নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন করে জন্ম নিতে ইচ্ছা করে।

আমিভূত

কৃত্রিমতা বর্জিত মানবী যেন এযুগের নিকৃষ্ট অভিশাপ!!

আমিভূত › বিস্তারিত পোস্টঃ

ভালোলাগা গুলো শুধুই কবিতায় বিস্ফোরণ !

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৬



কবে যে তোমায় ভালবেসেছিলাম বুঝতে পারিনি

একটা সময় পর বুঝলাম তোমাকেই আমার চাই,

হাতের কাছে যাই পেয়েছি তার অজুহাতেই তোমাকে ডেকেছি

তোমার প্রতীক্ষায় রাতদিন না ঘুমিয়ে ফিরেছি।



যে রাস্তায় তোমার পথচলা সে রাস্তায় হাঁটতে না পারলেও খুঁড়িয়ে চলেছি,

যে গান গলায় সাধা যায় না তাও আনমনে গাইতে গাইতে নেচেছি,

সে দিন সবাই হাসি ফুর্তি করতে ব্যস্ত সেদিনও আনমনে তোমাকেই ভেবেছি।



আমার ভালোলাগা গুলো উহ্য রেখে তোমার সাথে আমার কথোপকথন,

তোমার দেয়া কিছু নেই তবু তোমাকেই করেছি এ হৃদয়ে যতন।

আমার ভালোলাগা গুলো শুধুই কবিতায় বিস্ফোরণ!

আবেগ আর আকুতিই থাকুক সারাজীবন ।

মন্তব্য ৫৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর বিস্ফোরন +++

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর +

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

আমিভূত বলেছেন: ধন্যবাদ ।
শুভ কামনা।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছেন

দৃষ্টিপাত


বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।


: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়



কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ

আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।




আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।

বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।



ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।

গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।

***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন

ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

আমিভূত বলেছেন: ধন্যবাদ ।
সবাই সচেতন হলে আমাদের এভাবে বিচার চাইতে হবে না।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: হাহাহহা সুন্দর

সেইম পাইলাম

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

আমিভূত বলেছেন: ধন্যবাদ ।
আমিও লজ্জিত :!>

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

নীলফরিং বলেছেন:


অসাধারণ উপায়ে খুব সরল শব্দ সমন্বয়ে আপন মানুষের কাছে নিজের অনুভূতির সুন্দর প্রকাশ।

বলতে জানতে হয়; চাইতেও জানতে হয়। ডাকতে হয় নিবিড়ভাবে। তবেই না অনেক কাঠ খড় পুড়িয়ে অবশেষে মূহুর্তের জন্য হলেও তাকে একান্ত করে পাওয়া যায়।

জীবন বড়ই অদ্ভুত। খুব কাছে ও কেউ চেনা মানুষ; আর বহুদূরে থেকেও কেউ আপন মানুষ হয়। প্রকৃতির এ লীলাখেলার খেয়াল শুধু প্রকৃতিই জানে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

আমিভূত বলেছেন: আমি লজ্জিত হলাম আপনার এত সুন্দর মন্তব্য পেয়ে।
ধন্যবাদ ।
"জীবন বড়ই অদ্ভুত। খুব কাছে ও কেউ চেনা মানুষ; আর বহুদূরে থেকেও কেউ আপন মানুষ হয়। প্রকৃতির এ লীলাখেলার খেয়াল শুধু প্রকৃতিই জানে।"
ভালো লাগলো ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আবেগের সুন্দর প্রকাশ +

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

আমিভূত বলেছেন: ধন্যবাদ ,শুভ কামনা সবসময় ।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

মেংগো পিপোল বলেছেন: ভোর রাতে ঘুম ভেংয়ে, রাত জাগা পাখিদের সাথে সুর তুলি-
তোমাকে চাই ফার্সট এন্ড লাষ্ট

তারাদের আকাশে নিঝুম রাতে স্বপ্ন ভেংয়ে তোমার হাতের পরশ
পেয়, আমার মনের ভেতের চলে তোমার সর্বনাশ।


চারটা লাইন ভুতকে উৎসর্গ করলাম।
আপনার লেখা ভালো হেয়েছে।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫

আমিভূত বলেছেন: ধন্য হলাম মেংগো ভাই ।
সত্যি কি তার মনের ভেতরে কোনদিন আমার সর্বনাশ দেখতে পাব?!

ধন্যবাদ ,অনেক অনেক ভালো থাকুন ।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

নীলঞ্জন বলেছেন:
অনেক ভালোলাগা ভূত।+++

শুভ কামনা।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭

আমিভূত বলেছেন: ধন্যবাদ ভাই।
আপনার জন্যও শুভ কামনা ।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! চমৎকার। বেশ ভালো লাগল।

বিস্ফোরণ এর ধাক্কায় আহত ভূত।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

আমিভূত বলেছেন: ধন্যবাদ ।বিস্ফোরণ ঘটাতে চেয়েছিলাম অনুভূতির কবিতা দিয়ে ! কিন্তু নাহ পারলাম না ।
ভালো থাকবেন ।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কে বলেছেন পারেন নি, খুব পেরেছেন। :) আবেগী অনুভূতির বিস্ফোরণ ঠিকই হয়েছে। শুভ কামনা রইল। :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

আমিভূত বলেছেন: হয়তো ! ভালো থাকবেন ।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভুতের লিখা চমৎকার কাব্য । :P

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

আমিভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ লিটু ভাই :)
আমার ভাইয়ের নাম লিটন তাকে লিটু ডাকি আপনাকেও সেভাবেই ডাকলাম ,ভালো থাকবেন ।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

গ্রাম্যবালিকা বলেছেন: খুব সুন্দর হয়েছে! কবিতায় ভালোলাগা। :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ আপু, আপনার সবগুলো কাব্যই অসাধারণ হয় ,শুভ কামনা ।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৭

ফারাহ দিবা জামান বলেছেন: যে রাস্তায় তোমার পথচলা সে রাস্তায় হাঁটতে না পারলেও খুঁড়িয়ে চলেছি,===================

আহা! প্রেম!

এমনই হয়ত।
কবিতার আবেগময় হয়েছে।
ভালো থেকো ভুত আপি।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

আমিভূত বলেছেন: হুম আপু চেষ্টা করলাম প্রেমকে বাইরে বের করে আনার !

আপনিও ভালো থাকবেন ।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

সালমাহ্যাপী বলেছেন: অনেক সুন্দর হয়েছে !!


ভালো লাগা

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

আমিভূত বলেছেন: ধন্যবাদ আপু ,শুভ কামনা ।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

একজন আরমান বলেছেন:
কবে যে তোমায় ভালবেসেছিলাম বুঝতে পারিনি
একটা সময় পর বুঝলাম তোমাকেই আমার চাই,
হাতের কাছে যাই পেয়েছি তার অজুহাতেই তোমাকে ডেকেছি
তোমার প্রতীক্ষায় রাতদিন না ঘুমিয়ে ফিরেছি।

অসাধারণ।

আমার মনের অনেক কথাই এই কবিতায় আছে।
আচ্ছা সবার ভালোবাসার আকুতিগুলো কি একই রকম হয়?

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫২

আমিভূত বলেছেন: হ্যাঁরে ভাই ,সবার ভালোলাগার অনুভূতি আর ভালোবাসার আকুতি একইরকম শুধু প্রকাশ ভঙ্গী টাই ভিন্ন :)

ধন্যবাদ আপনাকে কবিতা পড়ার জন্য । ভালো থাকবেন সবসময়।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯

মাছিমারা কেরাণী বলেছেন: কবিতা মোটামুটি হয়েছে। ঠিকঠাক মত হয়নি মনে হয়। যাইহোক - চেষ্টা চালিয়ে যান।

একটা কথা জিজ্ঞেস করি - আপনি কি ভূত???

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

আমিভূত বলেছেন: যাক বাবা বাঁচলাম :P
সবার কবিতায় যেভাবে ভুল ধরেছেন আমারটাতে তেমন পান নি :)
ধন্যবাদ ।
আমিভূত ;) B-)

১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

প্রিয়তমেষূ বলেছেন: কবে যে তোমায় ভালবেসেছিলাম বুঝতে পারিনি
একটা সময় পর বুঝলাম তোমাকেই আমার চাই,
হাতের কাছে যাই পেয়েছি তার অজুহাতেই তোমাকে ডেকেছি।

++++

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

আমিভূত বলেছেন: ধন্যবাদ প্রিয়তমেষূ আপু :)
ভালো থাকবেন ।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

প্রিন্স হেক্টর বলেছেন: আপনে রাসেল ভাইয়ের কাছ থেইকা দুরে থাকবেন।

নইলে বিপদ হতে পারে। সাবধান করে দিরাম।


কবিতা জোস, ছবিটা আরো জোস :) +

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

আমিভূত বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।
রাসেল ভাই কে ?

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

জনি_ইংলিশ বলেছেন:
সরি ভাই, আমি কবিতা তেমন বুঝি না। তাই মন্তব্য করলাম না।

আমি এখানে এসেছি সুধু এক "ছাগলের" তিরিং বিরিং নাচোন দেখতে। তার নামে গত ১৫ মিনিটে ১০+ রিপোর্ট আসছে। দেখি ছাগলটা'কে বুঝিয়ে শুনিয়ে খোয়াড়ে নিতে পারি কিনা।

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

আমিভূত বলেছেন: ধন্যবাদ ।

২০| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

প্রিন্স হেক্টর বলেছেন: @জনি_ইংলিশ, ছাগলটা খোয়ারে যাবে না, কুরবানি হবে।

২১| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা @ভূত ।
+++++++++++ সুন্দর লিখেছেন :)

কেমন আছেন ?

আমার সাময়িক পোষ্টে আপনার মন্তব্যের উত্তরেঃ আচ্ছা , দিবো ।
কেমন আছেন ?

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

আমিভূত বলেছেন: ধন্যবাদ পূর্ণ ভাই ,আছি আলহামদুলিল্লাহ্‌ ভালো ।আশা করছি আপনিও ভালো আছেন ।

আপনার নতুন পোস্টের জন্য মুখিয়ে রইলাম :)

২২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

মেহেরুন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম আপুনি। অসাধারন :)

আমি কবিতা লিখতে পারি না। তাই যারা পারে তাদের ভালো লাগে :) +++++

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

আমিভূত বলেছেন: ধন্যবাদ নববিবাহিত বধূ ;)

শুভ কামনা ,যে বাঁধনে নিজেকে জড়িয়েছেন তাতে কবিতা আনমনেই বের হবে :) শুভ কামনা ।

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

প্রিন্স হেক্টর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।
রাসেল ভাই কে ?


হায় খোদা!! রাসেল ভাইরে চিনেন না? :|| B:-) B:-) B:-)


ভুত এফ এম শুনেন তো? ;) ;)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

আমিভূত বলেছেন: জী নাহ এফ এম শুনি না হয়ত তাই রাসেল ভাইকে চিনি না ।
ধন্যবাদ আবারও ।

২৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

প্রিন্স হেক্টর বলেছেন: কি কন ভাই? ভূত এফ এম শুনেন না? B:-) B:-)

শুক্রবার রাত ১১:৫৯ মিনিটে রেডিও ফুর্তি টিউন কইরেন।

আমার ভালই লাগে :)

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

আমিভূত বলেছেন: ও ভূত এফ এম ? ভূতের গল্প বলে সেই ব্যাটা !! X((
নিজেগো গল্প শুইনা লাভ নাই |-)
মানুষের ঘাড় মটকাইতে ভালা পাই :-B ;) B-))

২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

অদৃশ্য বলেছেন:



এইসব বিষ্ফোরনের উত্তাপ ছড়িয়ে পড়ুক....প্রতিটি অংশ হয়ে যাক ভালোবাসার কাঙাল.... খুঁজে ফিরুক প্রিয়জন...

ভালোলাগা জানিয়ে গেলাম...

শুভকামনা...

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০

আমিভূত বলেছেন: ধন্যবাদ ভাই ,আপনার জন্যও শুভকামনা রইল ।

২৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর :) ||

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

আমিভূত বলেছেন: ধন্যবাদ মুন ভাই ।

২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

রাইসুল নয়ন বলেছেন: কবে যে তোমায় ভালবেসেছিলাম বুঝতে পারিনি
একটা সময় পর বুঝলাম তোমাকেই আমার চাই,
হাতের কাছে যাই পেয়েছি তার অজুহাতেই তোমাকে ডেকেছি
তোমার প্রতীক্ষায় রাতদিন না ঘুমিয়ে ফিরেছি।


প্রচণ্ড ক্ষুধায় মাঝরাতে ঘুম ভেঙ্গে যাওয়ার যন্ত্রণা,
তোমার বোঝার কথা না !
অভিমানে রাতে না খেয়ে ঘুমাওনি কোনও কালে-
সাইফ হাসনাত

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

আমিভূত বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ।

সাইফ হাসনাত কে ? আমি চিনি না উনি কি কবি ?

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২২

ভিয়েনাস বলেছেন: কয়েকটি সহজ সরল শব্দের আঁচড়ে কি সুন্দরভাবে আবেগের প্রকাশ ঘটেছে :) খুব ভালো লাগলো।

শুভ কামনা সব সময়ের জন্য

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

আমিভূত বলেছেন: ধন্যবাদ ।আপনার জন্যও শুভকামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.