নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্ত্রী বা নারীরা সাধারণত স্বামীদের বা পুরুষের তুলনায় বেশিদিনয়ই বাচে থাকেন । তবে এ অবস্থা সব সময় একরকম ছিল না বলেই জানিয়েছেন এক দল গবেষকরা । এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এলএ টাইমস
১৯ শতকের শেষের দিকে জন্মগ্রহণ করা নারী ও পুরুষদের মাঝে নারীর তুলনায় পুরুষের দ্রুত মৃত্যুর হার বেশি ঘটে । ওই গবেষকরা জানিয়েছেন তার আগে এরকম পরিস্থিতি ছিল না ।
বিষয়টি অনেকেই মনে করেন এতা প্রাকৃতিক বিষয় । অনেক গবেষকদের মতে এটা সঠিক বিষয় বা বাস্তবসম্মত নয় ।
এ বিষয়ে একটি গবেষণা করেছেন ম্যাডিসনের ইউনিভার্সিটি অব উইসকনসিনের গবেষক হিরাম বেলট্র্যান স্যানচেজ । তিনি একজন ডেমোগ্রাফার এবং গবেষণাপত্রটির প্রধান লেখক । জনসংখ্যার তথ্য বিশ্লেষণ করে তিনি এই সিদ্ধান্তে এসেছেন ।
হিরাম এবং তার সহকর্মীরা ২০০ বছরেরও আগে মৃত্যুর প্রধান কারণগুলো নিয়ে গবেষণা করছেন । ১৮০০ সাল থেকে ১৯৩৫ সালের হিউম্যান মরটালিটি ডেটাবেইজ তাদের গবেষণার তথ্যের মূল উৎস । এরপর এ তথ্য তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মৃত্যুহারের সঙ্গে তুলনা করেছেন । ওই গবেষকরা মৃত্যুর পাচটি প্রধান কারণ চিহ্নিত করেন । ১। হৃদরোগ ২। স্ট্রোক ৩। ক্যান্সার ৪। ইনফুয়েঞ্জা ৫। নিউমোনিয়া । এ ছাড়াও রয়েছে ধূমপান সম্পর্কিত মৃত্যু যাতে তারা ফুসফুস ক্যান্সার এবং অনুরূপ রোগকে রেখেছেন ।
গবেষণায় তারা জানতে পারেন যে ১৯ শতকে জন্মগ্রহণকারী পুরুষ এবং নারী উভয়েরই আয়ু ২০ শতকের মানুষের তুলনায় অনেক কম ছিল । এর অন্যতম কারণ ছিল পরিষ্কার পানি এবং খাবারের অভাব । এ ছাড়া তাদের সংক্রমণজনিত রোগের প্রতিষেধকও তেমন ছিল না । সে সময়েই পুরুষ ও নারীর জীবনকাল প্রায়ই সমানয়ই ছিল ।
হিরাম আরো জানান এরপর পরিষ্কার পানি এবং পুষ্টিকর খাবার সর্বত্র বিস্তার লাভ করায় ৪০ থেকে ৯০ বছর বয়সের মধ্যে মৃত্যুহার কমে আসে । নারীদের ক্ষেত্রে এ হার ০.২৯ শতাংশ হলেও পুরুষের ক্ষেত্রে এ হার ছিল ০.১৭ শতাংশ ।
১৯০০ সল থেকে ১৯৩৫ সালের মধ্যে জন্মগ্রহণকারী মানুষের মাঝে ৫০ থেকে ৬০ বছর বয়সে মৃত্যু হওয়া পুরুষের সংখ্যা নারীদের তুলনায় বেশি । আর এর পেছনে পুরুষের প্রচুর হৃদরোগ ও ধূমপানজনিত রোগে মৃত্যুই প্রধান কারণ ।
বিংশ শতকের প্রথমাংশে নারীর তুলনায় পুরুষের মাঝে অধিক ধূমপানের প্রবণতা দেখা যায় । আর এতে বাড়তি মৃত্যু হয়ে পুরুষের গড় আয়ু কমাতে ভূমিকা রেখেছে বলে মনে করেন গবেষকরা । গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এ।
ছবি তথ্যঃকালের কন্ঠ
০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
আমি মিন্টু বলেছেন: এখন আর কি অপরাধী যখন হয়েছি তখন আমারে ধরে নিয়ে জেলখানায় আটকাইয়া রাখেন ।
অন্তত ঈদের খরচপিনা থেকে বেচে যাবো ।
২| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি যে লেখাটি এখানে শেয়ার করেছেন তার সাথে এই নারীর ছবির কি সম্পর্ক? শুধু হিট কামানোর জন্য নারীকে যত্রতত্র ব্যবহার করতে কেমন লাগে আপনার?
আপনাকে বিভিন্ন সময়ে অনুরোধ করা হয়েছিল রেফারেন্স ছাড়া কপিপেষ্ট পোস্ট না দেয়ার জন্য। কেননা কেউ যদি অন্যের লেখাকে নিজের নামে কোন প্রকার সূত্র ছাড়াই প্রকাশ করে তাহলে তাকে অনেকেই 'লেখা চুরি' হিসেবে চিহ্নিত করতে পারে।
এটা অনস্বীকার্য যে, জনগুরুত্বপূর্ন যে কোন পোস্ট মূল সোর্সের নাম সহ যে কেউ শেয়ার করতে পারেন, কিন্তু আপনি যে ধরনের পোস্ট শেয়ার করেন তা কোন ভাবে উক্ত ক্যাটাগরীতে পড়ে না।
আপনি এই লেখাটি কপি করেছেন দৈনিক কালের কন্ঠ পত্রিকা থেকে তারা যে ছবিটি ব্যবহার করেছে আপনি তা ব্যবহার না করে অধিক হিট পাবার জন্য উদ্দেশ্যপূর্ন ভাবে একটি মেয়ের ছবি প্রদান করেছেন।
এই বিষয়টি খুবই নিন্দনীয়। আপনি আশা করি এই ব্যাপারে একটি গ্রহনযোগ্য বক্তব্য দিবেন।
০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
আমি মিন্টু বলেছেন: এভাবে বলতে হয়না ভাইয়া নারীরা হলেন সর্ম্মানী মানুষ তাদের নিয়েও ব্লগে হিট কামানো
যাস্ট ফরমেলেটি শুধু চুরির কৌশল শিখতেছি ভাইয়া ।
কারন আমাদেশের যে যত চুরি করবে সে তত হিট দিতে পারবে ।
আর তা তাদের ছবিটি আমি সেভ করিনাই তাই আমার পিসিতে যেছবি ছিল সেখান থেকে দিয়েছিলাম ।
যাই হোক ঠিক করেদিয়েছি ।
আশা করছি আপনি ভালই আছেন। আপনি আমার ব্লগে আসা মানেইতো আমাকে ব্যান করা । তো ভাইয়া এবার ব্যান করার
আগে দয়া করে আমাকে বলে তার পরে ব্যান কইরেন । কারন ব্যান করার আগেই আরো দুই চারটি নিক খুলে নেবো ।
ধন্যবাদ ভালো থাকুন ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদমুবারক ।
১১ ই জুলাই, ২০১৫ রাত ১:২৯
আমি মিন্টু বলেছেন: আমার সাথেই পারবেন খালি ওয়াচ আর ব্যান করতে আর কারো লগে পারবেন না ।
ঈদের আগে সবার লগে ঈদ শুভেচ্ছা বিনিময় করমু দয়া করে ওয়াচ মুক্ত করবেন ।
১৪ ই জুলাই, ২০১৫ রাত ৩:০২
আমি মিন্টু বলেছেন: আল্লায় যদি আমারে হাগলে বছর ব্লগ দিবস পযন্ত বাচাইয়া রাখে ওই দিন ধরমু আপনেরে খালি পারেনতো ব্যান আর ওয়াচ
জেনারেল সেফ । কথায় আছে না মোল্লার দৌড় মসজিদ পযন্ত । কথারা মনে রাইখেন । ঈদের কিন্তু মাত্র দিইদিন বাকি আছে ।
পোস্ট দিতে দিবেন না ভালো কথা আপনার ফোন নাম্বারটা দিয়েন ফোনেই ঈদ শুভেচ্ছা জানামুনি । ধন্যবাদ
১৮ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১১
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ঈদমুবারক । আসলে আপনেগো মত ফাউল মডারেত এই দেশে আর আছে কি না আল্লায়াই জানেন ।
না হলে এই ঈদেরদিন তবু আমায় সেফ করেন নাই ।
৩| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ছবিটা ব্যাবহার করা ঠিক হয়নি
০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ নুরু ভাই ছবিতা ব্যবহার করা ঠিক হয় নায় যেমন ঠিক ।
তেমনি কেন ঠিক না তাতো বললেন না । ওনি কি এ দেশের মন্ত্রীর নাতি হন ।
যদি ওনার ছবি নেটে গুগোলে নাই থাকতো তাহলে আমি পেলাম কোথায় ।
৪| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৬
এম. মাসুদ আলম. বলেছেন: ছবিটা ব্যাবহার করা ঠিক হয়নি
view this link
০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ হ ঠিকয়ই তো ছবিতা ব্যবহার করা ঠিক হয় নায় । তাইতো আবার ছবিতা ব্যবহার করলেই সমস্যা কোথায়
তা কিন্তু আমার জানা নাই ।
৫| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৭
প্রামানিক বলেছেন: সতর্ক হয়ে পোষ্ট দেয়া উচিৎ
০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
আমি মিন্টু বলেছেন: প্রমানিক ভাই সতর্ক হতে মনে ছিলোনা । তাই সতর্ক হতে পারি নাই।
দোআ কইরেন ভাই এর পর থেকে যেন সতর্ক হতে পারি ।
৬| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৫
কলাবাগান১ বলেছেন: উনি আগাচৌ কে নিয়ে কুৎসা রটানোর পোস্ট (কোন সুত্র ছাড়া) দিয়েও পার পেয়ে যান।
০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
আমি মিন্টু বলেছেন: ছোট বেলা থেকে আমার এরকম কাজ ।
যা সত্য তাই প্রকাশের চেষ্টা করি । আমি কেন এই ব্লগের কোন ব্লগারই কোন দিন পার পায় নায় পাবেও না ।
সামনের দিন গুলো গুনতে থাকুন আর একেক দিনের একেক রকম পোস্ট দেখতে থাকুন ।
খালি আমারে দেখেন কেন ।ভয়ংকর বিশুদের মতো ব্লগারদের চোখে পরে না ।
শুনেন সিনিয়র ব্লগার সিনিয়রের সম্মান নিয়ে থাকুন । শুধু কাঠের চশমা পড়া বাদ দিয়ে গ্লাসের চশমা পড়ার চেষ্টা করুন ।
কোনটা ঠিক কোনটা ঠিক না হয়তো বেশি না বুঝলেও কম হলেও বুঝি ।
এই ব্লগে আমার ৩৫ টি নিক চলছে ।
শুধু এই নিকটি রেখেছি কিছু বাদর মার্কা ব্লগারদের সাথে আমি নিজেও বাদরামি করার জন্য ।
বাকি ৩৪ টি নিক ভালো ফর্মেই আছে ।
ধন্যবাদ আমার মন্তব্যে হয়ত আপনি কষ্ট পেয়েছেন তাই যদি পারেন ছোট ভাই মনে করে ক্ষমা করবেন ।
৭| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
কলাবাগান১ বলেছেন: ৩৫টি নিক!!!!! আমার একটা ই তো সামুর জন্ম থেকে ব্যবহার করছি। একবার কলাবাগান ব্যান হওয়াতে আবার কলাবাগান১।
০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
আমি মিন্টু বলেছেন: যাক ব্যান তাহলে একবার হলেও হইছেন ।
আরেকটা খুশির সংবাদ জেনে নিনি মডু এসে আমাকে ওয়াচ করে গেছে । যাক আর এরকম পোস্টে আপনাদের
ঢুকতে হবে না।
এটা সত্য এখানের মডুরা এরকমই এরা নিজেরাও যেরকম চায়ও সে রকম । জয় মাতাজি জয় সামুর ।
৮| ০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১১
শামীম সুজায়েত বলেছেন: কাল্পনিক_ভালোবাসা
সঠিক বলেছেন। লেখার প্রচ্ছেদের আবেদন বাড়ানো হয়েছে। তাছাড়া কপি-পেস্ট লেখা প্রকাশ করার মধ্যে কোন কৃতিত্ব নেই।
অবশ্য যদি লেখক সোর্স উল্লেখ করে দিতেন, যথাযথা হথো।
০৯ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
আমি মিন্টু বলেছেন: ঠিক কইছেন ওনি নিজে নিয়ম জানে কি না একবার জিজ্ঞাস কইরা তার পরে আমার কাছে আইছেন ।
সেফ হওয়ার পরে কেমনে ব্লগারের ব্লগ স্থগিত হয় বা ব্যান করা হয় ।
ওনারা নিজেরাই তো নিজেগো নিয়ম ভাঙ্গে দিনের ভেতরে শত বার ।
আসল কথা হলো যাক বেশি কিছু বলে লাভ নাই ।
৯| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ নুরু ভাই ছবিতা ব্যবহার করা ঠিক হয় নায় যেমন ঠিক ।
তেমনি কেন ঠিক না তাতো বললেন না ।
আপনি যেনে থাকবেন হয়তে যে আপনার পোস্টে ব্যবহৃত ছবিটি আমাদের দেশের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রীর।
কারো অনুমতি ব্যতিরিকে কারো ছবি কোন লেখায় বা কাজে ব্যবহার করা অনুচিত। এটা গহিৃত কাজ। এই সাধারণ
কথাটা আপনার অজানা তা ভাবতে পারছিনা।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০২
নীলনদ বলেছেন: আপনি যিনার ছবি দিছেন তার অনুমতি নিয়েছেন ? যদি না নিয়ে থাকেন তাহলে সাইবার আইনে আপনি অপরাধী।