![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হবিগঞ্জে ছাত্রী লাঞ্ছনাকারী সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে । প্রকাশ্যে রাজপথে ছাত্রীকে লাঞ্ছনা করার দৃশ্য ফেসবুকে ভিডিও আপলোড করার পর সারা বাংলাদেশজুড়ে এই নিয়ে তোলপাড় শুরু হয় । গতকাল দুপুর ১টায় সদর মডেল থানায় শহরতলি রিচি গ্রাম থেকে ইউপি মেম্বারসহ মুরুব্বিরা বখাটে রুহুল আমীনকে নিয়ে সদর মডেল থানায় আসেন । এ সময় তাকে পুলিশ গ্রেপ্তার করেন ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দিন চৌধুরী রুহুলকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন । নির্যাতিতা মেয়েটি হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী । অন্যদিকে রাহুল হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জুনিয়র স্কুল নবম শ্রেণির ছাত্র । প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় রুহুল ওই ছাত্রীকে চরথাপ্পর মারে রুহুল । স্থানীয়রা জানায় হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার এতিমখানা সড়কের মোবারক হোসেন নামে এক ব্যক্তির ভাগ্নে রুহুল আমিন রাহুল কিছুদিন আগে প্রেমের প্রস্তাব দিলে মেয়েটি তা প্রত্যাখ্যান করে । এতে সাড়া না পেয়ে রাহুল মেয়েটিকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করতো । বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে মেয়েটির এক নিকটাত্মীয় রাহুলকে চর থাপ্পর মারেন । এতে রাহুল ক্ষিপ্ত হয়ে গত ২৬ আগস্ট বিদ্যালয় ছুটির পর বাসায় যাওয়ার সময় ওই মেয়েটিকে চর থাপ্পর মারে । এসময় রাহুল মেয়েটির যে স্বজন তাকে পিটিয়েছেন তার হাত পা কেটে ছাত্রীটির কাছে পাঠানোর হুমকি দেয় । এ ঘটনার ভিডিও চিত্র ১ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়ে । এ ঘটনায় পরে পুলিশ অভিযান চালিয়ে রাহুলকে আটক করে ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৪
আমি মিন্টু বলেছেন: সচেতনহ্যাপী ভাই যারা এই সব ঘৃর্ণ কাজকে সমর্থন করে বুঝতে হবে তাদের ভেতরে মনসত্য বলে কিছু নাই ।
থাকলে কখন এরকম কাজকে সমর্থন করবে না । করার আগে অন্তত একবার হলেও হয়ত ঘরে রেখে আসা তার মেয়ে
নয়ত বোনের কথা মনে করবে । ধন্যবাদ ভাইয়া ।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪০
আরক্রেস্টিক রাওমার বলেছেন: এদের অন্ডকোষ ছিলে ফেলা দরকার।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৫
আমি মিন্টু বলেছেন: এই সব অপরাধীদের বিচার করতে কেন যে আইন বিলম্ব করে বলতে পারি না ভাই ।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: জানোয়ার !!!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭
আমি মিন্টু বলেছেন: শুধুই কি জানোয়ার ।।
জানোয়ারের বাচ্চাও বলতে পারেন । বুঝলেন । নাকি আরো বুঝাইয়া কমু মিয়া ভাই ।
না বুঝলে আপনে কেমন চেয়ারমেন ।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩১
ব্লগ সার্চম্যান বলেছেন: এদের কঠড় সাজা হওয়া উচিত ।
যা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে । কেও দৃত্বীয় বার এমন অন্যায় করার দূরসাহস করবে না ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
আমি মিন্টু বলেছেন: হ হ আমরাও তাই কই এদের বিরুদ্ধে আমাদের নিজে থেকেই ব্যবস্থা নিতে হবে ।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: কিশোর বলে পোলাটা না আবার পার পেয়ে যায়!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪২
আমি মিন্টু বলেছেন: সাধু দাদা কিশোর বলে কি ওর কিছু নাই ।
আর কিছু না থাকলে ও প্রেম করে কি করবে গো ।
দাদা ও যদি কিশোর হয় তাইলে ওরে ব্লগারগো হাতে ছাইড়া দিতে কন আমরা ওর পেন্ট খুইলা উলঙ্গ
কইরা ওর পেন্টের নিচে ইট বাইন্দা দিমু । কারন এ দেশের প্রশাসন কিছু করতে পারে না ।
সব বেটা থেইকা হিজলা হয়ে গেছে ।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: এবং যারা সমর্থনে ভিন্নচিত্র প্রকাশ করে!!