নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দহন কাব্য

বোধের জায়গায় অবোধের বসবাস ....

অমৃত সুধা

বোধের জায়গায় অবোধের বসবাস ....

অমৃত সুধা › বিস্তারিত পোস্টঃ

নীল চিঠি

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

কবিতা: তাইমুর হাসান শুভ



আমি তোমাকে ভালবাসলাম এক পবিত্র সকালে

উপলব্ধি করলাম মনের বাধঁ ভেঙ্গে গেছে

এরপর শুধু তোমার অপেক্ষা-

তুমিই আমাকে প্রথম চিঠি দিয়েছিলে নীল খামে

বলেছিলে নীল রং তোমার ভীষন প্রিয়

আমি বলেছিলাম আমারও তাই-

তোমার চিঠিটি ছিল খুব কাব্যিক

পড়ে হয়েছি মুগ্ধ আর ভালবাসায়-সিক্ত

আমি কিন্তু তোমাকে নীল খামে চিঠি দেইনি

আমার চিঠির খামটি ছিল শুভ্র সাদা

পবিত্রতার রং দিয়ে মোড়া ছিল চিঠিটি

এই ছিল তোমার আমার ভালবাসার শুরূ|



এরপর-

দিন কেটে যায়, বহু বছর পর

তোমার ভালবাসায় পড়লো মরচে

কারন তুমি জানলে আমি ছাড়াও তোমার জন্য

অপেক্ষা করে অনেক মানুষ

তুমি তাদেরও ভালবাসায় মুগ্ধ হয়ে

ভালবাসলে নতুন করে

এখন আর তুমি আমাকে ভালবাসনা, তারপরও

তোমার দেয়া নীল চিঠির খামটি আজও রেখেছি সযতনে

এখন তোমার মতো নীল খামটি আমায় আর ভালবাসেনা

আমায় কষ্ট দেয়, পোড়ায় প্রতিনিয়ত

আমার ভালবাসায় তুমি পেয়েছিলে পূর্ণতা

আর আমি, আজ নি:স্ব, পেয়েছি শূন্যতা।আমি তোমাকে ভালবাসলাম এক পবিত্র সকালে

উপলব্ধি করলাম মনের বাধঁ ভেঙ্গে গেছে

এরপর শুধু তোমার অপেক্ষা-

তুমিই আমাকে প্রথম চিঠি দিয়েছিলে নীল খামে

বলেছিলে নীল রং তোমার ভীষন প্রিয়

আমি বলেছিলাম আমারও তাই-

তোমার চিঠিটি ছিল খুব কাব্যিক

পড়ে হয়েছি মুগ্ধ আর ভালবাসায়-সিক্ত

আমি কিন্তু তোমাকে নীল খামে চিঠি দেইনি

আমার চিঠির খামটি ছিল শুভ্র সাদা

পবিত্রতার রং দিয়ে মোড়া ছিল চিঠিটি

এই ছিল তোমার আমার ভালবাসার শুরূ|



এরপর-

দিন কেটে যায়, বহু বছর পর

তোমার ভালবাসায় পড়লো মরচে

কারন তুমি জানলে আমি ছাড়াও তোমার জন্য

অপেক্ষা করে অনেক মানুষ

তুমি তাদেরও ভালবাসায় মুগ্ধ হয়ে

ভালবাসলে নতুন করে

এখন আর তুমি আমাকে ভালবাসনা, তারপরও

তোমার দেয়া নীল চিঠির খামটি আজও রেখেছি সযতনে

এখন তোমার মতো নীল খামটি আমায় আর ভালবাসেনা

আমায় কষ্ট দেয়, পোড়ায় প্রতিনিয়ত

আমার ভালবাসায় তুমি পেয়েছিলে পূর্ণতা

আর আমি, আজ নি:স্ব, পেয়েছি শূন্যতা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

অমৃত সুধা বলেছেন: ২০০৯ সালে লেখা পুরনো একটা কবিতা। আবার পোষ্ট দিলাম।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

ফারজানা শিরিন বলেছেন: :( :( :(

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

আমি বাঁধনহারা বলেছেন:





আপনার কবিতার ভাবালম্বনে:
আপনার জন্য আমার কবিতা:


ফাগুনের এক শুভ্র সকালে
তুমি দিয়েছিলে একটি পত্র।
সেদিন থেকে তোমার কথা
ভাবি আমি একাকি দিবারাত্র।

এর পর থেকে যেদিকে তাকাই
দেখি তোমার ছবি।
তোমার উষ্ণ প্রেমের পরশে
আমি হলাম কবি।
দিনের পর দিন:
দু'জনের হলো অনেক কথা।
তুমি প্রাতজ্ঞা করলে:
আমাকে দেবে না কভু ব্যথা।

তারপর কেটে গেল বহু বছর
তুমি আমাকে ভুলে হলে পর।
তুমি আমার প্রেমকে কুলষিত করে'
চলে গেলে অন্যের ঘর।

এখনো নিশীথ শর্বরী
তোমার চিঠিটি পড়ি।
কিন্তু তুমি আর আস না
আমাকে ভালোবাস না!
সখি,তোমার বিহনে এ মনে শুধু শূন্যতা
তুমি ছাড়া এ জীবনে আসবে না পূর্ণতা!!!


খুব ভালো লাগল
মন ছুঁয়ে গেল।
++++++++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

অমৃত সুধা বলেছেন: ধন্যবাদ বাধন হারা এবং শিরিন কে। ভাল থাকবেন, আশা করি সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.