![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরি স্যার কিছু মাইন্ড করবেন না । আমি অপরাধ করা শিখেছি মনে হয় আমার বাবার কাছ থেকেই । সূতারাং অপরাধী সব থেকে বেশি আমার বাবাই । সে যদি আমাকে ছোট বেলায় যখন আমি কোন অপরাধ করতাম তখন পিটিয়ে মানুষ করার চেষ্টা করতেন তাহলে হয়ত আজ আমি অপরাধ কি বুঝতাম না । আমি মাঝে মাঝে যখন মেয়েদের নিয়ে আমার রুমে ফুর্তি করতাম তখন আমার বাবা ওসব দেখেও চোখ বন্ধ করে অন্যদিকে চলেযেতেন । তখন যদি আমার বাবা আমায় ধরে আচ্ছামত ধোলাই দিতেন তাহলে হয়ত আমি আজ মেয়েমানুষ নিয়ে ফুর্তি করার কথাতো দূরে থাক ফুর্তিকরার কথা চিন্তাও করতাম না । তাও আবার প্রহৈলা বৈশাখের মতো একটি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মত স্থানে ছি ছি আমি কত খারাপ হয়েছি । যখন আমি ছোট থাকতে এক পা দুপা করে মিছিলে যেতাম তখন যদি আমার বাবা বলতেন তুই কোন রাজনীতির দলে যাবি না আমি তাই করতাম । এখন যখন আমার বাবা রাজনীতি করে আর আমি তার ছেলে হয়ে তারই বিরুদ্ধে চলে যাই তখন আমার বাবা আমায় যদি বলে তুই আর রাজনীতি করতে পারবি না তা কি আর আমার পক্ষে সেখান থেকে ফিরে আসা সম্ভব ।
ছি ছি স্যার আপনি কেমন ছাত্র তৈরি করছেন যে ছাত্র এর জন্য আপনাকে বলতে হয় গলায় দড়ি দিয়ে মরার কথা ।
স্যার এ দেশে বহু আকাম কুকাম হয়েছে বঙ্গবন্ধুর নামে শ্লোগান তুলে তখন আপনার আদশ্য কোথাই ছিল ।
আরে মিয়া আপনার কাজ হলো ছাত্রদের মানুষ করার । তাদের নিয়ে রাজনীতি করার কথা নয় । তা না করে আপনে করলেন কি
ছাত্রদের সঙ্গে নিয়ে রাজনীতি করলেন । আর যখন আপনার এই রাজনীতির অপপুরুষ্কার আপনার কাঁধে পড়লো তখনই নানান তালবাহনার কথা আপনার মুখথেকে বেড়ুতে থাকলো । আরে স্যার একজন শিক্ষকের দায়ত্ব হল তার ছাত্রদের পিতিয়ে মানুষ করা । আর আপনি আপনার ছাত্রদের আদর করে নিজ স্বার্থে অমানুষ বানিয়েছেন ।
আপনাদের মত কিছু রাজনীতি বিধ শিক্ষকদের জন্যই আজ দেশের এ অবস্থা । তাই হিসেবে আগে আপনারই বিচার হওয়া ধরকার ।
সরি স্যার আপনাদের শিক্ষকদের জন্য অনেক কষ্ট হয় তার পরেও যা সত্য তাই । সব বাধ দিয়ে আপনি আপনাকে এখন যে যা বলতে বলবে আপনি তাই করুন । সোজা কথা আপনি একজন রিমোটকন্ট্রল সিস্টেম রোবড হয়ে যান ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
আমি মিন্টু বলেছেন: সরি গেম চেঞ্জার ভাই আপনি হয়ত ভুল বুঝতেছেন আসলে আমি কি বলেছি তা আপনাকে আগে বুঝতে হবে ।
একজন শিক্ষকের কাজ হল ছাত্রকে জ্ঞানের শিক্ষা দেওয়া । তার কিন্তু কোন দলাদলি করার কথা নয় ।
আর একজন মনুষকে ভালোবাসলে তার ভুলগুলো ধরিয়ে দেওয়া দরকারও আছে আমি মনে করি । আপনি বুকে হাত রেখে
বলতে পারবেন গেম চেঞ্জার ভাই যে স্যার কোন ভুল করে নাই । আর সে ভুলের মাশুলই হয়ত তাকে আজকের এই পরিস্থিতির
সামনে দাঁড় করিয়েছে । সরি ভাই বুলবুঝবেন না হয়ত আমি অশিক্ষিত মানুষ তাই আপনাকে বুঝাতে পারি নাই । ধন্যবাদ ভালো থাকবেন এই শুভকামনা ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
যোগী বলেছেন:
জাফর ইকবাল ছাত্রদের মানুষ করতে পারেনি বুঝলাম, কিন্তু বাংলাদেশে এমন কোন শিক্ষক কী আছে যে তার ছাত্রদের মানুষ করতে পেরেছে?
আর জাফর ইকবাল কোন রাজনৈতিক দলের সদস্য?
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
আমি মিন্টু বলেছেন: যোগী ভাই কিছু মনে করবেন না তাহলে নিশ্চয় আপনি অমানুষ নন বা
আপনার শিক্ষক আপনাকে অমানুষ বানায় নাই ।
বাংলাদেশের সাধারণ মানুষগুলো চেয়ে এখন রাজনীতি চলে কলেজ স্কুলগুলোতে ।
আর যখন তা কোন ঝামেলায় পড়ে যান তখন সবাই ধোয়া তুলসি পাতা হয়ে যান ।
ধন্যবাদ যোগী ভাই । ভালো ও সুস্থ থাকুন । অন্যকেও সুস্থ রাখার চেষ্টা করুন এই শুভ কামনাই করি ।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
mahaboobsoheil বলেছেন: স্পষ্টই বলেছেন। কেউ কিছু না বলাতে আজ এই রকম দ'ইতনীতিতে অবস্থান করে হীরো সেজে বসে আছে। প্রফেসরও আবার রাজনৈতিক কর্মীও। সবাই জানে উনি যে ছাত্রদের সমর্থন নিতে নিতে অগ্রসর হন। ভিসির চাইতে বেশী ক্ষমতা প্রদর্শন করে সেই ক্ষমতার অপব্যবহারও করেন তাও আবার সরকারের বিপরীতে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২
আমি মিন্টু বলেছেন: আমি আর কি কমু ভাই যারা আসলে ভালো জ্ঞানী লোক তারাও অবশ্য আমার থেকে আরো ভালো বলতে পারবে ।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার কথা তিনি শুনেছেন। এখন তিনি তাদের বুঝিয়ে মানুষ করবেন।
view this link
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫
আমি মিন্টু বলেছেন: একবার যদি গরু ছাড়া হয়ে যায় সে গরুকে হাজার চেষ্টা করলেও আর বেঁধে পালা যায় না ।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
মোহাম্মদ জামিল বলেছেন: জাফর ইকবার একজন চেতনা ব্যবসায়ী-
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮
আমি মিন্টু বলেছেন: একজন জ্ঞানী বুদ্ধি পরায়ন লোককে এভাবে বলতে হয় না ।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
দেরী হয়ে গেছে, উনাকে ১ম থেকেই সাধরণ ছাত্্রদের পক্ষে থাকার দরকার ছিল।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
আমি মিন্টু বলেছেন: উনি শুরুতেই ভুল করে ফেলেছে ।
এখন আবার ছাত্রদের বলছে তারা নাকি এখন ছোট্র ।
ছাত্র এরা নাকি এখন তাদের মায়ের কুলে শুয়ে ছোট্র শিশুদের মত দুধু খায় ।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৫
শিপন মোল্লা বলেছেন: এখানেও জাফর ইকবাল স্যার।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ।
উনি মনে হয় আপনার একজন প্রিয় মানুষ ।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৫
ই হক মুরাদ বলেছেন: সার্কাস দেখছি সার্কাস, আরো দেখাবে আর আমরা যাতাকলে পিষ্ট জনগন বসে বসে দেখব......... অপেক্ষা ................
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
আমি মিন্টু বলেছেন: এখন ভোরের লালটুকটুকে সূর্য উঠেনি ।
এখন ভোর হতে অনেক বাকী ।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
জেকলেট বলেছেন: চেতনার ঠেলায় অচেতন অবস্থা। ঐ দিন দেখলাম উনি বলছেন ভিসি মিথ্যা বলছেন। আর উ যে ৯৮-৯৯ এ জাহানারা ইমাম হলের নামকরন নিয়ে সমস্যার সময় অসংখ্য মিথ্যা লিখলেন এইগুলোর কি হবে?? ঐ সময়কার প্রথম আলো সাক্ষি। আমার মত অসংখ্য মানুষের ছোটবেলার নায়কের এই পাপটুকু না করলেই কি চলতনা??? জাফর ইকবাল স্যার আপনাকে এখন আর মানুষ সম্মান করেনা। আর ১০ জন দলকানা শিক্ষকেরমত মনে করে। আপনি সাদা মনের মানুষ নন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ সত্যগুলো প্রকাশ করার জন্য ।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
ব্লগ সার্চম্যান বলেছেন: আমাদের স্যার আর কাকুর মধ্যে ভাই কোন পার্থক্য নাই ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
আমি মিন্টু বলেছেন: ধন্যবাদ ভাই ঠিকই বলেছেন সহমত ।
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯
কালের সময় বলেছেন: এ কেমন কথা ভাই ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৩
আমি মিন্টু বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
গেম চেঞ্জার বলেছেন: স্যার রাজনিতি করেন নাই । মিথ্যা অপবাদ দিবেন না । চান্স পেয়ে এখন সবাই উনার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন না ? সময়ের সদ্ববহ্যার করছেন তো ? করেন । কিন্তু কদিন । স্যার ঠিকই উনার অবস্থান ব্যাখ্যা করবেন এবং সব ধুলো ঝেড়ে আবার স্ব-মহিমায় আমাদের মাঝেই ফিরে আসবেন । হয়তোবা আগের চেয়ে আরো বেশি মানসিক শক্তি নিয়ে ।