নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেও কেও দেখছি আজকাল ব্লগেপোস্ট দিচ্ছে তারা নাকি ব্লগীং ছেড়ে দিবে । আবার কেও কেও বলছে তারা নাকি ব্লগারের দলে নাই । সব হল নেকামি আরে মিয়া কাপুরুষ হইলে কি চলে । মনে সাহস রেখে ব্লগীং করতে হয় । এটা অবশ্য ঠিক ব্লগীং করলে কি হবে অনেক ব্লগার ভাই বোনগো হার্ড দূর্বল । তয় যাগো যাগো হার্ড ও বুক দূর্বল তাগো ব্লগীং না করাই ভালো তারা আসতে পারেন । কারন এখন ব্লগীং করার মাঝে বলতে গেলে পরীক্ষা চলছে । যারা যারা এই পরীক্ষা পাশ করতে পারবেন সত্যের মুখমুখী হতে পারবেন ধরে নেওয়া হবে তারাই আসল ব্লগার । তাই যারা আসল ব্লগারের পরিচয় দিতে চান তারাই ব্লগ জগতে থাকবেন । আর যারা আসল ব্লগের পরিচয় দিতে চান না তারা শুধু পালিয়ে যান কারন দূর্বল সৈনিক কোন কাজে আসেনা তাই দূর্বল সৈনিক থাকার চেয়ে না থাকায় ভালো । তাই ভিতু কাপুরুষ ব্লগার ব্লগে থাকার চেয়ে না থাকায় ভালো । আমরা পালিয়ে যেতে ব্লগে আসি নাই সূতারাং বুঝতেই পারছেন আমাদের ব্লগছেড়ে যাওয়ার প্রশ্নয়ই উঠে না । আমরা শরীরের শেষ রক্ত বিন্দু থাকা পযন্ত ব্লগে লড়ে যাবো সত্য নিয়ে লেখে যাবো আপনি কাপুরুষ আপনি ব্লগ থেকে পলান ।
১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪
আমি মিন্টু বলেছেন: ইয়েস ঠিক কইছেন এই ব্লগ জগতটাই এখন বড় অপরাধ জগত হয়ে গেছে ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫
অেসন বলেছেন: Blogging is not a crime.