![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেইযে সকালের নাস্টা শেষ করে এসে বিছানায় হামাগড়ি খেতে খেতে ঘুমিয়েছিলেন তরু আর এখন ঠিক দুপুরের লান্স আওয়ার পার হয়ে বিকেল চারটা কাটায় কাটায় অথচ এখন তার ঘুম ভাঙ্গার কোন খবর নাই । অন্য দিকে মিস সূচনা রান্না শেষ করে তরুর জন্য খাবার টেবিলে বসে থাকতে থাকতে সেও খাবার টেবিলে বসেই ঘন্টা দুই ঘুমিয়ে নিলেন । এ কথা ও কথা ভাবতে ভাবতে মিস সূচনা তরুর রুমে লক করলেন । বেশ কয়েকবার লক করার পরে তরু রুম খুললেন । মিস সূচনা তরুকে আলতো হাসি মুখে জিজ্ঞাসা করলেন এইযে জনাব কি পেটে কিছু দিতে হবে ? তরু
ততক্ষনে সে তার চোখ বরাবর কপালের ওপরে দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে নজর দিলেন বিকেল চারটা বিশ বাঁজে । ততক্ষনে মিস সূচনা খাবার টেবিলে খাবারের পেলেট সাঁজালেন ।
বারান্দায় দুটো চেয়ার একটিতে তরু বসলেন । অন্য চেয়ারে মিস সূচনা দুজনের মধ্যে বেশ কথা হল । এর মধ্যে মিস সূচনা তরুকে
বললো বস লোক হিসেবে অনেক ভালো । যদি আমার সাথে মাস পাঁচ হবে পরিচয় । আমাকে তার মেয়ের মতই দেখেন । আমাকে এখানে পাঠানোর পর এ পযন্ত উনি দুবার এসেছেন । তবে শেষবার যখন উনাকে দেখলাম আন্ডাজ করে নিলাম উনি আর হয়ত বেশিদিন বাঁচবেন না । অবশ্য আপনাকে এখানে পাঠানোর আগেই আমাকে আপনার সম্পর্কে সব কথা বলেছেন ।
তরু আর মিস সূচনায় কথায় কথায় সূর্যের আলো নিবে যাচ্ছে কিছুক্ষনের ভেতরেই মাগরিবের আযান দিবে । দুজনে বেড়িয়ে
পড়লেন ডাক্তারের বাড়ি যাবার উদ্ধেশে । ওখানে ডাক্তারের সাথে কথা শেষে দুজনে বাংলয় ফিরলেন । তরু বাংলোর সামনে বাঁগানে বসে নানান রকম ফুলের ঘ্রাণ নিচ্ছেন । এর মধ্যে মিস সূচনা দুজনের জন্য চা নিয়ে আসলেন । দুজনের চা আড্ডা বেশ জমে উঠেছে । অনেক সময় বাঁগানে বসে দুজনে মিলে আড্ডা
দিলেন । এই আড্ডার ফাঁকে মিস সূচনা আগামী কালকে তরুকে
নিয়ে কোন কোন স্থানে বেড়াতে যাবেন তার একটি নোট করলেন।
কথার সাথে সাথে অনেকটা সময় পার হয়েগেছে । রাতের ডিনারের সময় হয়ে গেছে । তরু রুম থেকে তার পোশাক চেঞ্চ করে আসলেন । এ ফাঁকে মিস সূচনা খাবার গরম করে টেবিলে খাবার দিয়ে তরুকে ডাকলেন । দুজনে খাবার শেষ করে মিস সূচনা তরুকে নিয়ে তরুর রুমে যান । মিস সূচনা তরুন বিছানা ঠিক
করে দিয়ে তরুকে ঘুমাতে বললে তরু একটি বই হাতে নিয়ে প্রতিদিনে মত বাংলোর খাটের এক পাশে বসে । এর মধ্যে মিস সূচনা তরুর সাথে তার হাতের বই পসঙ্গে বেশ কিছু কথা বললেন।
এবার তরু মিস সূচনাকে তার ব্যক্তিগত জীবন পসঙ্গে বেশ কিছু প্রশ্ন করলেন । মিস সূচনাও তরুকে তার ব্যক্তিগত লাইফ সম্পর্কে
অনেক কিছু জিজ্ঞাসা করলেন । তাদের দুজনের মধ্যে একটি সময় বেশ ভাব জমে ওঠলো । কথা শেষ করে মিস সূচনা তার রুমে চলে আসবেন তরুকে গুড নাইট বললেন । এরই মধ্যে আচমকা আকাশে একটি বিদুৎতের চমক ও মেঘের গর্জন । তরু মেঘের গর্জন শুনে কিছু বলে উঠার আগেই সূচনা ভয়ে তরুর বুক জড়িয়ে ধরলেন । দুজন দুজনার মাঝে যেন মেঘের গর্জনকে পার করে রাতের আঁধারকে হারাতে চললেন ...................
©somewhere in net ltd.