নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন করে জন্ম নিতে ইচ্ছা করে।

আমিভূত

কৃত্রিমতা বর্জিত মানবী যেন এযুগের নিকৃষ্ট অভিশাপ!!

আমিভূত › বিস্তারিত পোস্টঃ

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

ব্লগে কিছু লিখতে ইচ্ছে হচ্ছে কিন্তু মনে কিছু স্থির হয়ে আসছে না ,তাই আমার ভালোলাগার একটি গান এর লিরিক্স সাথে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম ।মন চাইলে শুনে দেখতে পারেন ।





তোমার খোলা হাওয়া ,তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ...তোমার খোলা হাওয়া !

টুকরো করে কাচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ।

তোমার খোলা হাওয়া ,তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ...তোমার খোলা হাওয়া !



সকাল আমার গেল মিছে ,বিকেল যে যায় তারই পিছে গো (২)

রেখো না আর বেঁধো না আর ফুলের কাছা কাছি আমি ডুবতে রাজি আছি

আমি ডুবতে রাজি আছি তোমার তোমার খোলা হাওয়া ,তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ...তোমার খোলা হাওয়া !



মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা

ঢেউ গুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা (২)

ঝড়কে আমি করব মিতে ডরবো না তার ভ্রুকুটিতে (২)

দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি

তোমার খোলা হাওয়া ,তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ...তোমার খোলা হাওয়া !

টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি ,আমি ডুবতে রাজি আছি ।

তোমার খোলা হাওয়া ,তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ...তোমার খোলা হাওয়া !




তোমার খোলা হাওয়া



তোমার খোলা



শিল্পী শাহনাজ বাজপেয়ীর আরও কিছু ভালো লাগা গানের লিঙ্ক এক সাথে :)

শাহনাজ বাজপেয়ী



গানের সাথে মিল না থাকলেও এই ছবির মেয়েটির মনের সাথে এখন আমার মনের অনেক মিল ,মনে হচ্ছে গানের মেয়েটি আর ছবির মেয়েটি এক তাই এই ছবিই দিলাম :P



মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

মাক্স বলেছেন: ডাউনলোড করা লাগলো না!!!

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আমিভূত বলেছেন: কেন ভাল্লাগে নাই গানটা ?নাকি আগে থেকেই আছে পিসি তে ?

২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

মাক্স বলেছেন: ডাউনলোড করা লাগলো না!!!

ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

আমিভূত বলেছেন: কেন ভাল্লাগে নাই গানটা ?নাকি আগে থেকেই আছে পিসি তে ?

৩| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২২

আশিক মাসুম বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

মাক্স বলেছেন: ডাউনলোড করা লাগলো না!!!

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আমিভূত বলেছেন: ভাই লুপে পইড়া গেলেন তো :P বাইর হন গানটা হুনেন B-)

৪| ০৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৭

আমি-টর্নেডো বলেছেন: তোমার খোলা হাওয়া ,তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ...তোমার খোলা হাওয়া !
টুকরো করে কাচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়া ,তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ...তোমার খোলা হাওয়া !

সকাল আমার গেল মিছে ,বিকেল যে যায় তারই পিছে গো (২)
রেখো না আর বেঁধো না আর ফুলের কাছা কাছি আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি তোমার তোমার খোলা হাওয়া ,তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ...তোমার খোলা হাওয়া !

মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা
ঢেউ গুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা (২)
ঝড়কে আমি করব মিতে ডরবো না তার ভ্রুকুটিতে (২)
দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া ,তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ...তোমার খোলা হাওয়া !
টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি ,আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়া ,তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ...তোমার খোলা হাওয়া !


আমার প্রিয় গান ;)

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

আমিভূত বলেছেন: এতোক্ষনে একজনরে পাইলাম যার গানটা ভাল্লাগে :)

আসেন সারাদিন গানটা শুনি ;)

৫| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

আমিনুর রহমান বলেছেন: আশিক মাসুম বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

মাক্স বলেছেন: ডাউনলোড করা লাগলো না!!!

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

আমিভূত বলেছেন: খাইসে আমিনুর ভাই আপনিও লুপে পইড়া গেলেন তো :P বাইর হন গানটা হুনেন B-)

৬| ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

সায়েম মুন বলেছেন: থ্যাঙ্কস। গানের লিরিকটা সুন্দর। সময় করে ডাউনলোড করে শুনবো।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

আমিভূত বলেছেন: হুম প্রায়ই শুনি কিন্তু লিরিক্সটা খেয়াল করি নি গতকাল মাথায় ঢুকে গেছে আজও বের হচ্ছে না শুনতেই আছি :D

৭| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

একজন আরমান বলেছেন:
এই গানটা কোন এক বিশেষ কারণে আমার খুব প্রিয়।

আর এই গানের লিরিক এর কারণে গুরু আমার খুব প্রিয়।

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আমিভূত বলেছেন: :) এইত ভালা একজন মানুষ পাইলাম আরমান ভাই দি গ্রেট :)

আর এই গানের লিরিক এর কারণে গুরু আমার খুব প্রিয়।
আমারও :)

৮| ০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

shfikul বলেছেন: +++

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আমিভূত বলেছেন: ধন্যবাদ ভাই ।

৯| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৫

অদ্বিতীয়া আমি বলেছেন: গান টা আমারও খুব প্রিয় ।++++++

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৯

আমিভূত বলেছেন: লাগবেই তো ভালো লাগার মত গান তাই না ? :)
ভালো থাকুন ।

১০| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৬

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন: এইত ভালা একজন মানুষ পাইলাম আরমান ভাই দি গ্রেট

হঠাৎ এই কথা বলার কারণ ! B:-) B:-) B:-)

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০০

আমিভূত বলেছেন: মানুষের প্রশংসা করাটা কি অন্যায় ভ্রাতা ? আমি প্রশংসা করলাম ।
ভালো থাকবেন ।

১১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৭

একজন আরমান বলেছেন:
ওহ শান ও গেয়েছে এই গানটা। শুনেছেন?

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০০

আমিভূত বলেছেন: শুনি নি তো ,লিঙ্ক আছে থাকলে দেন ,শানরে ভালা পাই :P :#>

১২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৯

মাক্স বলেছেন: ডাউনলোড করা লাগে নাই কারণ গানটা আগে থেকেই ছিল! :P

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০১

আমিভূত বলেছেন: :) ওকে এবার মনোযোগ দিয়ে গানটি শুনুন ।

১৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ২:২৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

শাহনাজ বাজপায়ীর গান ভালা পাই।

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৩

আমিভূত বলেছেন: আমিও ভালা পাই তার গানে কি যেন আছে রবীন্দ্র সংগীত শুনলেও মনে হয় ভিন্ন স্বাদের কোন গান শুনছি ।

ভালো থাকবেন ।

১৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

একজন আরমান বলেছেন:
হা হা।
আমি গুরুজিরে ভালা পাই। তাই ওনার গান যার গলায় ই হোক না কেন শুনি। আমাদের আবিদও ভালো রবীন্দ্র সঙ্গীত গাইতো।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৮

আমিভূত বলেছেন: আবিদ তো আমাদের অল্পদিনের খুঁজে পাওয়া রত্ন ,আল্লাহ্‌ যেন তাকে শান্তিতে রাখেন ।

শাণের গানটা ভালোই তো লাগছে ,লিঙ্কের জন্য ধইন্না :)

১৫| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

আমিভূত বলেছেন: কে কি করলো তা আমার ব্লগে লিঙ্ক দিচ্ছেন কেন ?
ভালো থাকুন ।

১৬| ১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১০

ভূতাত্মা বলেছেন: এই ভূত এই..... :#>

গানটা আমার অনেক পছন্দের কিন্তু, হম্ম!!!! :!>

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৯

আমিভূত বলেছেন: টুকরো করে কাচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়া ,তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে ...তোমার খোলা হাওয়া !


গানটা আমারও খুব পছন্দের ভূতকূলের মাঝে অনেক মিল :#> :!>

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

নীল সঞ্চিতা বলেছেন: খুব বেশি পছন্দের গান..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.