![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লেখার নেশা আমার আশৈশব। মাধ্যমগুলো বদলে গেছে সময়ে সময়ে - কখনও গল্প, কখনও উপন্যাস, কখনও নাটক, কখনও চলচ্চিত্র কিংবা কখনও টিভি নাটক। যে মাধ্যমেই কাজ করি না কেন, একই কাজ করেছি - গল্প বলেছি। আমি আজন্ম গল্পকার - এক সাদামাটা গল্পকার। মুঠোফোন : ০১৯১২৫৭৭১৮৭. বৈদ্যুতিক চিঠি : [email protected]ফেসবুক : http://www.facebook.com/shajahanshamim.scriptwriterদৃষ্টি আকর্ষণ : আমার নিজের লেখা সাহিত্যকর্ম যেমন উপন্যাস ও নাটক - যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব স্বত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না।
আমার মা বলতেন একটা হিন্দি সিনেমার কথা। সিনেমার নাম মনে নাই। তবে একটা সংলাপ মনে আছে। সংলাপটা হল - যো কুচভি হোতা হ্যায় সুরমা লাগাও।
মানে যাই হোক না কেন সুরমা লাগাও
সিনেমার মধ্যে একটা কমেডি চরিত্র ছিল। সে ডাক্তার। তার কাছে কোন রোগী গেলেই এই সংলাপটা বলত।
একবার পেট খারাপের রোগী গেল। উনি এই সংলাপ বলে দিলেন। রোগী বাড়ি গিয়ে তার পেটের উপর সুরমা লাগিয়ে বসে থাকল। কিন্তু পেট খারাপ তো আর কমে না।
রোগী এবার রেগে মেগে ডাক্তারের চেম্বারে হাজির। ডাক্তার রোগীর চেহারা দেখেই বুঝে ফেলেছে মার খাওয়ার সময় হয়েছে। ডাক্তার পালানোর আগেই রোগী তাকে ধরে ফেলেছে। তারপর ডাক্তারের পেটে সুরমা লাগাতে লাগাতে বলছে , যো কুচভি হোতা হ্যায় সুরমা লাগাও।
আমাদের দেশটাও একই অবস্থা। যাই ঘটুক না কেন, টাকা বরাদ্দ হচ্ছে। লোকজন চুরি করছে। অবস্থা বদলাচ্ছে না।
পানি উন্নয়ন বোর্ড ৫০ বছর ধরে উন্নয়ন করেই যাচ্ছে। অথচ প্রতি বছর সারা দেশ বন্যায় তলিয়ে যায়। পৃথিবীর বহু দেশে বন্যা মুক্ত হয়ে গেছে। কারণ টেকসই বাঁধ, ড্যাম, ব্যারেজ ইত্যাদি তৈরি করে তারা বন্যার পানিকে কাজে লাগিয়েছে।
আর আমাদের চোরের দল প্রতি বছর বাধ ভাঙ্গলে খুশি হয়। যত বেশি ভাঙ্গবে তত বেশি সুরমা লাগানো চলবে।
২| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: বরাদ্দের টাকা সব চোরেরা ভাগ করে নিয়ে নেয়।
সরকার থাকে চুপ। তারা পেয়ে গেছে সুযোগ। শেখ হাসিনা ছাড়া সব চোর।
৩| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪০
নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: কেন দেশে সাবরিনা শাহেদ এরা আছে না। এরা সুরমা না আরো অনেক কিছু নিয়মিত লাগায়।
৪| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৯
নীল আকাশ বলেছেন: কেমন আছেন শামীম ভাই? আমি কে বললে বিশ্বাসও করবেন না।
আপনার নাম্বারে আমি ফোন দেবো। কতদিন আপনাদের ওদিকে আমার যাওয়া হয় না। ঢাকায়ই থাকি না। যাবো কিভাবে?
৫| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩৫
নেওয়াজ আলি বলেছেন: Right
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১৪
শেরজা তপন বলেছেন: সহমত! যে কোন রোগে রাশিয়ান ডাক্তাররা বলত চা খাইতে![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)