নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো মা এক সময় নাকি হেতে দুনিয়ার সবচাইতে দামি কবুতর ছিল ।হেতের নাম কি জানেননি আননেরা মনে হয় জানেন না ঠিক আছে আই কইতেছি হেতের নাম ভোল্ট । এই জাতির জম্ম স্থান ভেলজিয়ামে । এক চীনা ব্যবসায়ী হ্যতারে তিন লাখ টাকা দিয়ে কিনে চার লাখ ডলারে বিক্রি করছিল ।
এইযে দেখতেছেন ওপরে এক জোড়া হ্যতেগো মালিকের সাথে কথা বা সূত্র অনুযায়ী হ্যতেগো একটি ডিমের দামই নাকি প্রায় তিন থেকে চার হাজার টাকা ।
এইযে এখন ওপরে যে জোড়া কবুতর দেখছেন হ্যতেগো নাম বোখারা । আর হ্যতেগো দাম প্রায় দের থেকে দুই লক্ষ টাকা ।
এইযে ওপরে দেখছেন যে কবুতরটি হ্যতের দাম শুনলে মাথা খারাপ হয়ে যাওয়ার মত তার পরেও সত্য । এই একটি কবুতরের দাম প্রায় ১ লাক্ষ ৮৪ হাজার মার্কিন ডলার যার মূল্য আমাদের দেশে প্রায় ১ কোটি ৪৩ লাক্ষ ৯৪ হাজার টাকার মত । এটি জাপানে বসরত কবুতর ।
২| ২৩ শে মার্চ, ২০১৫ ভোর ৬:৩৫
মিন্টুর নগর সংবাদ বলেছেন: ভালো শেয়ার
৩| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫১
নিজাম বলেছেন: সুন্দর ছবি। সুন্দর তথ্য। আপনাকে ধন্যবাদ। আপনি কী কবুতর পোষেন নাকি?
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৩:৩৪
***মহারাজ*** বলেছেন: কবুতরের ছবিগুলো সুন্দর !