নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন থেকে নিয়মিত সামুতে না আসার চেষ্টা করমু । এবং পোস্ট না দেওয়ার চেষ্টা
করমু । দেখি এখানেতো অনেক দেখলাম পড়লাম ও লেখলাম এবং শিখলাম ।
এখন দেখি ওখান থেকে কিছু শিখা যায় কিনা । তবে খুব সহজেই কিন্ত এখন ফ্রি ব্লগ
তৈরি করা যায় । অবশ্য টাকা লাগলে আমি এ কাজ করতাম না । ফ্রি বলেই তৈরি করে নিলাম ভাই নিজের
একটা সাইট । এখানে অবশ্য একটা ভয় নাই আর তা হলো কোন মডুদের কোন প্রকার নোটিশ ও ব্যন্ড করা
ঝামেলা । ধন্যবাদ সামুর মডুদের আল্লাহু আপনাদের দীর্ঘআয়ু দান করুক ।
এখানে ক্লিক করলে আমার রাফ খাতার ডাইরীটি আপনেরা দেখতে পারবেন ।
তবে অবশ্য একেবারে ফাইনাল কথা দিতে পারছি না যে এখানে লেখা পোস্ট করমু কি না । তবে বেশি বেশি চেষ্টা করমু না দেওয়ার ।
ধন্যবাদ সকল সহ ব্লগার ভাই বোনদের । সরি মডারেট এটা কোন অ্যাড না আমি নিজে হাতে একটা সাইট বানাইলাম তাই শেয়ার
করলাম ।
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৭
আমি মিন্টু বলেছেন: কথায় কথায় বুঝলাম ভাই কিন্তু ধুনফুন কারে কয় ভাই একটু বুঝাইয়া কইবেন ।
২| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:৫৮
আজমান আন্দালিব বলেছেন: পাঠক পাবেন কোথা?
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:১০
আমি মিন্টু বলেছেন: কোন কিছু শুরু করেই বেশি সফল হওয়া যায় না । আস্তে আস্তে হতে হয় ।
৩| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:২৬
সুমন কর বলেছেন: আপনার সাইটি ঘুরে আসলাম। ভালোই হয়েছে।
আর সামু ছেড়ে যাবার কোন দরকার নেই। এখানেই থাকুন, পড়ুন, মন্তব্য করুন এবং কম লিখুন।
তাহলেই তো সমস্যা নাই।
শুভ রাত্রি।
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৮
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সুমন ভাই তাই চেষ্টা করমু । আপনার জন্য শুভকামনা রইল ।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১:৪৫
পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: বেজায় কাম করে ফেলেছেন। কথায় কথায় ধুনফুন পোস্ট না করার আহবান জানাই।