নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইটা কোন বলতে পারেন কেউ জানি কেউ পারবেন না । এইটার নাম টুনটুনি ।
কবিতা টুনটুনি
টুনটুনি আকারে ছোট পাখি।
তাই তো ভাই তাদের টুনটুনি বলে ডাকি ।
তারা থাকে ছোট্র বাসা বেঁধে
খুব সুন্দর তারা দেখতে ।
এদের যত চালাক ভাবা হয়
আসলে তারা অত নয়
ওরা হল বোকা
আমরা দেখে ওদের খাই ধোকা ।
অনেক সুন্দর এক জোড়া ময়না পাখির দম্পতি দেখছেন ।
ময়নারে ময়না
তোদের গলায় দিব গয়না ।
এইটা হইল ঘুঘু পাখি ।
এইটা দেখতেও হলুদ নাম এর হলদে পাখি ।
এর নাম সম্ভবত শেখ ফরিদ।
সব শেষে বুঝেনিত দেশী মোরগের ছবি
তথ্যঃ ইন্টারনেট । ।
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০০
আমি মিন্টু বলেছেন: টুনাটুনি দেখতে ভালই লাগে কারণ ছোট সংসার । ছেলে হোক মেয়ে হোক দুটিই
ঠিক ।
মন্তব্যে ভালো লাগা ভাই ।
২| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৫:১৭
উর্বি বলেছেন: বাহ
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
আমি মিন্টু বলেছেন: বাহ বাহ এ দেখি উর্বি আপু । ধন্যবাদ উর্বি আপুনি । আমার ব্লগ গ্রামে আপনাকে স্বাগতম।
৩| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৫:২৬
কামরুন নাহার বীথি বলেছেন: খুব খুউব ভাল লেগেছে পাখির ছবিগুলো!!
সেই সাথে টুনটুনির ছড়া।
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
আমি মিন্টু বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো আপুনি । ভালো থাকবেন । আপনাদের কাছে যদি ভালই না
লাগে তাহলে পোস্ট দিয়ে লাভ কি ?
৪| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৫:৫৫
সুমন কর বলেছেন: শেখ ফরিদ নাম আগে শুনিনি।
সুন্দর।
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সুমন দাদু । ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল ।
৫| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১০
ক্থার্ক্থা বলেছেন: চমৎকার ছবি ব্লগ ।
১১ ই জুন, ২০১৫ সকাল ৯:২২
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ব্লগার মাসুদ বলেছেন: অনেক সুন্দর একটি পোস্ট ভালো লাগা রইল ।
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই
৭| ০৩ রা জুন, ২০১৫ রাত ৮:৫৯
মনিরা সুলতানা বলেছেন: ভালো সব কালেকশন সব গুলি পাখিই সুন্দর
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মনিরা আপুনি ।
৮| ০৯ ই জুন, ২০১৫ রাত ৮:৩৩
কাবিল বলেছেন: পোস্টে ভালো লাগা রইল ।
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই মন্তব্যে ভালো লাগা ।
ভাই পোস্ট দিতে পারছি না শুধু পর্যালোচনা করতে কয় ।
৯| ১০ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫৮
অভ্র হাসান আবির বলেছেন: এরকম পোষ্ট আরও দিবার প্রয়াস রেখে অনেক শুভ কামনা রইল।
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাইয়া । হ্যা অবশ্যই চেষ্টা করবো ভালো পোস্ট দেওয়ার জন্য । দোআ কইরেন আমর লাইগা ।
১০| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোষ্ট ভাল লাগল
১৩ ই জুন, ২০১৫ রাত ৯:৫২
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপুনি ভালো থাকুন ।
১১| ১২ ই জুন, ২০১৫ সকাল ৮:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: এত্ত এত্ত পাখি থাকতে এই কয়টা মাত্র পাখির ছবি দিলেন!
১৩ ই জুন, ২০১৫ রাত ৯:৫১
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই আবার পরে দিমুনি অপেক্ষায় থাইকেন ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ২:৪২
শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর।
আমাদের বাসার বাগানের শিউলিফুল গাছের পাতা জোড়া দিয়া টুনটুনি বাসা বানাইতো। কি সুন্দর যে লাগতো ওদের দেখতে।