নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।\nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।\n

আমি মিন্টু

আমি মিন্টু › বিস্তারিত পোস্টঃ

বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৭


গ্যাস বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় খেতে খাওয়া সাধারন মানুষ গুলো যখন রাস্তায় নামছে তখনই তাদের প্রতি বাংলাদেশের পুলিশদের চওরা হতে দেখা যায় । এটা কেমন কথা ভাই এদেশের মানুষ হিসেবে আমার জম্মভূমিতে থেকেও এতটুক অধিকার আমার নাই ।
পুলিশের আসলে এসব বিষয় বোঝা উচিত । একজন পুলিশকে কি ভাবে আপনি বন্ধু ভাববেন সে আপনার আমার ও দেশের সাধারন জনতার কোন কাজেই লাগছে না ।
তেমনি আজ যখন গ্যাস বিদ্যুতের মূল্য বাড়ার প্রতিবাদে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি যখন বিক্ষোভ মিছিল করলো তখনই পুলিশ লাঠিচার্জ ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা বিএনপির ব্যানারে সকাল সাড়ে ১০টায় নগরীর নাজিরের মহল্লা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি সদর রোডের দিকে যেতে চাইলে জেলখানা মোড়ে তাদের আটকে দেয় পুলিশ । এ সময় বাদানুবাদের এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয় । লাঠিচার্জে কোতোয়ালি ছাত্রদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আউয়াল, কোতয়ালী যুবদলের সাধারণ সম্পাদক শামস তার্বিজ এবং কোতোয়ালি বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মানিক, আক্তার হোসেন, মাহবুবুল আলম এ ঘটনায় আহত হয়েছেন ।
যাক যত মনে চায় দাম বাড়িয়ে চলুক । প্রয়োজনে বিদুৎ গ্যাস বিল যোগারে কাল রাস্তায় ছিনতাই করতে বেরহবো ।
টা কেও কি ছিনতাই করতে একটি অশ্র দিয়ে আমায় সাহায্য করবেন ব্লগার ভাইয়েরা । আছে কি আপনাদের কাছে তেমন
কোন অশ্র । থাকলে আমায় প্রতি মাসে কিছুদিনের জন্য দিয়েন । রাস্তায় ঠ্যকবাজী করমু ।


তথ্যসূত্রঃ যুগান্তর

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গণতন্ত্রে যদি জনগনই ক্ষমতার মূল হয় তাহলে পুলিশ সেই জনগনকে পেটায় কী করে?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭

আমি মিন্টু বলেছেন: শুনেন সহজ কথা হলো দেশে এখন চলছে পাটি তন্ত্র । গনতন্ত্র বলে কোন ইসু নাই ।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

নতুন বলেছেন: পুলিশ সরকারের পেটোয়া বাহিনি... সবদলই হুকুম দেয় জনগনকে পিটা... এখন সেটা অভ্যাসে পরিনত হইচ্ছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

আমি মিন্টু বলেছেন: জি নতুন ভাইজান আপকা কথা ঠিক হে । আমি এতে ১০০% সহমত ।
আর সে জন্যই বলেছিলাম আপনাদের সরকার থক্কু বাংলাদেশের সকল জিনিসের দাম যে হারে বাড়াচ্ছে সে হারে ইনকাম সোচ নাই আর ইনকামের চেয়ে যদি খরচের হার বেড়ে যায় তাতে ঘরের শ্ত্রীকেতো এক সময় দেখা যাবে পর পুরুষের কাছে ভাড়া দিয়ে
তার পর সংসার চালাতে হবে । তার চেয়ে বরং ভাই আমাকে একট অশ্র দেন ঘরের শ্ত্রীকে পরের কাছে ভাড়া না দিয়ে ছিনতাইতে নেমে যাই । কি বলেন ভাই কেমন হবে ।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৫

নতুন বলেছেন: আপনার হিন্দি তো বেস ভাল।

ভাই সরকারের সমথক অনেক.. মানুষ যারা চায় এই সরকার ক্ষমতায় থাকুক :|

জনগন যেহেতু জোরালো প্রতিবাদ করছেনা তাই সরকারও মেয়াদের আগে যাবেনা। :|

আপনার কাছে যদি অস্র কেনার টেকা না থাকে তবে সামুতে সাহাজ্য চাইয়া পোস্ট দিতে পারি আমরা। এই টুকু সাহাজ্য সবাই করবে আশা করি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১২

আমি মিন্টু বলেছেন: আসলে নতুন ভাই মাথায় কিছুই ঢুকতেছে না । কিছু বুঝেও উঠতে পারতেছি না । দেশ কি হতে চলছে ।

আর জনগণ যেই নামছে তাকেইতো খাঁচায় যেতে হচ্ছে । :|
আর এই খাঁচার ভয়ে কেও মনে হয় মুখ খুলছে না । :|

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

নতুন বলেছেন: বাইরের দেশের রাজনিতিক দল জনগনকে ভয় পায়... তাদের মন জুগিয়ে চলে... কারন যদি জনগন ভোট না দেয় তবে ক্ষমতায় যেতে পারবেনা।

আমাদের দেশে তো ভোটই হয়না। এবং সেই দলের সমথ`ক আছে কোটি জনগন....

সেই জন্যই তো কিছু হয়না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭

আমি মিন্টু বলেছেন: ঠিক বলেছেন ভাই আপনার সাথে সহমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.