![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ রাতে ট্রাম্প কার্ড খেলিয়া বুড়ো ভাম ডিজে ট্রাম্প(Donald J. Trump) মেলানিয়া ট্রাম্ম্পের সরু কোমর জড়াইয়া ধইরা ব্রেকড্যান্স মারিতেছিল!
চক্ষু মুদিয়া মুচকি হাসিয়া নিজেকে বলিতেছিল, মাম্মা, জুয়ার ব্যবসায় যে মাল লালে লাল হইসে, তারে ওই ভুলভাল হিলারি হারাবে!!!!
মু হা হা হা!!
কেমন খেল দেখালাম! হুহু.........এই না হলে আমি ট্রাম্প!
এমন সময় মেসেঞ্জারের টুংটাং শব্দে তাহার ঘোর ভাংগিল,
তাহার একান্ত পারসোনাল নাম্বারে একটি মেসেজ আসিয়াছে,
ট্রাম্প ব্যস্তসমস্ত হইয়া ফোন অন করিল,
সেখানে কি এক হিজিবিজি ভাষায় কি সব লেখা।
ইহা তাহার গোপনীয় একাউন্ট, সুতরাং নিশ্চয় গোপনীয় কিছু হইবে। দ্রুত গুগ্ল ট্রান্সলেটরের দ্বারস্ত হল ট্রাম্প।
দুস্টু মেক্সিকানেরা নিশ্চয় তার মহান আমেরিকার ভেতর ঢোকার চেস্টা করছে!
এর মধ্যে ক্লিং করিয়া ট্রন্সলেটর ফলাফল হাজির করিল,
সেখানে লেখা ছিল.............................
সুখবর! সুখবর! সুখবর!
দারুন সুখবর...........
হ্যা মিঃ ট্রাম্প, শুধুমাত্র আপনার জন্যই!
হোয়াইট হাউজে প্রবেশ উপলক্ষ্যে আপনার জন্য দারুন এক অফার!
এখন আপনি পাচ্ছেন তিনশ টাকার এনার্জি লাইট মাত্র একশ টাকায়! শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য..................।
বিদ্র এতদিন যারা ফেসবুকে ট্রাম্প দাদুরে তিনশ টাকার এনার্জি লাইট কোম্পানির প্রচারের জন্য মাত্র একশ টাকায় বিক্রয় করিয়াছ তাহারা আইক্কা অলা বাশের জন্য রেডি হও!)
১২ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১২
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: হ্যা ভাইয়া! বইপোকাদের গল কবিতা গ্রুপেআছি। আমার ফেসবুক আইডি অমিতাভ অরণ্য। এই নামেই লেখাটা পোস্ট করেছিলাম।
২| ১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: গল্পটা আরো বড় হলে বেশি ভালোলাগতো।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৬
হাবিব শুভ বলেছেন: ফেইসবুকে পোকাদের গল্প কবিতা গ্রুপে আপনি আছেন ??? পোস্ট টি সেখানে পড়েছি