তব্য করার জন্য।

১৮| ১৮ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৪

আমি মনির বলেছেন: আপনার এই পোষ্টে মন্তব্য করতে যেয়ে দেখি অনেক বড় হয়ে গেছে, তাই আলাদা পোষ্ট আকারে দিয়েছিলাম। ইচ্ছা হলে দেখে আসতে পারেন।

১৯ শে জুলাই, ২০০৯ রাত ১:০২

লেখাজোকা শামীম বলেছেন: আপনার লেখাটা পড়লাম। আপনার কথাগুলো ঠিক। কিন্তু আমাদের দেশে পীর বিষয়টি এত বেশি বিকৃত হয়েছে যে, এখন আপনার বর্ণিত বৈশিষ্ট্য অনুযায়ী পীর খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু আপনার লেখায় পীর সম্পর্কে অনেক কথা পেলাম, গদ্দিনশীন পীর বিষয়ে পেলাম না।
আপনার লেখার লিংকটি এখানে দিয়ে দিলাম অন্যদের সুবিধার জন্য ।
Click This Link

১৯| ১৯ শে জুলাই, ২০০৯ রাত ১:১৬

ভন্ডপির বলেছেন:
নবী গুলান যেখানে সব ভন্ড, পীর নিয়া মাতামাতি। মজা পাইলাম। :D

১৯ শে জুলাই, ২০০৯ রাত ১:১৮

লেখাজোকা শামীম বলেছেন: ইডা কইলেন কী !!!!!

২০| ১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:১৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: প্লাসাইলাম, ভালো লিখা

২১| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

নাসিফ_ বলেছেন: ভাই , আপনি যদি গদ্দিনশীন পীর এর ব্যাপারে জানতে চান তাহলে , মাওলানা জালাল উদ্দিন রুমি , ইমাম গাজ্জালি (রঃ) , শেখ সাদী , ওমর খইয়ম , তাদের জিবনী জানুন । তারাও গদ্দিনশীন পীর ছিলেন , তারাও পীর মুরিদী করেছিলেন । ধন্যবাদ !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.