![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফোন হাত থেকে নামাইয়া পাশে রাখিতে যাইব, এমন সময় সে আবারও সে সশব্দে জানাইয়া দিল, কল আসিয়াছে! এই অভাগাকে ফোনটোন বড্ড কেহ দ্যায় না। স্ক্রিন এ তাকাইয়া দেখি চারসংখ্যার একটটা নাম্বার ভাসিতেছে। মেজাজ খিচড়াইয়া গেলো।
ইশ।
কতদিন যে কোনো ললনার সুললিত কন্ঠ কর্ণকুহরে প্রবেশ করে নাহ!
যাইহোক, দুধ না থাকিলে তাহার স্বাদ ঘোলেই মেটাইতে হয়। ভাবিলাম, ললনায় ফোন দ্যায় না, ক্ষতি কি? আমাকে স্বয়ং বাংলালিংক অফিস হইতে ফোন দিয়েছে!
দেখি, ইহারা কি সন্দেশ শ্রবণ করায়!
ওমা, যেই রিসিভ করিয়াছি, এক কোকিলকন্ঠী আচমকা বলিয়া উঠিলো, প্রেম করিতে চান?
আমি ত চমতকৃত হইয়া বিছানায় উঠিয়া বসিলাম। রোমাঞ্চে শরীরের রোম শিহরিত হইয়া উঠিল! এমন কোকিলকন্ঠী ললনা, নিজেই কল করিয়া জানিতে চাহে প্রেম করিব কি না?
এত মেঘ না চাহিতে ছাতা সহ বৃষ্টি!
সাতপাচ ভাবিতেই আমারর কানে আসিল,
আর কত কান্দাইবারে বন্ধু, ছেড়ে যাইবা যদি....
ভ্যাবাচ্যাকায়িত আমাকে অধিকতর ভ্যাবাচ্যাকা করাইয়া দিয়া সেই ললনা বলিয়া চলিল, আপনি যদি প্রেম করিতে চান তবে ১ চাপুন আর শুনিতে থাকুন অসাধারণ সব রোমান্টিক গান মাত্র পাচ টাকা......
আমার আর সহ্য হইল না, অধিক কিছু বলিবার আগেইই তাহার কল কাটিয়া রাগে দু:খে ফোনটা ছুড়িয়া মারিলাম,
বালিশটার উপরে মাথা গুজিয়া ভাবিতে লাগিলাম,
কল ক্যান করিলা,
মিস্টি কথা ক্যান কইলা,
এমন করিবা যদি.....
২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১০
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: আপনার আফসোস সযত্নে তুলিয়া রাখিলাম, জনাব!
২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ২:১২
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললেগেছে
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৭
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: আপনার মন্তব্য এর জন্য ধন্যবাদ অগ্রজ!
৩| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১
হৃৎ কোমল বলেছেন: চরম লাগিয়াছে!
২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৮
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ সুহৃদ! পাশে থাকবেন!
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: এক বালতি আফসোস!