নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃত ব্যক্তির কোন অভিব্যাক্তি থাকতে নেই। স্বপ্নেরা নিছে ছুটি, আমি রয়ে গেছি দেহ টা বয়ে বেড়াতে।
আষ্টেপৃষ্টে যে প্রেম গেথে আছে হৃদয়ে,
নিয়মের মধ্যে যতই পড়ুক,
বা অচেনা কপতির সাথে সংসার পাতুক ,
আমৃত্যু সে ভুলিতে নাহি পারে সেই প্রণয়।
প্রেম যদি শিশিরের মত ক্ষণস্থায়ী
বাস্পের মত মিলিয়ে যায় হাওয়ায়
তাহলে সে ভালোবাসা আটকে যেত শুধুই কায়ায়।
দ্বীর্ঘশ্বাস হত ব্যথিত হৃদয়ের বহিঃপ্রকাশ
ভালোবাসার অভিব্যক্তি ভয়বিস্ময়াদি।
ফিরে ফিরে আসে অনুরাগ
প্রত্যাশায় কাটে প্রেমিকের চিত্ত
যতই হোক বেদনাপূর্ণ প্রাক্তনের মিলন।
আক্ষেপ, জিগ্যাসা, অভিযোগে ভরা সে বাৎচিত
ক্ষণকালে অন্ত যায় বরাদ্ধকৃত মুহুর্ত।
অনন্তকালের অপেক্ষার সমাধান হবে না অবিনাশীতেও ।
তবুও প্রেমিকের নিবিষ্ট দৃষ্টিসীমা থাকে অপ্রত্যাশিত প্রণয়ে।
২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৮
মিজানুর রহমান এএমএস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২১
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার