নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টি, এম, মাসুম বিল্লাহ

স্বপ্ন টি এম

আমি বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র ৷

স্বপ্ন টি এম › বিস্তারিত পোস্টঃ

না জেনে লাফাবেন না, কারণ এটা বড় ভুল।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

“জা না লা” Id Link-Click Hear নামের এই ব্যক্তি ১৬ ই মার্চ, ২০১১ বিকাল ৪:১৩ একটি পোস্ট করেছিল এই ব্লগে। পোস্ট টির লিঙ্ক হচ্ছে, Click This Link (আপনারা ভাবছেন এত পরে কেন? কেননা আমি এতদিন এই পোস্ট দেখিনি।)

আমি এই ব্যক্তি কে বলতে চাই, আপনি কোন ঘরের ছেলে তা সবাই জানেনা। কেননা আপনাকে সবাই চেনেনা। মুহাম্মদ আলি জিন্নাহ কে ছিল এবং সে কেন এতো বড় একজন ব্যক্তিত্য তা আপনার কান পর্যন্ত পৌঁছেনি। কেননা আপনি তত দূর পর্যন্ত পৌঁছান’নি যত দূর পর্যন্ত পৌঁছালে একজন ভালো ব্যক্তি সম্পর্কে এরকম মন্তব্য করা যায়।

আমি বলতে চাই, আপনি যে মন্তব্য গুলো করেছেন তা কোথা থেকে পেয়েছেন? আপনি কোন বই পড়ে বলেছেন তা বলুন। যদি না বলতে পারেন তাহলে বলব আপনার জানার প্রসারতা অনেক কম। তাই আপনি এমন মন্তব্য করেছেন।

মুহাম্মদ আলি জিন্নাহ সম্পর্কে কিছু কথা যার প্রায় গুলোই আপনি জানেন না :
“২৫ ডিসেম্বর ১৮৭৬ তৎকালীন বোম্বে প্রেসিডেন্সির অন্তর্গত করাচির ওয়াজির ম্যানশনে মুহাম্মদ আলি জিন্নাহ জন্মগ্রহণ করেন। বর্তমানে এই স্থান পাকিস্তানের সিন্ধু প্রদেশের অংশ। বাবার নাম জিন্নাহভাই পুনজা ও মায়ের নাম মিঠাবাই। তার বাবা ছিলেন একজন গুজরাটি ব্যবসায়ী। গোন্ডাল রাজ্যের পিনালি গ্রামে তার পরিবারের আদিনিবাস ছিল। বিয়ের পরে তার পিতা জিন্নাহভাই পুনজা ১৮৭৫ সালে করাচিতে বসবাস শুরু করেন। জিন্নাহ ছিলেন তার বাবা মায়ের চার পুত্র ও তিন কন্যার মধ্যে দ্বিতীয় সন্তান। লন্ডনে যাওয়ার আগে ১৮৯২ সালে তার গ্রাম পিনালির এমিবাই জিন্নাহ কে বিয়ে করেন। ১৮৯৩ সালে তার মা ও প্রথম স্ত্রী দুজনের মৃত্যু হয়। তার পরে তিনি ১৯১৮ সালে মরিয়ম জিন্নাহ কে বিয়ে করেন। মরিয়ম জিন্নাহ ১৯২৯ সালে মারা যান।”

এখন বলি, আপনি মুহাম্মদ আলি জিন্নাহ সম্পর্কে ভালো ভাবে জানুন, তারপর মন্তব্য করুন। আপনি তার সম্পর্কে জানতে চাইলে (Click This Link) এই লিঙ্ক-এ দেখতে পারেন অথবা উইকিপিডিয়া সম্পর্কে ধারণা থাকলে Wikipedia-Click Hear এই লিঙ্ক-এ দেখতে পারেন। আপনার যদি আরও রেফারেন্স লাগে তাহলে বলবেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০

হোসেন মালিক বলেছেন: আচ্ছা ঠিক আছে

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: উনার সম্পর্কে তো বলাই হয়েছে ঐ পোস্টে যে পাকিস্তানের জাতীয় পশু হচ্ছে ছাগল এবং উনাদের জাতির পিতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ।

আর নতুন করে আর কি জানার আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.