![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে আজ থেকে ইন্টারনেট গেটওয়েগুলো প্রতি এমবিপিএস মেগাবিটস পার সেকেন্ড ব্যান্ডউইথ পাবে ৬২৫ টাকায় যার মূল্য ছিল ১ হাজার ৬৮ টাকা । তবে এই দাম কমানোর ফলে আমরা সাধারণ গ্রাহকরা কোন সুবিধা পাবেন না । প্রথমত ঢাকা ও চট্টগ্রাম এবং কক্সবাজারে এই সুবিধা কার্যকর করা হবে । এই দাম প্রযোজ্য হবে কেবল ১০ জিবিপিএস গিগাবিটস পার সেকেন্ড ব্যান্ডউইথ স্ল্যাবের ক্ষেত্রে । গ্রাহক পর্যায়ে দাম কমানোর বিষয়টি নির্ভর করবে ইন্টারনেট গেটওয়ে এবং ইন্টারনেট প্রোভাইডারদের ওপর । দেশে ইন্টারনেটের দাম নিয়ে ব্যবহারকারীরা বরাবরই অসন্তোষ প্রকাশ করেছেন । ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের এ্যাসোসিয়েশনের পরিচালক উথান্ট রব্বানি বলছিলেন এই দাম কমলেও সাধারণ গ্রাহকেরা কোন সুবিধা পাবেন না । ১০ জিবিপিএস ব্যান্ডইউথ বাংলাদেশে কিনে থাকেন বড় বড় সার্ভিস প্রোভাইডাররা । তাই এর প্রথম সুবিধাটা পাবে আইআইজি অপারেটররাই । সেখান থেকে স্থানীয় ভাবে যারা ইন্টারনেটের কানেকশন দিয়ে থাকেন যাদেরকে ক্যাটাগরি এ আইএসপি বলা হয় তারা কিনে থাকেন । বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীরা সব সময় একটা অভিযোগ করে থাকেন যে পরিমাণ টাকা তারা দেন সেই মানের ইন্টারনেটের স্প্রীট তারা কখনই পান না । মিঃ রব্বানি বলছেন ক্যাটাগরি এ আইএসপি অর্থাৎ যারা পাড়া বা মহল্লায় বাসা বাড়িতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টারনেট কানেকশন দিয়ে থাকেন তাদের সার্ভিসের কারণে ইন্টারনেট গতি কমে যাচ্ছে । তিনি এ বিষয়টি ব্যাখ্যা করে বলেন তারা ১ এমবি ব্যান্ডউইথ ১০ জনের মধ্যে ভাগ করে দিচ্ছেন । এটাকে বলা হয় কনটেনশন রেশিও । এর ফলে ১ এমবিপিএস একই সময়ে দশজন ব্যবহার করছেন যে কারনে ইন্টারনেটের স্প্রীট স্বাভাবিক ভাবেই তারা ভাল পান না । যদি ক্যাটাগরি এ আইএসপি পুরো ১ এমবি এক জনের জন্যই বরাদ্দ করে তাহলে ভাল গতি পাবে সকল গ্রাহকেরাই । আর গতি না থাকার এটাই মুল কারণ আর তা হল ১ এমবি কে আমরা ৮ থেকে ১০জন ভাগ করে ব্যবহার করি ।
সুত্রঃ বিবিসি
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
আমি মিন্টু বলেছেন: একটি সময় অবশ্যই সকল স্থানেই অর্থাৎ গ্রামের পর গ্রামে তবে এটি মনে হচ্ছে ভাই আমরা দেখে মরতে পারবো না ।
তবে যদি দ্রুত এ কাজটি করতে পারবে বাংলাদেশ তথ্যমন্ত্রণালয় ততয় দেশের জন্য মঙ্গল হবে ।
ধন্যবাদ মাঘের নীল আকাশ ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য ।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
সুমন কর বলেছেন: দাম কমানো উচিত।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
আমি মিন্টু বলেছেন: ওহ সুমন দাদু আপনিকি ঘুমিয়েছিলেন মনে হচ্ছে এই মাত্র চোখ কচলাতে কচলাতে বিছানা ছাড়লেন ধোন মাইন্ট দেখতে পারছেন না দামতো কমিয়েছে তবে তাদের গুটি লাল করার জন্য । আমাদের জন্য না ।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১
মামুন আকন বলেছেন: আমাদের বরিশালের জন্য এর কোনো উপকার নাই
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
আমি মিন্টু বলেছেন: শুধু বরিশালয়ই না বাংলাদেশের অনেকেরই কোন কাজে লাগবে না ।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২০
মামুন আকন বলেছেন: সুধু সুধু এসব করে কাজ কি ???
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
আমি মিন্টু বলেছেন: শুধু মানুষকে পাগল বুঝ দেওয়া । আর কোন লাভ দেখছি না ভাই ।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
ব্লগার মাসুদ বলেছেন: ভালো একটি বিষয় তুলে ধরেছেন । তবে এ বিষয় আরো কিছু বিস্তারিত লেখলে ভালো হত মিন্টু ভাই ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
আমি মিন্টু বলেছেন: আর কি লেখমু ভাই । আর কিছু লেখার নাই ।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৩
রাসেলহাসান বলেছেন: কমায় না ক্যা!
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১
আমি মিন্টু বলেছেন: কে কয় কমায় নাইকা । কমাইছেতো ভাই তয় ওগো পকেট ভরবো আপনার আমার কুন ফয়দা নাই ।
৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৪
বাড্ডা ঢাকা বলেছেন: কমালে কিন্তু দিন রাত ফেসবুক ও ব্লগে আড্ডা মারা যেত ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
আমি মিন্টু বলেছেন: কেমন আছেন আপনি । আপনার আর আমার কপাল সেইম আমাদের দুইজনের কারো লেখই নির্বাচিত হয় না ।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৩৯
কালের সময় বলেছেন: ইন্টারনেটের দাম কমালে ভালো হত ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সেতো আমরাও জানি ।
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১০
অগ্নি সারথি বলেছেন: চুরশালারা।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
আমি মিন্টু বলেছেন:
১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫
মোঃআবু তাহের বলেছেন: খুলনা ৩য় বৃহত্তম শহর তাহলে খুলনা না হয়ে কক্সবাজার কেন ?
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
আমি মিন্টু বলেছেন: হয়ত খুলনার চেয়ে ওখানে বেশি মাল পকেটে ঢুকাতে পারবে ।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
মাঘের নীল আকাশ বলেছেন: সারা জীবন কি ঢাকা ও চট্টগ্রাম এবং কক্সবাজারে এই সুবিধা থাকবে ?!?