নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
গত ০৭ জুন, শুক্রবার যারা ১২ ঘণ্টার স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ করে গেলেন, তাদের জন্য এই নোটিশ। আপনারা স্ক্রিপ্ট লেখার ব্যাকরণ শিখে গেছেন। শিখে যে গেছেন, তার প্রমাণ স্বরূপ এবার একটা ১০ মিনিটের স্ক্রিপ্ট লিখে পাঠান।
২৭ জনের মধ্যে যার স্ক্রিপ্ট আমার পছন্দ হবে, তার স্ক্রিপ্ট নিয়ে একটা শর্ট ফিল্ম বানাব। বোনাস হিসেবে আপনাকে শেখাব ফিল্ম মেকিং - একেবারে হাতে কলমে।
স্ক্রিপ্ট পাঠানোর শেষ তারিখ : ০৭ জুলাই, ২০১৩ খ্রিঃ
দরকার বোধ করলে আমাকে ইনবক্সে নক করতে পারেন যে কোন সময়।
Click This Link
অথবা ই-মেইলও করতে পারেন --
[email protected]
স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপে যারা অংশগ্রহণ করেছিলেন :
০১. হাসান
০২. ওমর খৈয়াম
০৩. জাহিদ হোসাইন
০৪. নাজমুল হাসান রাজু
০৫. সৈয়দ নাজমুস সাকিব
০৬. রবিউল হোসাইন
০৭. ফারুকুজ্জামান
০৮. আবদুল্লাহ আল মামুন তুষার
০৯. তানজির ইসমাত অনিক
১০. এস.আর জামান
১১. সাইফ বরকতউল্লাহ
১২. মোরশেদুল কাইউম মারাজ
১৩. মার্ক বিপ্লব
১৪. মোস্তফা কামাল
১৫. মাহমুদুল হাসান ফেরদৌস
১৬. মুনতাসির বিন মুস্তফা
১৭. শরাফত আলী শওকত
১৮. আহমেদ জামান শিমুল
১৯. মোঃ ইকবাল হাসান
২০. খন্দকার তৌকিরুল ইসলাম
২১. মোঃ নাসিম
২২. শফিকুল ইসলাম চৌধুরী
২৩. মুহাম্মাদ মুমিন
২৪. শামীমা শিমু
২৫. ইয়াসিন রেজা
২৬. অভিজিৎ অর্ক
২৭. তারেক আহমেদ
১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৮
লেখাজোকা শামীম বলেছেন: কেবল শর্ট ফিল্ম না, মাঝে মাঝে টিভি নাটকও বানাই। সামনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানাতে যাচ্ছি।
২| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৩০
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আসলে কত কিছু অজানা থাকে। আপনার জন্য শুভ কামনা। চলচ্চিত্রের নাম জানাবেন। যদি সে সময় বাংলাদেশে থাকি, তাহলে হলে গিয়ে আপনার বানানো ছবি দেখব ইনশাআল্লাহ।
ভাল থাকবেন।
৩| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৪
এবং ব্রুটাস বলেছেন: +++++
৪| ২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
যাদব সূত্রধর বলেছেন: আমিও একটি শর্টফিল্মের র স্ক্রিপ্ট লিখছি। বানাবো বলে।
আপনার ব্লগ পড়ে আমার বেশ অভিজ্ঞতা হবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০১
আলো আধাঁর বলেছেন: স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ আবার কবে হবে ? আমি আগ্রহী ।
১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৯
লেখাজোকা শামীম বলেছেন: ফেসবুকের এই গ্রুপটার মেম্বার হয়ে যান। সময় মতো জানতে পারবেন। https://www.facebook.com/groups/scriptwriterbd/
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৪
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: শামীম ভাই,
কেমন আছেন ?
আপনি শর্টফিল্ম বানান, জানা ছিল না।