নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কয়েক দিন থেকেই শুনে আসছি আমাদের বাসায় পাশের
এক প্রতিবেশি আমার মত ভাড়াটিয়া ভাইয়ের শ্ত্রীর ছেলে পুলে হবে ।তো সেই দিন বলতে এইত গেল রবিবার রাত দুইটায় শুনতে পেলাম সেই পাশের প্রতিবেশি ভাইয়ের শ্ত্রী একজন ছেলে সন্তান জন্ম দিয়েছেন । সংবাদটি শুনে বেশ খুশি হোলাম ।
অবশ্য পরে সকালে যখন ছেলের বাবার মুখে তার সন্তানে শাররীক অবস্থার কথা জানলাম তখন আবার মনটি খারাপ হয়ে গেল ।
কারন ছেলেটিকে নাকি আসিইউতে রাখাছিল । তার পরের দিন আবার সংবাদ পেলাম ছেলেটি তখন একটু একটু সুস্থরদিকে আছে । সুস্থ হওয়ার সংবাদটি শুনে মনটি আবার ভালো হয়ে গেলো ।
যাই হোক ঠিক চারদিনের দিন রাত দুইটার দিকে হঠাৎ কান্নার শব্দ শুনতে পেলাম । দৌড়ে তাদের ঘরে যেয়ে জানতে চাইলে ছেলেটির খালায় বললো আমাদের নতুন বাবুটি আর নেই । আমি জিজ্ঞেস করলাম নেই মানে উনি বললো কিছুক্ষন আগে সে মারা গেছে ।
তার পর জিজ্ঞাসা লাশ কখন নিয়ে আসবে সে বললো নিয়ে আসতে আসতে সকাল নয়টা বাজবে । আমি বললাম কেন এত দেরী কেন । উনি বললো কি আর বলবো ভাইয়া গত কয়েকদিনে হাসপাটালে প্রায় ৩৭০০০ টাকার মত বিল জমে গেছে কিন্ত দুলাভাইয়ের কাছে অত টাকা হবে না তাই তার ভাইকে খবর দিয়েছে সে কুমিল্লায় থাকে । সেখান থেকে সে টাকা গুছিয়ে আসতে ঘন্টা পাচ ছয়েক সময় লাগবে ।
এই কথা শুনে আমার পাশে থাকা এক ভদ্র লোক বললেন আহারে ছেলেটি বেঁচে থাকলে পঞ্চাশ হাজার খরচ হলেও কষ্ট লাগতো না । ছেলেটি মরেও গেলো মেরেও গেলো ।
১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ
সত্যয় তাই হতো ।
২| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৯
মো কবির বলেছেন: কিছুই করার নেই , কাদা ছাড়া .।.।.।.।.।।
১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৯
আমি মিন্টু বলেছেন: আমিও তাই করেছিলাম তবে নীরবে
৩| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৪
বাড্ডা ঢাকা বলেছেন: খুব মরমহত ঘটনা । খারাপ লাগল
১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪১
আমি মিন্টু বলেছেন: খারাপ লাগার মতই কথা ।
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৭
বুরহানউদ্দীন শামস বলেছেন: আহারে ছেলেটি বেঁচে থাকলে পঞ্চাশ হাজার খরচ হলেও কষ্ট লাগতো না ।
সত্যি তাই ।