নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একে একে সব স্বপ্ন মাটি দিয়ে এখন প্রহর গুনছি দেহটা কবে আমাকে মুক্তি দেবে।

মিজানুর রহমান এএমএস

মৃত ব্যক্তির কোন অভিব্যাক্তি থাকতে নেই। স্বপ্নেরা নিছে ছুটি, আমি রয়ে গেছি দেহ টা বয়ে বেড়াতে।

মিজানুর রহমান এএমএস › বিস্তারিত পোস্টঃ

অন্য পাত্রে নিবেদিত

২৮ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩২

প্রেমের চেয়ে স্বর্গীয় সুখ আর কিছুতে নেই।
প্রেম ভেঙ্গে যাবার জন্য যে কঠিন পথ পারি দিয়ে নিঃশ্বাস নিতে হয়
তা আগুনের গোলায় বসে তপ্ত ধোয়া গ্রহণের সমান।
চলতি পথে কত কিছুতেই আটকে রয় মানুষ,
আমি আটকেছি এক ছোট্ট প্রেমে,
প্রথম প্রেম সেই রাস্তার ধারে ফুটে থাকা ঘাস্ফুল থেকে শুরু করে শেষ প্রেম ঝিঁঝিঁ পোকার ঝলমলে আলো।
সব কিছুই ছেড়ে গেছে আমায়,
সেদিনের সেই ঘাস্ফুল, মিইয়ে গেছে সময়ের তালে, আর নতুন করে ফুটতে পারেনি রাস্তা প্রশস্তকরন প্রকল্পের মাটিতে পৃষ্ট হয়ে।
ঝিঁঝিঁ পোকার সেই আলো মিলিয়ে গেছে কোন এক চাঁদনী রাতে, অনেক কিছুই রয়ে গেছে, রয়নি শুধু আমার প্রেম।
আক্ষেপ ভরা সেই ঝিঁঝিঁ এসে মাঝে মাঝে উকি দিয়ে প্রেম নিবেদন করে, আবার উধাও হয়ে যায়।
আলো ছড়িয়ে জানান দিতে চায়,আসো প্রেম করি, আলিঙ্গনে জাগিয়ে তুলি শিহরণ।
কিন্তু একি হায় দুর হতে সে প্রেম অবলিলায় অন্য পাত্রে বিস্ফোরিত হয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৯

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

২৮ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪৮

মিজানুর রহমান এএমএস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.