নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমা পাগল। সিনেমায় খাই, সিনেমায় ঘুমাই, সিনেমায় পড়ি, সিনেমায় স্বপ্ন দেখি। জীবন সিনেমাময়।

লেখাজোকা শামীম

গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।

লেখাজোকা শামীম › বিস্তারিত পোস্টঃ

দেখার মতো একটা ভিডিও : বাংলাদেশী টিভি নাটক নিয়ে খোলামেলা মতামত

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২০

ভদ্রলোককে আমি চিনি না। নামও জানতাম না। তার নাম জানলাম এই ভিডিওটা দেখার পর। ভদ্রলোকের নাম সোলাইমান সুখন। তার ফেসবুক একাউন্ট বলছে, তিনি বাংলালিংক এর মার্কেট রিসার্চ ম্যানেজার। তিনি যেই হোন না কেন তার কথাগুলো অসাধারণ। একেই বলে গঠনমূলক সমালোচনা।

যারা টিভি নাটক লেখেন, পরিচালনা করেন, অভিনয় করেন এবং কোন না কোনভাবে টিভি নাটকের সঙ্গে জড়িত, তাদের অবশ্যই এই ভিডিওটা দেখা দরকার। তিনি একেবারে সমস্যার মূল জায়গাটা বুঝতে এবং বোঝাতে পেরেছেন।

আর যারা টিভি নাটকের সঙ্গে কোনভাবে জড়িত হতে চান, তাদের অবশ্যই তার কথাগুলো মাথায় রাখা উচিত। চমৎকার বলেছেন ভদ্রলোক, চমৎকার করে বলেছেন।

সোলাইমান সুখন আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার মতো করে বলার মানুষ দরকার আছে। বলে যান, গঠনমূলক সমালোচনা করে যান। নিশ্চয়ই আমাদের মিডিয়া আপনার কথা শুনবে। কারণ আপনিই জনতা।

ভিডিও লিংক : Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সত্যিই চমৎকার বলেছেন !!

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

কাফের বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: কেমন আছেন ?

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০১

লেখাজোকা শামীম বলেছেন: ভালো আছি, পরিবেশবন্ধু।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

রাফা বলেছেন: ভালো,শেয়া করার জন্য ধন্যবাদ।

মেয়েদের হেরেজমেন্ট করার বিষয় নিয়ে উনার একটা ভিডিও দেখেছিলাম।

উনি উনার যায়গা থেকে মানুষকে সচেতন করার চেস্টা চালিয়ে যাচ্ছেন।

বিদেশি বাদ দিয়ে দেশি চ্যানেল দেখার চেস্টা করি অধিকাংশ সময়।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

দুঃস্বপ্০০৭ বলেছেন: ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.