নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় সামুর ব্লগ মডারেত এবং ব্লগটিম ভাইদের কাছে ছোট ভাই হিসেবে আমার কয়েকটি দাবী উপষ্ঠাপন করলাম । দাবীগুলো হলোঃ আমাদের দেশে ব্লগার ভাইদের যে ভাবে হত্যা করা হচ্ছে
সে রাজনীতি বা ধর্মীয় পোস্ট যে পোস্টের কারনই হোক না কথা
একই দাড়াচ্ছে আর তা হলো একজন ব্লগার হত্যা হচ্ছে । তবে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই হত্যা গুলো কোন ধর্মীয় রেশারেশি নিয়ে তাই কৃতপক্ষকে বিশেষ ভাবে অনুরোধ করবো যাতে ব্লগে কোন প্রকার ধর্মীয় পোস্ট বা রাজনীতি পোস্ট এবং ক্যাচালি পোস্ট না দেওয়া হয় । সেই দিকে যাতে কৃতপক্ষের সহৃদয় দৃষ্টি আকর্ষন করছি । শুধু তাই না কোন প্রকার ক্যাচাল কারীর ক্যাচালি মন্তব্যও যাতে প্রকাশ না পায় ।
ব্লগ লেখবো না কেন অবশ্যয়ই লেখবো তবে তা গল্প কবিতা হতে হবে । কোন প্রকার রাজনীতির বা ধর্মীয় মত বিরোধ পোস্টে আসলো কোন ব্লগ লেখা নয় তা নিতানতই হত্যা চক্র ছাড়া আর কিছুই না । তাই ব্লগার ভাই বোনদের কাছেও অনুরোধ থাকলো কোন ক্যাচাল টাইপের পোস্ট বা মন্তব্য করে নিজেদের মধ্যে আমরা যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট না করি সেই দিকে খেয়াল রেখে
ব্লগে সকলে মিলেমিশে চলি ও সুন্দর ভাবে ব্লগের পরিবেশ রক্ষা করি । আমাদের যেন আর শুনতে না হয় আর কোন ব্লগার ভাই হত্যা হয়েছে । আমরা আর কোন সঙ্গী সহ ব্লগার ভাই বোনদের যেন না হারাই ।
কেও ভুল বুঝবেন না প্লীজ । পাগলো কিন্ত নিজের ভালো বুঝে তাহলে আমরাতো সজ্ঞানী তাহলে আমরা কেন আমাদের
কোন লেখাটা দিলে ভালো হবে আর কোন লেখাটা দিলে খারাপ হবে তা বুঝব না ।
সকল সহ ব্লগার ভাই বোনদের অনুরোধ থাকলো ভাই ভাই হয়ে ব্লগীং করার জন্য ।
অনুরধে একান্ত আমি মিন্টু । ভালো মন্দ ভাবনা আপনাদের আমার আমাদের সকলের ।
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৯
আমি মিন্টু বলেছেন: পাগলের সুখ তার মনে ।
২| ০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৩
আলী আকবার লিটন বলেছেন: পৃথিবীতে লক্ষ লক্ষ ব্লগার আছে সবাই কি খুন হচ্ছে? কথায় আছে না যেমন কর্ম তেমন ফল
০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:০০
আমি মিন্টু বলেছেন: হুম গুড ভালো বক্তব্য দিছেন ।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৩
তারেক আযামী বলেছেন: একমত হওয়া গেল না । কেউ মৃত্যু থেকে পলায়ন করিতে পারে না ।