![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্মাতা ওয়াজেদ আলী সুমনের অঙ্গার ছবিতে খল চরিত্রে অভিনয় করার জন্য ঢাকায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় খল অভিনেতা রজতাভ দত্ত রনি । মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন । এক তথ্যে জানা যায় বুধবার ৯ সেপ্টেম্বর থেকে ঢাকার আফতাবনগরে রজতাভ তার অংশের শুটিং শুরু করবেন । ১৭ সেপ্টেম্বর ভারত ফিরে যাবেন তিনি । যৌথ প্রযোজনার এ ছবিটিতে আরও অভিনয় করছেনঃ ওম, জলি, অমিত হাসান, উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা আশীষ বিদ্যার্থী । এ ছবির একটি আইটেম গানে নাচার কথা রয়েছে শুভশ্রীর ।
আর কি লাগে চ্যানেলেতো দখল করে নিয়েছেই মানুষের হৃদয় । এখন আস্তে আস্তে চলচ্চিত্র সাইটটি নিয়ে নিয়েছেন ইনারা ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
আমি মিন্টু বলেছেন: সব সিস্টেমের কাজ
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩
উদ্ভট ভাবনাবিদ বলেছেন: এগুলো যৌথ প্রযোজনার ছবির নামে ওপারের ছবি এপারে চালানো, দেশের টাকা ওপারে পাঠানোর ধান্ধা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
আমি মিন্টু বলেছেন: : ওরা আমাদের আত্মীয় স্বজন দেশ ব্রাদার
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
আমি আবুলের বাপ বলেছেন: রজতাভ দত্ত রনি ঢাকায় এসে আমাদের ধন্য করে দিলেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
আমি মিন্টু বলেছেন: জি ব্রাদার পুলাই ধন্য হইয়া গেছিকা ।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
বাংলার ডাহুক বলেছেন: _____(¯`'•.¸*NICE*¸.•'´¯
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
আমি মিন্টু বলেছেন: সাইজ
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪
কালীদাস বলেছেন: খুশির চোটে লাফাইলাম কিছুক্ষণ খবরটা জানার পর। এ যেন ঈদের আনন্দ হাজারগুণে বাড়িয়ে দিল। খুশিতে আমার পুটু ফেটে যাওয়ার যোগাড়।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪১
আমি মিন্টু বলেছেন: কালীদাস ব্রাদার কিছু খুশি না কোন রাস্তা নাই ।
এ যেন ঘরের নাস্টা পরে খাওয়া ।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩০
রোষানল বলেছেন: এসব অভিনেতাকে আসলে বাংলাদেশের টাকা কলকাতায় নিয়ে যাওয়ার বাহন হিসেবে ব্যবহার করা হয় ।। দীর্ঘ দিন যাবত এ ধারা অব্যাহত আছে...