নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

সাবধান বাজারে এসেছে নকল প্লাস্টিক চাউল

০৬ ই জুলাই, ২০১৫ রাত ২:০৮


নকল ডিম নিয়ে হৈ চৈ তো কেবল শুরু। এই নিয়ে মানুষের মধ্যে যে শঙ্কা দেখা দিয়েছে তা না কাটিয়ে উঠতেই
এবার আবার আরেক নতুন আতঙ্ক হয়ে এলো নকল চাউল । প্লাস্টিকের তৈরি এই চাউলেও দেখতে হুবহু আসল চাউলের মতই। এই অভিযোগে জানা করেন ভারতের বাজারে দেদারসে বিকোচ্ছে । ভারতের কেরালায় এমন নকল প্লাস্টিকের চাউল প্রথম নজরে আসে। তখনই খোজ নিয়ে জানা যায় চীন থেকে এই নকল চাউলের ব্যাপক আমদানি করা হচ্ছে।
প্লাস্টিকের সঙ্গে আলু ও মিষ্টি আলু মিশিয়ে তৈরি হচ্ছে এই নকল চাউল। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামেও যাচ্ছে
এই ধরনেল ধরনের নকল চাউল। বাংলাদেশের বাজারেও যে নেই কে বলতে পারবে ।
অভিযোগ করা হয়েছে নকল ডিমের মতো একইভাবে নকল প্লাস্টিকের চাউলে এশিয়ার বাজার ধরে নিতে যাচ্ছে চীন।

এমনকি যারা চাউলের কারবার করে যারা দিনরাত চাউল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তারাও নাকি ধরতে পারছেন না চীনের এই নকল চাইল কে। আর পাঁচটা চাইনিজ জিনিস যেমন সস্তায় মেলে তেমন সস্তায় চাউল কিনে ব্যাপক মুনাফা করতেছে সেই নকল চাউল বিক্রি করা ব্যবসায়ীরা। রান্নার আগে আপনিও বুঝতে পারবেন না সেটা প্লাস্টিকের কিনা। পাশাপাশি রেখে আসল নকল বোঝার কোন উপায়ও নাই। রান্না করার পর বুঝবেন ভাতটা মনমতো হয়নি। সেই স্বাদও পাবেন না। অন্যদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাবধান করে জানিয়েছেন এই প্লাস্টিকের চাউল শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এমন কি নিয়মিত খেলে মৃত্যুও হতে পারে।
তথ্যঃ Click This Link

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ২:২৬

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সকলকে বিষয়টি যার যার মতো করে সাজিয়ে লেখে ফেসবুক গুগলে শেয়ার করে দেশের সকলকে
সতর্ক করে দিন ।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৭

আমি মিন্টু বলেছেন: আপনাকেও ধন্যবাদ ঠিক আছে আমরা সবাই চেষ্টা করবো আপনার এই পোস্টি শেয়ার করার ।

২| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৬

কালের সময় বলেছেন: ভাই এই চাউলটা কি বাজারে ছড়িয়ে গেছে ?
জানলে জানাইয়েন । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৩

আমি মিন্টু বলেছেন: কেমনে কইতাম আই । সংবাদ পত্রে নিউজটা পেলাম তাই হগলেরে জানাইলাম ।
ধন্যবাদ আপনেরে ।

৩| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:

এটা বড় ক্রেতারা হলো বাংলাদেশের ব্যবসায়ীরা।

আবুল খায়েরের গো-ডাউন চেক করার দরকার।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৪

আমি মিন্টু বলেছেন: গাজী ভাই আপনের কথায় যুক্তি আছে । সহমত

৪| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার দেওয়া তথ্য মতে একমত পোষন করতে পারছি না, ভারত চাউল আমদানি করে না, ভারত চাউল রপ্তানী করে, তাই ভারতে চীনের তৈরি প্লাষ্টিকের চাউল বাজারে পাওয়া যাবে এটা বাস্তব না ।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৮

আমি মিন্টু বলেছেন: ঠিক কইছেন আপনার সাথে সহমত :)

৫| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৬

ভয়ংকর বিশু বলেছেন: হাগু হবে প্লাষ্টিকের।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০৮

আমি মিন্টু বলেছেন: সমস্যা নাইকা বিশু ভাই হাগু হইলে স্যালাইনতো আছেই । মাঝ খান থেকে স্যালাইন কম্পনীও কিছু টাকা কমাইবো ।

৬| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫২

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: ভয়ংকর বিশু বলেছেন: হাগু হবে প্লাষ্টিকের।
=p~ =p~
গুটু গুটু চাইনিজ গুলার মাথা ভর্তি বুদ্ধি। #:-S

০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০৮

আমি মিন্টু বলেছেন: :)

৭| ০৬ ই জুলাই, ২০১৫ ভোর ৪:১২

নতুন বলেছেন: যদিও জানিনা ফেক চালের এই খবর সত্যি না গুজব।

গুজব হবারই সম্ভবনা খুবই বেশি।

আপনি চাল কিনে আনেন আপনার পরিচিত দোকান থেকে। ১ বার প্লাস্টিকের চাল পেলে সেটা দোকানে নিয়ে যাবেন<< দোকানী আড়তে<< তখন যে এইটা আমদানী করেছে তার লোকসান।

আর এতো ফেক ডিমের ভিডিও দেখলাম। কিন্তু এখনো দেশের কেউই কি ফেক ডিম পেয়ে ছবি বা ভিডিও বানিয়েছে??

০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০৬

আমি মিন্টু বলেছেন: হ আমরো তাই মনে হচ্ছে ভাই । তয় যদি সত্যয় গুজব হয় তাহলে যে সংবাদ মাধ্যমে নিউজটা এসেছে
সেই সংবাদ সাইটটি বন্ধ করে দেওয়া উচিৎ ।
ধন্যবাদ ভাই পোস্টটি নজরে নেওয়ার জন্য ।

৮| ০৬ ই জুলাই, ২০১৫ ভোর ৪:১৬

বাড্ডা ঢাকা বলেছেন: ভালো লাগলো শেয়ার । তবে নতুন ভাইয়ার সাথে সহমত । আর এখানে অবশ্য আপনার কোন দোষ নেই দোষ যা সব ওই সংবাদ দাতার । #:-S

০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০২

আমি মিন্টু বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

৯| ০৬ ই জুলাই, ২০১৫ ভোর ৫:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আমাদের দেশে অনলাইন পত্রিকা সয়লাব হয়ে গেছে S.E.O & Paypal এর আশায় তাদের যতো নিম্ন মানের ভুলে ভরা, বানান ভুল ৬/১০ তাদের কাজ হচ্ছে এমন আজগুবি তথ্য ফেসবুকে শেয়ার করা, অনলাইনে চাইনিজ ডিম দেখা গেছে, বাস্তবে বাংলাদেশে সেই ডিম কেউ দেখেছে বলেও শুনিনি ।

চিল’কে কান নিয়ে গেছে !!!

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:২১

আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য । জানি না ইনারা সংবাদ পত্রে চাকুরি পায় কেমনে ।
আমার পোস্টির মূল পয়েন্ট কিন্তু এটাই ।
ঘটনা সত্য মিথ্যা তাহা উনারাই বলতে পারবে । :)

১০| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ৭:০৬

সৌরভ ঘোষ শাওন বলেছেন: খবরখান সত্যি হইলে তো মহাবিপদ। :(

০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:১৮

আমি মিন্টু বলেছেন: সাবধান ভাই মহা বিপদ সংকেট

১১| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১২:২১

প্রামানিক বলেছেন: এতো দেখি ব্যাপক চিন্তার কথা।

০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০২

আমি মিন্টু বলেছেন: হ ভাই তাইতো দেখছি কপালে কি যে আছে আল্লায় জানে । পোস্টে আসার জন্য ধন্যবাদ প্রমানিক ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.