![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
একটা নতুন উদ্যোগ নিতে চাই।
আপনাদের জন্য একটা প্রশিক্ষণ আয়োজন করব।
সপ্তাহে ১ দিন ক্লাস।
যত দিন পর্যন্ত না শিখবেন তত দিন পর্যন্ত।
শেখার পর পেশাদার কাজ করার সুযোগ।
কিন্তু কাজটা হবে দলবদ্ধভাবে।
প্রশিক্ষণ হবে বিনা খরচে।
অথচ পেশাদার কাজ করলে পাবেন পারিশ্রমিক।
হবেন অংশীদার।
শর্ত একটাই। প্রমাণ করতে হবে নিজের যোগ্যতা।
যোগ্যতা প্রশিক্ষণ গ্রহণ করার আগ্রহের।
যোগ্যতা পেশাদার লেখার মতো মেধার।
যোগ্যতা নিয়মিত কাজ করার মতো পরিশ্রমের।
যোগ্যতা নতুন নতুন ধারণা নিয়ে খেলা করার।
যোগ্যতা দলবদ্ধ কাজ করার মানসিকতার।
আপনি আগ্রহী হলে যোগাযোগ করুন ইনবক্সে।
পাঠান নাম, ফোন নাম্বার এবং
আপনার যে কোন একটা গদ্য লেখা। ২০০ শব্দ।
বয়সের কোন বাধা নেই।
কিন্তু যারা প্রচুর সময় ও শ্রম দিতে পারবেন, তারাই আসুন।
প্রচুর সময় ও শ্রম লাগবে।
সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত
মাত্র ২০ জন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
শেষ পর্যন্ত যোগ্যতম ৫ জন টিকে থাকবেন।
হবেন পেশাদার চিত্রনাট্যকার।
আমরা বদলে দেব বাংলা নাটক সিনেমার গল্প।
কিভাবে লেখা পাঠাবেন :
লেখার শিরোনাম, আপনার নাম ও ফোন নাম্বারসহ ২০০ শব্দের একটা গদ্য লেখা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে অথবা পিডিএফ ফাইল করে আমাকে ইনবক্স করে দেন।
লেখা পাঠানোর শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০১৫
সাক্ষাৎকার গ্রহণ : মার্চ মাসের ৩টি শুক্রবার
কাজ শুরু : এপ্রিল মাসের প্রথম সপ্তাহ
ক্লাস হবে প্রতি শুক্রবার, বিকেল ৫টা থেকে রাত ৮টা।
প্রশিক্ষণ স্থান : জুম ইন, ৪০৪ দিলু রোড, মগবাজার, ঢাকা।
বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link
১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:০৯
লেখাজোকা শামীম বলেছেন: অনেক ধন্যবাদ। ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি।
২| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:১৩
জাকারিয়া জামান তানভীর বলেছেন: গ্রেট
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৫ রাত ১:৪২
জাকারিয়া জামান তানভীর বলেছেন: দারুন আইডিয়াত। ভালো লাগল। শুভকামনা রইল।