নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

আরে মিয়া রাখেন এত মন খারাপ করেন কেন আইজ ওগো একটা সুযোগ দিলাম X((

২৫ শে জুন, ২০১৫ রাত ১:৪০


আরে মিয়া রাখেন এত মন খারাপ করেন কেন আইজ ওগো একটা সুযোগ দিলাম । X(( আইজ যদি ওগো সুযোগ
না দিতাম তাহলে এতক্ষনে শুনতে পাইতেন ভারতের ধোনি কহিলিদে বাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগাইয়া
দিছে । হোয়াইট ওয়াস না করলাম আমরা চ্যাম্পিয়ানতো হইছি ।:(
আমরাতো আর ওদের মতো না তাই ওদেরকে আজকে ম্যাচ জিতিয়ে দিলাম ।
ওরা আমাদের সাথে বেঈমানী করছে বিশ্বকাপে তা ওদের একটু বুঝতে সময় লাগবে । তবু ওরা বুঝক আমরা
মনে প্রাণে বাঙালী ওদের মত হিন্দী না ।
আজকের খেলারা পাতানো খেলা ছিল যে তা যারা টেলিভিশনের সামনে বসে খেলা দেখছেন তারা খেলার শুরুতে
বোলাদের বল করার চেহারা দেখেই নিশ্চিত বুঝতে পারছেন ।

না হলে যে মুসতাফিজ প্রথম ম্যাচে পাঁচটি উইকেট দিত্বীয় ম্যাচে ছয়টি উইকেট তুলেনিয়েছেন । সে কিনা এই ম্যাচে
মাত্র দুটি উইকেট নিলেন । :||
আমাদের হিসেবে এ ম্যাচে মুস্তফিজর কম হলেও অন্তত সাতটি উইকেট নেওয়ার কথা ।
যাই হোক পাতানো খেলা খেললেও ভালো খেলছে ।এ বিষয়ে বা আজকের খেলা নিয়ে আমার কোন মন খারাপ নেই
আপনেরাও কোন মন খারাপ কইরেন না । :)

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৫ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:


কথা যদি সত্য হয়, ভালোই হলো; কেহ চাহে না যে, অতিথি খেলোয়াড়রা বাড়ী গিয়ে ইট পাথর খাক!

২৫ শে জুন, ২০১৫ সকাল ১০:২৬

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ চাদ গাজী ভাইয়া মন্তব্যে সহমত ।

২| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৫:৪৬

মামুন ইসলাম বলেছেন: ঠিক কথা ভালো লেখা ।

২৫ শে জুন, ২০১৫ সকাল ১০:২৭

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মামুন ভাইয়া ।

৩| ২৫ শে জুন, ২০১৫ সকাল ১০:১৯

মিন্টুর নগর সংবাদ বলেছেন: ভালো লাগচ্ছে পোস্ট

২৫ শে জুন, ২০১৫ সকাল ১০:২৮

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ নগর সংবাদ

৪| ২৫ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৫

ঢাকাবাসী বলেছেন: পাতানো খেলা এটা অনেকেই বলছেন!

৫| ২৫ শে জুন, ২০১৫ সকাল ১১:২২

রাখালছেলে বলেছেন: তাদের বাংলাওয়াশ প্রাপ্য ছিল। এখন ওরা বলতে পারবে যে চাইলেই ভারত বাংলাদেশকে হারাতে পারত । কিন্তু তারা আমাদের একটা সুযোহ দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফি তে খেলার জন্য যা পাকিন্থানের বিরুদ্ধে গেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.