নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডা. অমিতাভ অরণ্য

ডা. অমিতাভ অরণ্য › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ-একঃ বাংলার প্রকৃতি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

অযান্ত্রিক বাংলার কিছু দৃশ্য।

স্থানঃ ছবিগুলা যশোরের ঝিকরগাছা থেকে তোলা।


চিত্র-১। আহা...... মন চায়, ছুটে যাই। থাকি হায়, ওই কুড়েঘরে!



চিত্র-২। ধ্যানী।


চিত্র-৪। সতত হে নদ, তুমি পড় মোর মনে। কবির কপোতাক্ষ!


চিত্র-৫। প্রকৃতি একদিন জেগে উঠবে হে মানব, গুড়িয়ে দেবে এ শহর। এ অন্যায় সইবে না সে।


চিত্র-৬। পাখিরা যা আপন কুলার মাঝে।


চিত্র-৭। নিঃসীম শুন্যতায় রহিব একাকী।

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:


ছবি গুলো কি আপনি তুলেছেন?

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: হ্যা সুহৃদ। অধমের অপটু হাতে তোলা এগুলো।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

মাকার মাহিতা বলেছেন: ওহ মাই গড...। এত সুন্দর ছবি...। এই ছবি গুলো কি আপনার নিদারুন শৈল্পিক হাত দিয়ে তোলা। ছবি গুলো আর কিছু না হোক, দেখলেই তো মন জুড়িয়ে যায়। এর পর আরও কিছু বলার ছিল কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না...!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: প্রকৃতির সহচর্যে যে কেউ উদ্বেলিত হবে। অসাধারণ সব দৃশ্যাবলী ক্যামেরাবন্দী করার লোভ সামলাতে পারলাম না। আশা করি আরো কিছু ছবি আপনাদফের দিতে পারব খুব তাড়াতাড়ি।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ সুহৃদ!

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

জুন বলেছেন: যশোর শহরের বাইরের প্রকৃতি সত্যি সুন্দর। সবুজ সতেজ বিস্তৃত ধানের ক্ষেত আর গাছের সমারোহ। বেড় গোবিন্দের হাওড়ে গিয়েছিলাম যেখানে নদীটি অশ্ব খুরাকৃতির আকার নিয়েছে। সেখানে গিয়ে তার রূপে মুগ্ধ হয়েছিলাম। আপনার ছবিগুলো দেখে খুব ভালোলাগলো।
+

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: মাঝে মাঝে যখন হাপিয়ে উঠি, প্রকৃতির মাঝে গেলেই খুজে পাই অনন্ত অনুপ্রেরণা। তাই মাঝে মাজে তাকে ক্যামেরায় তুলে রাখি। আশা করি সামনে আরো কিছু ছবি আপনাদের দিতে পারব! আপনার অনুভুতির জন্য ধন্যবাদ সুহৃদ!

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । +
বাংলাদেশ সবুজ দেশ । ঢাকা থেকে যখন উত্তরবঙ্গে যাই রাস্তার দুইপাশে সবুজের অপার সমারোহ। এখন অবশ্য জলাভূমিতে শাপলা ফুটে আছে । কি অপরূপ দেশ !!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১১

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: অযান্ত্রিক বাংলা আমাদের জন্য অপার সৌন্দর্যের হাতছানি নিয়ে অপেক্ষা করছে। সে এখন ও রুপসী বাংলা। অম্লান।

দক্ষিনবঙ্গে আপনার নিমন্ত্রণ রইল!

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

সুমন কর বলেছেন: পোস্ট ২বার এসেছে এবং ১নং ছবিটি দুইবার !! ঠিক করে নিয়েন।

সুন্দর পোস্ট !

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: অনিচ্ছাকৃত ভুল। আপনার প্রতি কৃতজ্ঞতা অনুভব করছি, সুহৃদ!

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩২

মাহফুজ নাজিম বলেছেন: দারু

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ সুহৃদ।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২২

রক্তিম দিগন্ত বলেছেন:


সবগুলো ছবিই চমৎকার হয়েছে। আকাশের মেঘগুলোকে সত্যিই তুলোর মত দেখাচ্ছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ, সুহৃদ। অসংখ্য ধন্যবাদ!

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

আরজু পনি বলেছেন:
বাহ ! দারুণ।
ছবিতে সিগনেচারই বলে দিচ্ছে আপনার তোলা সব ছবি।
অসাধারণ ছবি তোলার হাত আপনার।
যেই ডাক্তার এতো সুন্দর ছবি তুলতে পারেন তার কাছে গেলে রোগী নিশ্চয়ই কথা বলেই অর্ধেক সুস্থ হয়ে যায়।

শেষে কোন ক্যামেরায় তোলা এই তথ্যটা দিলে অনেকেরই জানার সুবিধেটা বেড়ে যেতো।

আপনার ডাক্তারী এবং ফটোগ্রাফি জীবনের জন্যে অনেক শুভকামনা রইল।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৪

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: আমি খুব ই সাধারন একজন ব্যক্তি। ডাক্তার বা ফটোগ্রাফার হওয়ার আগে একজন মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি। আমার সামুলাইফের সবচেয়ে মুল্যবান কমেন্ট করারা জন্য অকৃত্তিম শুভেচ্ছা, সুহৃদ!

ছবিগুলা ক্যানন ৭০০ ডি তে কিট লেন্সে তোলা!

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

আলি জুয়েল বলেছেন: সুন্দর!

চিত্র-৬। পাখিরা যা আপন কুলার মাঝে। এখানে ’কুলা’ মানে কি পাখির বাসা?

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: যতদুর জানি, কুলা মানে বাসা বা নীড়। শুভকামনা!

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: আমি কিন্তু ঝিকরগাছার ছেলে

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলা অনেক সুন্দর হইছে। আর হ্যা আপনার সাথে একদিন দেখা করার ইচ্ছা রইল। আর এক সাথে চা খাওয়ার ইচ্ছাও। ফোন নংটা দিয়েন এবার বাসায় আসলে দেখা করব। আমি গোপাগন্জে জব করি

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: বন্ধুত্বের আহবান রইল, সুহৃদ। আশা করি দেখা হবে!

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: সত্যি অনেক সুন্দর আমাদের এই প্রকৃতি, অনেক অনেক সুন্দর আমাদের এই লাল সবুজের বাংলাদেশ। সুন্দর ছবির জন্য ধন্যবাদ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৬

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: আপনাদের প্রতিটি মন্তব্য নতুয়ন করে সাহস যোগায়! ধন্যবাদ সুহৃদ!

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুবই সুন্দর ভাই, মন চায় এরকম জায়গায় সারাটা জীবন পার করে দেই, কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর! :|

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৪

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: বাস্তবতা অনেক নিষ্ঠুর। চাইলেই সব করতে পারি না আমরা! ধন্যবাদ সুহৃদ!

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

আনিকা সালসাবিল নীলাঞ্জনা বলেছেন: ছবিগুলো খুবই সুন্দর

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ, সহৃদ!

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৬

সাদা মনের মানুষ বলেছেন: শরতের আকাশ, সুন্দর ছবি ব্লগ.....ভালোলাগা অবিরাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.