নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

ব্লগার @ ভয়ংকর বিশু,নামের নীকটি প্রতি একটু দৃষ্টির দেওয়ার জন্য কৃতপক্ষর কাছে অনুরোধ করলাম ।

২৫ শে জুন, ২০১৫ রাত ২:২৮


ব্লগার @ ভয়ংকর বিশু,নামের নীকটি প্রতি একটু দৃষ্টির দেওয়ার জন্য কৃতপক্ষর কাছে অনুরোধ করলাম ।
ওনার মন্তব্য গুলো খুবই জঘন্য মনে হচ্ছে ।
এর আগেও কয়েকটি পোস্টে দেখেছি উনি ব্লগারের সাথে খারাপ মন্তব্য করছে ।
এই লিংকে তার মন্তব্যগুলো দেখলে বোঝা যাবে @নতুন ভাইয়ের মন্তব্যে @ভয়ংকর বিশু,কি মন্তব্য করেছেন ।
এখানে ক্লিক করুন

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৫ রাত ২:৩৫

ভয়ংকর বিশু বলেছেন: সত্য শুনতে খারাপ লাগে?

২৫ শে জুন, ২০১৫ রাত ২:৪৪

আমি মিন্টু বলেছেন: সত্য মিথ্যা বুঝিনা আমি কোন রাজনীতিও করি না ।
আমি কাওকে কখন মন খারাপ করেও কোন মন্তব্য করি না ।
কিন্তু আমার পেছনে কেউ লাগলে তাকে ছাড়ি না ।
আপনার পোস্টের মন্তব্যের প্রতি উত্তরে আমাকে হুমকি দিলেন কেন ?
আমি ভয় পেয়ে বিছানায় মূতে দিছি :)

২| ২৫ শে জুন, ২০১৫ রাত ২:৪৬

ভয়ংকর বিশু বলেছেন:

২৫ শে জুন, ২০১৫ রাত ৩:০৩

আমি মিন্টু বলেছেন: সরী বিশু ভাই ক্ষমা করবেন ।

৩| ২৫ শে জুন, ২০১৫ রাত ২:৫৩

মামুন ইসলাম বলেছেন: ভয়ংকর বিশু ভাই এবং মিন্টু ভাই এটা ব্লগ এখানে বিভিন্ন ধরণের মন্তব্য ও পোস্ট দেওয়া
হবে তবে তা গ্রহণ যোগ্য হতে হবে ।
যাই হোক সকলে মিলেমিছে ব্লগিং করাই ভালো । তাই যাই হয়েছে আপনেরা দুজন দুজনের কাছে সরি বলুন ।
মিলেমিছে ব্লগিং করুন ।
আসা করি এরপর আপনাদের ভেতরে আর কোন দন্দ থাকবে না ।
হ্যাপী ব্লগিং
সকলের ব্লগ যাত্রা শুভ হোক

২৫ শে জুন, ২০১৫ রাত ৩:০২

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মামুন ভাই আপনার মন্তব্যে সহমত ।

৪| ২৫ শে জুন, ২০১৫ রাত ৩:১৪

ভয়ংকর বিশু বলেছেন: সরি মিন্টু ভাই।

২৬ শে জুন, ২০১৫ রাত ৩:৫৪

আমি মিন্টু বলেছেন: সরী বিশু ভাই

৫| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৪:৩০

আনস্মার্ট বলেছেন: ঐ বিশু, তরে কিন্তু খাইয়া ফালামু - ডিবজল স্টাইল ।
আরে ভাই মারামারির কিছু নাই। খারাপ মন্তব্য থেকে বিরত থাকুন, ভাল থাকুন।

২৬ শে জুন, ২০১৫ রাত ৩:৫৪

আমি মিন্টু বলেছেন: হুম ঠিক কইছেন ।

৬| ২৫ শে জুন, ২০১৫ ভোর ৪:৫৮

ন্যায়সঙ্গত বলেছেন: ব্যাপারটা গরুতর সহজ। মিলে যান।

২৬ শে জুন, ২০১৫ রাত ৩:৫৫

আমি মিন্টু বলেছেন: গেলাম

৭| ২৫ শে জুন, ২০১৫ সকাল ৮:৩৩

যোগী বলেছেন: লিংক দেখলাম বিশু এমন কোন মন্তব্য করেনি যে মডারেটর তার বিরুদ্ধে ব্যাবস্তা নিবে।

ক্যারি অন বিশু ইওর কমেন্ট ইজ রাইট।

২৬ শে জুন, ২০১৫ রাত ৩:৫৭

আমি মিন্টু বলেছেন: ক্যারি অন যোগী ইওর কমেন্ট ইজ রাইট।

৮| ২৫ শে জুন, ২০১৫ সকাল ৯:১০

মিন্টুর নগর সংবাদ বলেছেন: যোগী ভাই ঠিক বলেছে বিশু এমন কোন মন্তব্য করেনি যে মডারেটর তার বিরুদ্ধে ব্যাবস্তা নিবে।
ক্যারি অন বিশু ইওর কমেন্ট ইজ রাইট।
চোরে চোরে মামাতো ভাই

২৬ শে জুন, ২০১৫ রাত ৩:৫৮

আমি মিন্টু বলেছেন: ক্যারি অন মিন্টুর নগর সংবাদ ইওর কমেন্ট ইজ রাইট।

৯| ২৫ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৪

প্রামানিক বলেছেন: দুই জনের কাছেই আমার অনুরোধ, পরস্পর খোঁচাখুঁচি না করে সহনীয় পর্যায়ে মন্তব্য করুন যাতে কারো মনোবেদনার কারণ না হয়। উভয়কেই শুভেচ্ছা জানাই।

২৬ শে জুন, ২০১৫ রাত ৩:৫৯

আমি মিন্টু বলেছেন: ক্যারি অন প্রামািনক ভাই ইওর কমেন্ট ইজ রাইট।

১০| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:০৬

মো কবির বলেছেন: ভয়ংকর বিশুর প্রতি ব্যবস্থা নেয়ার জন্য সামুর মডুর দৃষ্টি আকর্ষণ করছি।

২৬ শে জুন, ২০১৫ ভোর ৪:০২

আমি মিন্টু বলেছেন: ক্যারি অন মো কবির ভাই ইওর কমেন্ট ইজ রাইট।

১১| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: বিশু এমন কিছু করেনি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে| তার কমেন্টগুলোতে ধার আছে বটে তবে সত্য| তবে অনর্থক প্যাচাল চাই না| আপনার প্রবলেম হলে আপনি তাকে আপনার পোস্টে কমেন্ট না করবার ব্যবস্থা করতে পারেন| সামু ওর বিরুদ্ধ ব্যবস্থা নিলে বুঝতে হবে সামু বাকস্বাধীনতায় বিশ্বাসী না... happy blogging

২৬ শে জুন, ২০১৫ ভোর ৪:০১

আমি মিন্টু বলেছেন: ক্যারি অনআরণ্যক রাখাল ভাই ইওর কমেন্ট ইজ রাইট।

১২| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৪৩

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: যাই হোক , এটাই তো ব্লগের চরিত্র হ ওয়া উচিত ? এখানে ঝগড়া হবে খোচাখুচি হবে মতবিরোধ হবে আবার এখানেই তার প্রতিবাদ হবে ! আর এখানেই আমরা মিলেমিশে ব্লগিং করবো । আর যাই করি কাউকে হেয় করে নয় । নতুন হিসেবে ভুল বলিনি তো ?

২৬ শে জুন, ২০১৫ ভোর ৪:০১

আমি মিন্টু বলেছেন: ক্যারি অন মোঃ ইমরান কবির রুপম ভাই ইওর কমেন্ট ইজ রাইট।

১৩| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যে কোন বিষয়ে মতানৈক্য হতেই পারে, যেহেতু মানুষে মানুষে ভিন্নতা অাছে । আমিই বলবো, পারস্পরিক শ্রদ্ধাবোধ রেখে গঠনমূলকভাবে সমালোচনা করাই বাঞ্ছনীয় । এমন কোন ভাষা ব্যবহার করা ঠিক না, যা অামাদের ব্যক্তিত্বকে ম্লান করে দেয় । ধন্যবাদ

২৬ শে জুন, ২০১৫ ভোর ৪:০০

আমি মিন্টু বলেছেন: ক্যারি অন রূপক বিধৌত সাধু ভাই ইওর কমেন্ট ইজ রাইট।

১৪| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:১৮

দিন যায় কথা থাকে বলেছেন: মজার পোস্ট। :P

২৬ শে জুন, ২০১৫ রাত ৩:৫৬

আমি মিন্টু বলেছেন: :)

১৫| ২৬ শে জুন, ২০১৫ রাত ১২:৩৫

ব্রিক্সশাওন বলেছেন: ভয়ংকর বিশু নামের বলদের পোষ্টে মন্তব্য করেছিলাম ছাগলটা এতোটাই ভন্ড যে আমার কমেন্ট ডিলেট করে নিজের কমেন্টা রাখছে। ওর যেসব অনুসারী ওর মতোই এক একটা বলদ।

২৬ শে জুন, ২০১৫ রাত ৩:৫৬

আমি মিন্টু বলেছেন: হুম বিষয়টি দেখতে হবে ।

১৬| ২৬ শে জুন, ২০১৫ ভোর ৫:৩৮

ভয়ংকর বিশু বলেছেন: @ব্রিক্সশাওন, তুই একটা জংগী। তোর গায়ে হাগলে হাগাও অপবিত্র হয়ে যায়।

১৭| ২৬ শে জুন, ২০১৫ ভোর ৬:০৮

আজাদ মোল্লা বলেছেন: আমি বিশ্তর লেখার সব মন্তব্য পড়েছি ।
তাহার ভাষা খুব খারাপ ।
আমি ওনাকে মানে বিশ্ত কে বলেছি লিখতে হলে ভাষা টা মাথায় রাখতে হবেই ।
ওনার মাথা খারাপ ।
সে আমাকে বলেযে আপনার সাথে আমার বাহেজ নাই
কিন্তু আমি ওনাকে শুধু ভাষা টা ধরে
রাখতে বলেছি ।
আমি মনে করি সে অনেক বাজে ভাষার মানুষ ।

১৮| ২৬ শে জুন, ২০১৫ সকাল ৭:৪৮

ভয়ংকর বিশু বলেছেন: @আজাদ মোল্লা: হ আমি খারাপ, তুমি খুব ভালো, হইসে?

১৯| ২৬ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৭

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: ব্লগে যতোদূর জানি ,বিশু ভাই মোটামুটি ভালো মানুষ ! অচ্ছা বিশু ভাই এরকম করছেন কেন বলুন তো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.