নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একে একে সব স্বপ্ন মাটি দিয়ে এখন প্রহর গুনছি দেহটা কবে আমাকে মুক্তি দেবে।

মিজানুর রহমান এএমএস

মৃত ব্যক্তির কোন অভিব্যাক্তি থাকতে নেই। স্বপ্নেরা নিছে ছুটি, আমি রয়ে গেছি দেহ টা বয়ে বেড়াতে।

মিজানুর রহমান এএমএস › বিস্তারিত পোস্টঃ

অতর্কিত প্রণয়ের অভিলাষ

২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:২৭

আষ্টেপৃষ্টে যে প্রেম গেথে আছে হৃদয়ে,
নিয়মের মধ্যে যতই পড়ুক,
বা অচেনা কপতির সাথে সংসার পাতুক ,
আমৃত্যু সে ভুলিতে নাহি পারে সেই প্রণয়।

প্রেম যদি শিশিরের মত ক্ষণস্থায়ী
বাস্পের মত মিলিয়ে যায় হাওয়ায়
তাহলে সে ভালোবাসা আটকে যেত শুধুই কায়ায়।
দ্বীর্ঘশ্বাস হত ব্যথিত হৃদয়ের বহিঃপ্রকাশ
ভালোবাসার অভিব্যক্তি ভয়বিস্ময়াদি।

ফিরে ফিরে আসে অনুরাগ
প্রত্যাশায় কাটে প্রেমিকের চিত্ত
যতই হোক বেদনাপূর্ণ প্রাক্তনের মিলন।
আক্ষেপ, জিগ্যাসা, অভিযোগে ভরা সে বাৎচিত
ক্ষণকালে অন্ত যায় বরাদ্ধকৃত মুহুর্ত।

অনন্তকালের অপেক্ষার সমাধান হবে না অবিনাশীতেও ।
তবুও প্রেমিকের নিবিষ্ট দৃষ্টিসীমা থাকে অপ্রত্যাশিত প্রণয়ে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২১

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৮

মিজানুর রহমান এএমএস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.