নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিলয় হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তপ্ত উঠছে রাজনৈতিক দলগুলো ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ নানান শ্রেণী পেশার মানুষেরা ।
একের পর এক ব্লগার হত্যাকাণ্ডে শনিবারও বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল এবং এর বিপক্ষে প্রতিবাদ সমাবেশ করেন । প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ।গণজাগরণ মঞ্চ নিলয় হত্যাকারীদের গ্রেফতারে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে আগামী শুক্রবার পর্যন্ত আলটিমেটাম দিয়েছে সরকারকে । এরমধ্যে খুনিদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলারও ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার । গণজাগরণ মঞ্চ শনিবার বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল এক মশাল মিছিল বের করেন । মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রজন্ম চত্বরে এসে শেষ হয় । এখানে সংক্ষিপ্ত বক্তব্যে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন ইমরান এইচ সরকার । গণজাগরণ মঞ্চের ধারাবাহিক কর্মসূচির মধ্যে রয়েছে রোববার বিকেল ৪টায় শাহবাগে প্রজন্ম চত্বরে ব্লগার নিলয় নীলের প্রতিকৃতি স্থাপন করে শ্রদ্ধা নিবেদন । মঙ্গলবার বিকেল ৪টায় প্রজন্ম চত্বরে বিক্ষোভ সমাবেশ এবং আগামী শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক সমাবেশ ।
১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৯
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই আপনার এ প্রশ্নের সঠিক জবাব কেও দিতে চায় না ।
২| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৯
রামন বলেছেন: ব্লগাররা একতাবদ্ধ না হলে তারা একের পর এক খুন হতে থাকবে। পুলিশ ও সরকার তো ব্লগারদের নিরাপত্তা দিতে পারছে না, কাজেই সরকারের কাছে জোরালো দাবি যারা নিরাপত্তাহীনতায় ভুগছেন আত্মরক্ষায় তাদেরকে অস্ত্র দেয়া হোক৷
১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৫
আমি মিন্টু বলেছেন: রামন দাদা তাতে কিন্ত বিপদ আরো বাড়বে ।
ঠিক এরকম ভুল কিন্ত প্রিয় নেতা বঙ্গবন্ধু করেছিলেন আর তা হল মুক্তিযুদ্ধাদের কাছ থেকে অশ্র ঠিক মতো বুঝে নেননি ।
৩| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২
ফেরদাউসুর রহমান বলেছেন: অতিরিক্ত কোন জিনিসই ভালো না।
১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭
আমি মিন্টু বলেছেন: শুধু মাত্র মুক্তমনা আর এই গনজাগরনমঞ্চ বাংলাদেশের আজকের এই পরিস্থিতির জন্য দায়ই ।
৪| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩
রামন বলেছেন: একজন নিরস্ত্র ও দুর্বল মানুষকে হত্যা করতে যখন ৪ বা তারও অধিক কাপুরুষ আসে তখন বেঘোরে মরার চাইতে অস্ত্রের সাহায্যে একটা কাপুরুষকে মেরেই মরা উচিত।
১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৮
আমি মিন্টু বলেছেন: আপনি কি মনে করেন অশ্র হলেই সব সমাধান হব ।
হবে না রামন দাদা হবে না । তাতে অশ্রের গরমে অনেক ভালো যুবক ভালো যুবকেরা সন্ত্রাসের খাটায় নাম লেখাবে ।
৫| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৫
আলী আকবার লিটন বলেছেন: কি আর হবে সরকার এসব কুলাঙ্গারদের চাপ সইতে না পেরে গোটা দশেক মাদ্রাসার ( বাইছা বাইছা মুখে দাড়ি আছে যাদের ) নিরাপরাধ ছাত্রকে দিন কতক অমানুষিক নির্যাতনে স্বীকার করাতে বাধ্য করাবে জে,তারাই খুনি।পরে কারা ভোগ ।বাংলাদেশে এটাই তো হয়ে আসতেছে । আচ্ছা যদি ওই নিরাপরাধ ছাত্রটি ভবিষ্যতে প্রতিশোধ মূলক অস্ত্র হাতে তুলে নেয় তবে তখন কি আমরা তাকে মৌলবাদী বোলব ??
১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০১
আমি মিন্টু বলেছেন: আমাদের বাংলাভাষায় একটি প্রবাত আছে না আকবার ভাই যে খেয়ে গেল দাড়ি আলা ধরা পড়লো মোছ আলা ।
সেই অবস্থা বর্তমান আমাদের ।
৬| ১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০০
তপ্ত সীসা বলেছেন: মন্তু বাইয়া, মনতু বাইয়া, সাতদিনে কিচু না করতে পারলে ওলাও কি যুদ্দু শুরু কলবে? কি দিয়ে কলবে? ওদেলও কি কামান বুন্দুক পিত্তল আচে?
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৪
আমি মিন্টু বলেছেন: না ভাইয়া ওগো ওগুলো নাই তবে আছে ডান্ডা
যা দিয়ে পিটিয়ে করবে ঠান্ডা ।
৭| ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০১
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১০
আমি মিন্টু বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ প্রামানিক ভাই ।
বাহ বাহ প্রামানিক ভাইয়ের নাম মনে হচ্ছে ঠিক হয়ে গেছে ।
ভাই এ উপলক্ষে মিষ্টি পাঠাইয়া দিয়েন কইলাম ।
৮| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০৫
ক্ষতিগ্রস্থ বলেছেন: রামন দার তো দেখি অস্ত্র ব্যামো হয়েচে...
১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৪
আমি মিন্টু বলেছেন: হ তাই মনে হচ্ছে আর হের লেইগা ভাই আমিও চিন্তা করছি কি আর করার রামন দাদার জন্য
কয়েক ট্রাক অশ্র পাঠাইয়া দিমু । যা দিয়ে কেও কেও খুব সহজেই কায়দা মত পুরো বাংলার জনগনকে
একত্রি করে মেরে তাদের মন মত ফাইদা লুততে পারে ।
ঐ যে দেখছেন ভাই কাজের কোন কাজ নাই অকাজ লইয়া বইয়াগেছে চক্করের মোরে । শুধু মাত্র এই
মোরতার লেইগা কষ্টে আছে পুরো দেশের মানুষ ।
৯| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৬
মো কবির বলেছেন: শুধু মাত্র মুক্তমনা আর এই গনজাগরনমঞ্চই বাংলাদেশের আজকের এই পরিস্থিতির জন্য দায়ী।
১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৯
আমি মিন্টু বলেছেন: আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ । সহমত
১০| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১১
শতদ্রু একটি নদী... বলেছেন: এরা বাল ছিড়বে সাতদিন পর। এতোগুলা হত্যা হইলো কাউরে ধরা যায়নাই। এইবারো যাবেনা। কাউকে যদি সনাক্ত না করা যায় তাহলে জোর করে কি কাউকে ট্যাগ দিয়া বিচার দাবী করবে? নাকি অজানা সেই খুনীদের গ্রেফতার দাবীতে খালেদার মত লাগাতার হরতাম দিবে?
১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৮
আমি মিন্টু বলেছেন: আল্লা নদী ভাই আপনে কি কইচেন । জানেন না হ্যাগো কিচু কওয়া যাইবো না ।
হেরাই আগামীতে দেশের কনডম সৈনিক ।
১১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৪
নীলতিমি বলেছেন: ""ঠিক এই ধরনের"" মুক্তমনা হলে মূত্রের মধ্যেই হয়তো গড়াগড়ি খাইতে হইবেক! :/
১২ ই আগস্ট, ২০১৫ রাত ২:২১
আমি মিন্টু বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ।
এই সব মুক্তমনারা আর শাহাবাগ মোরের শাহাবাগিরা আছে যতদিন ততদিন শুধু দেশে নষ্টামিই বই ভালো আর
কিছু হবে না ।
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২
আমি মিন্টু বলেছেন: কিছু মনে করবেন না সহ ব্লগার ভাই বোনেরা হত্যার বিচার আমাদেরও দাবী ।
কিন্ত তাই বলে গনজাগরন মঞ্চ যা করছে তা কি ঠিক ।