নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

গলার ওড়নার সাথে রিক্সার জটিল প্রেম

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১১

আজকাল আমাদের শরীরের ওড়না ভালবাসে রিক্সাকে ।

আমাদের মানব সভত্যা নাকি ওড়নার কাছে আর ভালো লাগে না তাই ওড়না আমার বন্ধুর গলায় প্যাচ খেয়ে আস্তে আস্তে পিছিল খেয়ে রিক্সাকে ভালবাসতে চলে যায় ।তখন এমন এক অবস্থা মনে হচ্ছিল বন্ধু আমার শেষ পযন্ত রিক্সার সাথে ফাস দিতে চাইল নাকি পরে দেখি না বন্ধুর উড়না তার গলায় পেচিয়ে যায় আর বন্ধু আমার রিক্সা থেকে ঠপছ করে পড়ে যায় । কি এলাহি কান্ড ভাগ্যিস আমি সাথে ছিলাম না হলে বন্ধুর আজ খবরই ছিল । এতে বন্ধুর প্রাণ হানী হয়নি তবে তার সামনের দাঁত দুটি কিছুটা উঁচু হয়েগেছে ।



লজ্জায় বন্ধুর সাদা গাল মুখ উজ্জল লাল হয়ে গেছে ।আমরা কত ব্যস্ত মানুষ কত দিশাহারা যে কারনে শরীরের উড়না আস্তে আস্তে যেয়ে রিক্সার চাকার সাথে বাজে অথচ আমাদের সেদিকে কোন খেয়াল নাই । এরকমই একটি ঘটনা নিজ চোখের সামনে ঘটলো ।

যাই হোক বেশি কথা বলে লাভ নাই ।



এইযে ব্লগে শ্রদেয় আপুনিরা তোমাদের বেলায় সাবধান না হলে এমন অবস্থায় অনেক সময় পথে মৃত্যুও হতে পারে ।

তাই সতর্ক নিজের শরীরের দিকে এবং শরীরের বস্ত্ররের দিকে নিজ দায়ত্বে খেয়াল প্রয়োজন ।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালীর ভালোবাসায় রিকসার ভুমিকা রোমান্টিক।

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪২

আমি মিন্টু বলেছেন: হা হা হা .....................

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৫

আমি সামুর ভ্ক্তু বলেছেন: ++++

৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি এধরণের বেশ কয়েকটি ঘটনা দেখেছি।


৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৬

কালের সময় বলেছেন: এধরণের বেশ
কয়েকটি ঘটনা দেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.