নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

অর্ধ নগ্নতার কারনে নেপালে ভূমিকম্প

০৫ ই মে, ২০১৫ রাত ১:৩৬


নেপাল ধ্বংসকাণ্ডের জন্য কেউ কেউ দুর্নীতিবাজ রাজনীতিকদের দায়ী করছেন আবার কেউ কেউ এজন্য পশ্চিমা দেশের পর্যটকদের অর্ধনগ্ন হওয়া এবং নৈতিক অধঃপতনের কারন ভূমিকম্প বলে মন্তব্য করছেন । এক সপ্তাহ আগে প্রলয়ঙ্করী ভূমিকম্পে নেপালে যে ভয়বহতা তৈরি হয়েছে তা দেখে দেশটির ধর্মপ্রাণ মানুষদের অধিকাংশের মনেই একটি ধারণা সৃষ্টি হয়েছে তা হলো দেব দেবীরা তাদের ওপরে রাগান্বিত হয়েছে যার ফল ২০১৫ এর এ ভূমিকম্পন ।

বর্তমানে নেপালের পবর্তচূড়ার মন্দিরগুলোতে অনেকেই শান্তি খুজে পাচ্ছেন বলে মনে করেন । তারা আরও মনে করেন যে ভূমিকম্পে হাজার হাজার মানুষ মরল এবং হাজার হাজার মানুষ গৃহহীন হলো তার পেছনে অবশ্যই কারণ রয়েছে ।


এর কারন হিসেবে গোর্খা কালিকায় কালীমন্দিরের ৫১ বছর বয়সী পুরোহিত ঈশ্বরনাথ যোগী বলেন ভূমিকম্প রাজনীতিকদের জন্য দেব দেবীদের থেকে একটি সতর্কবার্তা । আর তা হলো তোমরা সংশোধিত হও । অথবা ঈশ্বর জানেন কী ঘটবে ।


ঈশ্বরনাথ যোগীর দৃঢ়বিশ্বাস যে ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের সময় মৃত্যু এবং ধ্বংসের দেবী তাকে ও যারা ১৭ শতকের ওই মন্দিরে প্রার্থনা করছিলেন তাদের রক্ষা করেছেন ।

সূত্রঃ নিউজ ইভেন্ট ২৪ ডট কম ।
ফটোঃ গুগল সংগ্রহ ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৫ রাত ৩:০৭

ক্থার্ক্থা বলেছেন: ভালো বলছেন তবে এটাও সত্য এ বিষয় সয়ং শুধু সৃষ্টি কর্তাই বলতে পারবেন ।তিনি আমাদের সকলকে হেফাজত করুক আমিন ।

০৫ ই মে, ২০১৫ সকাল ৯:৪১

আমি মিন্টু বলেছেন: মতামত প্রকাশে ধন্যবাদ গ্রহণ করুন ।

২| ০৫ ই মে, ২০১৫ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:


বাংলাডেশের মতো নেপালেও আগাছা অনেক।

অবশ্য মানুষকে কৌশলে অশিক্ষিত করে রেখেছে প্রশাসন।

০৫ ই মে, ২০১৫ সকাল ৯:৪৩

আমি মিন্টু বলেছেন: আপনার সাথে সহমত । তবে বাংলাডেশ নয় । বাংলাদেশের

৩| ০৫ ই মে, ২০১৫ সকাল ১০:৩৯

আনোয়ার ভাই বলেছেন: এর চেয়ে বেশী নগ্নতা অন্য দেশে হয়।

০৭ ই মে, ২০১৫ রাত ১২:৫৪

আমি মিন্টু বলেছেন: তাইতো বলি অন্য কোথাও হলো না ওখানে হলো কেন ।

৪| ০৫ ই মে, ২০১৫ সকাল ১১:০৯

গোল্ডেন গ্লাইডার বলেছেন: পশ্চিমা দেশের পর্যটকদের অর্ধনগ্ন হওয়া B:-) B-))


তাইলেতো এই ভুমিকম্প পসচিমা দেশেই হওয়ার কথা ভাই ।ভালো লিখছেন ;)

০৭ ই মে, ২০১৫ রাত ১২:৫২

আমি মিন্টু বলেছেন: তাইতো হওয়ার কথা ছিল কিন্তু ভুল করে ওখানে গেছে B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.