নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডা. অমিতাভ অরণ্য

ডা. অমিতাভ অরণ্য › বিস্তারিত পোস্টঃ

সৈয়দ শামসুল হক , ডোন্ট মাইন্ড প্লিইইইজ...........

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯



সৈয়দ শামসুল হকের গ্রন্থগুলির নাম দেখছিলাম,
ব্যাপক কৌতুহ উদ্দীপক নামগুলা হঠাত নিজেদের ভেতর জড়াজড়ি বাধাইয়া দিল।
কবিতা গিয়ে উঠলো প্রবন্ধের ঘাড়ে; ওদিকে উপন্যাস গিয়ে নাটকের ঠ্যাং ধরলো।
তাদের মাখামাখির তে আমার তো ত্রাহি মধুসূদন অবস্থা।
অনেক কস্টে তাদের মিমাংসা করিলাম বটে কিন্তু তাহারা কেহ ই পুর্বের যায়গায় ফেরত যাইতে চাহিল না, অগত্যা ঘার ধরিয়া তাহাদিগিকে সামু তে পাঠাইয়া দিলাম ...............

একদা এক রাজ্যে ‘প্রাচীন বংশের নিঃস্ব সন্তান’ নুরুলদিন ‘শীতবিকেল’ এ ‘তাস’ খেলতে খেলতে ভাবিলো ‘বনবালা কিছু টাকা ধার নিয়েছিল’। ‘নাভিমুলে ভস্মাধার’ রেখে রাজার ‘নারীগন’ তাহাতে নাকি ‘রক্তগোলাপের’ চাষ করিবে।

‘এক আশ্চর্য সংগমের স্মৃতি’ লইয়া 'তোরাপের ভাই’ অনু ‘কয়েকটি মানুষের সোনালী যৌবন’ এর উপর তাহার ‘রাজনৈতিক কবিতা’ লিখিতেছিল।
‘হৃৎ কলমের টানে’ টানে ‘সীমান্তের সিংহাসন’ নিয়ে ‘শ্রাবন রাজা’র ‘এক মুঠো জন্মভূমি’র জন্য তাহার ‘বুকঝিম ভালোবাসা’ নিদারুণ ভাষায় ফুটিয়ে তুলছিল’।
....................‘বৈশাখে রচিত পংক্তিমালা’ তখন নির্বাসিতা।

‘রাজার সুন্দরী’ ‘নারীগন’ তখন ‘হডসনের বন্দুক'বাজীতে ক্লান্ত হয়ে গালে-‘মুখে’ পানি দিচ্ছিল। একটু পর আবার পরাণ মাস্টার আর নুরুলদিন আসবে।

এমন সময় হঠাত ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’!!!
কার?..... 'নারীগণ' সমস্বরে বলিয়া উঠিল।
একজন চিৎকার করিয়া বলিয়া উঠিল, ‘নুরুলদিনের পায়ের আওয়াজ পাওয়া যায়’ যে!
অপরে কহিল, নাহ... পরাণ মাস্টার ই।

কিন্তু গতরাতে ‘এক মহিলার ছবি’ দেখে ‘স্বপ্ন সংক্রান্ত’ জটিলতায় পৃথিবীর ‘সীমানা ছাড়িয়ে’ ‘মহাশুন্যে পরাণ মাস্টার’ নাকি ‘দ্বিতীয় দিনের কাহিনী’ করিয়া ‘বালিকার চন্দ্রাভিযান’ করাইয়াছে। তাহাতে নাকি ‘মেঘ ও মেশিন’ দুই ই সমানে চলিয়াছে। ইহাতে ‘আনন্দের মৃত্যু’ না ঘটিলেও অজস্র জীবন ধ্বংস হইয়াছে।
আজ কি এর পারিবে...........?

সে একান্ত ‘নিজস্ব বিষয়’.........কেউ বলিল।
‘খেলারাম রাম খেলে যা’বে এ এর নতুন কি?............এক জন ফোড়ন কাটিল।
শুধু ‘অপর পুরুষেরা’ সারাজীবন ‘জলেশ্বরীর গল্পগুলো’ শুনিয়া জল ফেলি............ কেউ যেন হো হো করিয়া হাসিয়া উঠিল।

বনবালা এখন জলেশ্বেরী। সে কিছু বলিল না।
‘এক যুবকের ছায়াপথ’ থেকে ঝরে পড়া ‘অন্য এক আলিঙ্গন’ কেবল ‘পরাণের গহীন ভিতর’ কেবল ই বাজিয়া উঠিতে লাগিল ......

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

শরতের ছবি বলেছেন:


ভাল লেগেছে ।এমন ব্যক্তিত্ব কে নিয়ে লেখা পেলে গোগ্রাসে গিলে ফেলি ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: ধন্যবাদ সহৃদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.